আজকের দিনের জাতীয় পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১২:০৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২২

ব্যাংক ডলার কেনাবেচা করবে এক দামে
বাংলাদেশ ব্যাংক নানা সিদ্ধান্ত নিলেও ডলার–বাজারের সংকট মেটেনি। এবার ঠিক হয়েছে ব্যাংকগুলো নিজেই ডলারের দাম নির্ধারণ করবে।
বৈদেশিক মুদ্রার মজুত কমে হয়েছে ৩,৭০৬ কোটি ডলার।
মজুত সর্বোচ্চ উঠেছিল ৪,৮০০ কোটি ডলার।
গতকালও আমদানিতে ডলারের দাম ছিল ১০৭ টাকা পর্যন্ত।
প্রবাসী আয় এসেছে ১১২ টাকা পর্যন্ত দামে।

হুকুমের মাধ্যমে ডলারের দর নির্ধারণ থেকে আপাতত সরে এসেছে বাংলাদেশ ব্যাংক। একের পর এক সিদ্ধান্ত নিলেও তাতে সংকট কমেনি, বরং জটিলতা বেড়েছে। ফলে আগের অবস্থান থেকে সরে এবার তারা জানিয়েছে, ডলারের দাম নির্ধারিত হবে চাহিদা ও জোগানের ভিত্তিতে।ব্যাংকগুলো নিজেই এই দাম নির্ধারণ করবে। প্রবাসী ও রপ্তানি আয়, আমদানি বিল নিষ্পত্তিসহ প্রতিটি লেনদেনে ডলারের দাম হবে পৃথক। তবে সব ব্যাংক প্রতি লেনদেনেই একই দামে ডলার কেনাবেচা করবে। আর কেনাবেচায় মুনাফা হবে সর্বোচ্চ এক টাকা।ডলারের এই দাম নিয়মিত ভিত্তিতে বাংলাদেশ ব্যাংককে জানাবে ব্যাংকগুলো। বাংলাদেশ ব্যাংক তা পর্যবেক্ষণ করবে ও নিয়মিত ব্যাংকগুলোর সঙ্গে তথ্য–উপাত্ত বিনিময় করবে। ডলারের সংকট ও বাজারের অস্থিরতা কাটাতে এই সিদ্ধান্ত হয়েছে, যা আগামী সোমবার থেকে কার্যকর হবে। তবে বাংলাদেশ ব্যাংকের ডলারের দাম ৯৫ টাকা কোথায় থাকবে, সে বিষয়ে কোনো আলোচনা হয়নি। সূত্র: প্রথম আলো

প্রধানমন্ত্রীর ভারত সফর
বাংলাদেশের ভেতর দিয়ে রাস্তা চায় ভারত

ভারতের মেঘালয় রাজ্যের মহেন্দ্রগঞ্জ ও পশ্চিমবঙ্গের হিলির মধ্যে সংযোগ স্থাপনের জন্য বাংলাদেশের ভেতর দিয়ে একটি মহাসড়ক নির্মাণের প্রস্তাব দিয়েছে ভারত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদ্যঃসমাপ্ত ভারত সফরে উপ-আঞ্চলিক সহযোগিতা উদ্যোগের আওতায় ভারত ওই প্রস্তাব দেয়। এই প্রেক্ষাপটে ভারত-মিয়ানমার-থাইল্যান্ডের মধ্যকার ত্রিদেশীয় মহাসড়কে অংশগ্রহণের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে চার দিনের রাষ্ট্রীয় সফর শেষ করে গতকাল বৃহস্পতিবার ঢাকায় ফিরেছেন।
এবারের সফরে দুই দেশ যে সিদ্ধান্তগুলো নিয়েছে তার খাতওয়ারি তথ্য প্রকাশ করেছে ভারতীয় পক্ষ। তাতে এই প্রস্তাবের বিষয়টি স্থান পায়। খাতওয়ারি তথ্যে ভারত বলেছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐতিহাসিক সফরে দুই দেশের মধ্যে যৌথ সম্মতিতে গুরুত্বপূর্ণ বেশ কিছু সিদ্ধান্ত হয়েছে। তাতে দুই দেশের বন্ধুত্বকে ‘অবিচল’ বলে অভিহিত করা হয়েছে। সূত্র: কালের কণ্ঠ

বাদ জুমা ড. আকবর আলি খানের জানাজা

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, সাবেক সচিব ও বিশিষ্ট অর্থনীতিবিদ ড. আকবর আলি খানের জানাজা বাদ জুমা গুলশানের আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে। এরপর তাকে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে। আকবর আলী খানের নাতি আশিকুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন সূত্র: কালের কণ্ঠ

