অভিজ্ঞদের ফিরিয়ে বিশ্বকাপ দল ঘোষণা নেদারল্যান্ডসের

খেলাধুলা ডেস্কখেলাধুলা ডেস্ক
প্রকাশিত: ৩:১২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২২

সংগৃহীত

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে নেদারল্যান্ডস ক্রিকেট দল। অভিজ্ঞতাকে প্রাধান্য দিয়ে স্কোয়াডে ফিরিয়ে আনা হয়েছে দুই অভিজ্ঞ ক্রিকেটার রোয়েলফ ভ্যান ডার মারওয়ে এবং কলিন অ্যাকারম্যানকে। দলটির নেতৃত্ব দেবেন স্কট এডওয়ার্ডস।

অস্ট্রেলিয়ায় টুর্নামেন্টটি হওয়াতে পেইসারদের প্রাধান্য দিয়ে এই স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট নেদারল্যান্ডস।

সবমিলিয়ে বিশ্বকাপের জন্য ঘোষিত এই দলে রয়েছেন- কলিন অ্যাকারম্যান, ব্রেন্ডন গ্লোভার, টিম ফন ডার গুগটেন, ফ্রেড ক্লাসেন, পল ফন মেকেরেন ও রোয়েলফ ফন ডার মারউই। দল থেকে বাদ পড়ে গেছেন আরিয়ান দত্ত, ক্লেটন ফ্লয়েড, ভিভিয়ান কিংমা ও রায়ান ক্লেইন।

বিশ্বকাপের প্রথম রাউন্ডে শ্রীলঙ্কা, নামিবিয়া ও আরব আমিরাতের গ্রুপে রয়েছে নেদারল্যান্ডস। এই গ্রুপ থেকে দুই দল পাবে সুপার টুয়েলভের টিকিট।

টি-টোয়েন্টি বিশ্বকাপে নেদারল্যান্ডস স্কোয়াড: স্কট অ্যাডওয়ার্ডস (অধিনায়ক, উইকেটরক্ষক), কলিন অ্যাকারম্যান, শারিজ আহমেদ, লোগান ফন বিক, টম কুপার, ব্রেন্ডন গ্লোভার, টিম ফন ডার গুগটেন, ফ্রেড ক্লাসেন, বাস ডি লিদ, পল ফন মেকেরেন, রোয়েলফ ফন ডার মারউই, স্টিফেন মাইবার্গ তেজা নিদামানুরু, ম্যাক্স ও’দাউদ, টিম প্রিঙ্গল ও বিক্রম সিং।

সারাদিন/০৭ সেপ্টেম্বর/এমবি

Nagad