সিরাজগঞ্জে বজ্রপাতে ৯ জনের মৃত্যু

সিরাজগঞ্জ সংবাদদাতাসিরাজগঞ্জ সংবাদদাতা
প্রকাশিত: ৭:০৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২২

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাঠে কাজ করার সময় বজ্রাঘাতে নয় কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (০৮ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উল্লাপাড়া উপজেলার পঞ্চকোশি ইউনিয়নের মাটিকোড়া গ্রামে এই ঘটনা ঘটে।

উল্লাপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতদের মধ্যে রয়েছেন- উল্লাপাড়া উপজেলার শিবপুর গ্রামের মোবারক(৪০), মোন্নাফ হোসেন(১৮), শমসের আলী(৬০), আফসার আলী(৬৩) ও শাহীন আলী(২১) এবং মাটিকোরা গ্রামের আব্দুল কুদ্দুস (৬০), শাহ আলাম(৪২) ও রিতু খাতুন(১৪)। আহতদের উল্লাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তারা সবাই কৃষক।

ইউএনও উজ্জ্বল হোসেন বলেন, নিহত ব্যক্তিরা শিবপুর গ্রাম থেকে মাটিকোড়া গ্রামে এসে ফাঁকা মাঠে ধানের চারা উঠানোর কাজ করছিলেন। এ সময় বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হলে তারা ঘটনাস্থলেই মারা যান। নিহত প্রত্যেকের পরিবারকে ২৫ হাজার করে টাকা দেওয়া হয়েছে।

সারাদিন/০৮ সেপ্টেম্বর/এমবি

Nagad