Nagad

৩৭ বিলিয়ন ডলারে নামল রিজার্ভ
চলমান ডলার সংকটের মধ্যে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও কমে ৩৭ বিলিয়ন ডলারে নেমেছে। গতকাল দিনশেষে রিজার্ভ দাঁড়িয়েছে ৩৭ দশমিক শূন্য ৬ বিলিয়ন ডলারে। বুধবার যা ৩৮ দশমিক ৯৪ বিলিয়ন ডলার ছিল। এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নে (আকু) ১৭৩ কোটি ডলার পরিশোধের পর রিজার্ভ এ পর্যায়ে নেমেছে। অবশ্য ইডিএফসহ বিভিন্ন তহবিলে জোগান দেওয়া অর্থ বাদ দিয়ে রিজার্ভের হিসাব করলে দেশের ব্যবহারযোগ্য রিজার্ভ এখন ৩০ বিলিয়ন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যালেন্স অব পেমেন্ট অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন (বিপিএম৬) ম্যানুয়াল অনুযায়ী, কেবল ব্যবহারযোগ্য অংশকেই রিজার্ভ হিসেবে দেখাতে হবে। সে অনুযায়ী, ইডিএফে জোগান দেওয়া ৬০০ কোটি ডলার, জিটিএফে ২০ কোটি, এলটিএফএফে ৩ কোটি ৮৫ লাখ, সোনালী ব্যাংকের মাধ্যমে বাংলাদেশ বিমানকে দেওয়া ৪ কোটি ৮০ লাখ ডলার রিজার্ভে দেখানো হলেও তা ব্যবহারযোগ্য নয়। এই ৬২৮ কোটি ৬৫ লাখ ডলারের বাইরে কারেন্সি সোয়াপের আওতায় শ্রীলঙ্কাকে দেওয়া হয়েছে ২০ কোটি ডলার। আর ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশনের (আইটিএফসি) আমানত রয়েছে, যা রিজার্ভ হিসেবে দেখানো হচ্ছে। সূত্র: সমকাল

দশ বছরে গবাদি পশু বেড়েছে ৬.৬২%, দুধ-মাংস বেড়েছে ১৫৭ শতাংশ

গত এক দশকে দেশে পশুপালন খাতে বিনিয়োগ বেড়েছে। বাজারে বাণিজ্যিকভাবে দুধ ও মাংস সরবরাহের ব্যবসায় নেমেছেন নতুন অনেক খামারি। সরকারি পর্যায়ে গরু, ছাগল, ভেড়া ও মহিষের জাত উন্নয়নে বিনিয়োগ বাড়িয়েছে প্রাণিসম্পদ বিভাগও। এতে গত ১০ বছরে দেশে গবাদিপশুর সংখ্যা সামান্য বাড়লেও দুধ ও মাংস উৎপাদন বেড়েছে ১৫০ শতাংশেরও বেশি। দেশে পশুপালন খাতে এ মুহূর্তে অন্যতম বড় সংকট হয়ে দাঁড়িয়েছে জমিস্বল্পতা ও চারণভূমির অভাব। গবাদিপশুর সংখ্যা বৃদ্ধি দেশের সক্ষমতাকে ছাড়িয়ে গেলে এ সংকট ভয়াবহ রূপ নেবে বলে আশঙ্কা খাতটির নীতিনির্ধারকদের। প্রাণিসম্পদ বিভাগসহ দেশের কৃষি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো গবাদিপশুর সংখ্যা সীমিত রেখে দুধ ও মাংস উৎপাদন বাড়ানোয় অগ্রাধিকার দিচ্ছে সবচেয়ে বেশি। গরু, ছাগল, ভেড়া ও মহিষের জাত উন্নয়ন নিয়ে ব্যাপক মাত্রায় গবেষণাও চলছে। দুধ-মাংসসহ ডেইরি পণ্যের উৎপাদন বৃদ্ধিতে এরই প্রতিফলন দেখা যাচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সূত্র: বণিক বার্তা।

