বানারীপাড়ায় ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ী আটক
বরিশাল বানারীপাড়া সদর ইউনিয়নের মাছরং গ্রাম থেকে ৯৩ পিচ ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে বরিশাল ডিবি’র চৌকস টিম।
সোমবার (৫ সেপ্টেম্বর) রাত ৮ টা ১৫ মিনিটে বানারীপাড়া উপজেলার সদর ইউনিয়ন পরিষদ সংলগ্ন থেকে গোপন সংবাদের ভিত্তিতে বানারীপাড়া সদর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বর রত্তন খাঁ ওরফে (ফল রত্তন) এর ছেলে মোঃ ইমরান খাঁ (২৮) ও রাজেন্দ্রনাথ মজুমদারের ছেলে পিন্টু মজুমদার(৩০) কে ৯৩ পিচ ইয়াবা সহ আটক করে ডিবি পুলিশ। বরিশাল ডিবি’র চৌকস টিমের এস এস আই কাজী ওবায়েদুল কবিরের নেতৃত্বে, এ এস আই রাজীব ও সঙ্গীয় ফোর্স মসিউর, পারভেজ, জসিম ও সোহাগ এ অভিযান পরিচালনা করেন।
এস আই কাজী ওবায়েদুল কবির বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামীদের বানারীপাড়া থানায় সোপর্দ করেন। আসামীদের ৬ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে বরিশাল বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।