ভারত সফরে দুই ডজন সিদ্ধান্ত
♦ ২০টি ব্রডগেজ রেল ইঞ্জিন দেবে ভারত ♦ নতুন পাঁচ রেল সংযোগ স্থাপন ও পুনঃস্থাপন ♦ ত্রিপুরা থেকে পুরো সীমান্তে কাঁটাতারের বেড়া ♦ ৫০০ মিলিয়ন ডলারের প্রতিরক্ষা লাইন অব ক্রেডিট ♦ বিহার থেকে বাংলাদেশ হয়ে আসাম বিদ্যুতের ট্রান্সমিশন লাইন ♦ বাংলাদেশ চায় ভারত-মিয়ানমার-থাইল্যান্ড ত্রিপক্ষীয় মহাসড়কে যুক্ত হতে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে সাতটি সমঝোতা স্মারকের বাইরেও দুই ডজনেরও বেশি সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে নিয়েছে বাংলাদেশ ও ভারত। ঘনিষ্ঠ প্রতিবেশী এবং বন্ধুত্বের সম্পর্কের প্রতি গুরুত্ব দিয়ে সফরে প্রথম সিদ্ধান্ত ‘অবিচল বন্ধুত্ব’-কে ধারণ করা। এক্ষেত্রে আঞ্চলিক সমৃদ্ধি ও উন্নয়নের জন্য বন্ধুত্ব ও অংশীদারিত্বের চেতনায় বৃহত্তর সহযোগিতা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ-ভারত। পাশাপাশি সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাংলাদেশকে ২০টি ব্রডগেজ রেল ইঞ্জিন দেবে ভারত, নতুন পাঁচ রেল সংযোগ স্থাপন ও পুনঃস্থাপন করা হবে, ত্রিপুরা থেকে শুরু করে পুরো সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া, সেনাবাহিনীর যানবাহন ক্রয়ের জন্য ৫০০ মিলিয়ন মার্কিন ডলারের প্রতিরক্ষা লাইন অব ক্রেডিট ও বিহার থেকে বাংলাদেশ হয়ে আসাম পর্যন্ত বিদ্যুতের ট্রান্সমিশন লাইন স্থাপন দ্রুত করা হবে। পাশাপাশি নতুনভাবে বাংলাদেশের মধ্য দিয়ে মেঘালয় থেকে পশ্চিমবঙ্গ নতুন হাইওয়ে নির্মাণের প্রস্তাব দিয়েছে ভারত। বাংলাদেশ চেয়েছে ভারত-মিয়ানমার-থাইল্যান্ড ত্রিপক্ষীয় মহাসড়কে যুক্ত হওয়ার সুযোগ। সূত্র: বিডি প্রতিদিন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর
সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যয়

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে তার এই সফর। সফরকালে নানা আনুষ্ঠানিকতায় অংশ নিয়েছেন।ভারতের নতুন রাষ্ট্রপতি দ্রোপদী মুর্মু ও নতুন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। দিল্লির হায়দরাবাদ হাউজে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হয়েছে। সংক্ষিপ্ত বক্তৃতায় দুই নেতার কণ্ঠে ছিল সম্পর্ক এগিয়ে নেওয়ার অভিন্ন সুর। বৈঠকের পর সই হয় সাতটি সমঝোতা স্মারক। বেশকিছু প্রকল্পের ঘোষণা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের পোস্টমর্টেম করছেন বিশ্লেষকরা। তারা সফর নিয়ে ব্যক্ত করছেন মিশ্র প্রতিক্রিয়া। দ্বিপাক্ষিক বৈঠকে আঞ্চলিক সমৃদ্ধি ও উন্নয়নের জন্য বন্ধুত্ব ও অংশীদারত্বের চেতনায় বৃহত্তর সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়। ‍সূত্র: যুগান্তর

বেড়েছে সবজি-মুরগির দাম, ডিমের ডজন ১৩০

নিত্যপণ্যের বাজার আবারও দেখা দিয়েছে অস্থিরতা। সরবরাহ ঠিক থাকলেও সাত দিনের ব্যবধানে ব্রয়লার ও দেশি মুরগির দাম কেজিতে ১০ টাকা বেড়েছে।পাশাপাশি খুচরা পর্যায়ে প্রতি ডজন ফার্মের ডিম ১০ টাকা বেশি দামে বিক্রি হয়েছে।এছাড়া নতুন করে না বাড়লেও উচ্চমূল্যে বিক্রি হয়েছে সব ধরনের সবজি ও মাছ। তবে চালের দাম কমেছে। শুক্রবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর নিউমার্কেট, হাতিরপুল, আজিমপুর ঘুরে ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে। নিউমার্কেটের খুচরা বিক্রেতা সজিব হোসেন বলেন, গত মাসের প্রথমদিকে পাইকারদের সিন্ডিকেটের কারণে ডিমের দাম বাড়ে। যে কারণে সেসময় প্রতি ডজন ডিম ১৫৫ থেকে ১৬০ টাকায় বিক্রি করতে হয়েছে। এজন্য গত সপ্তাহেও প্রতি ডজন ডিম ১২০ টাকায় বিক্রি করেছি। এখন পাইকারি বাজারে আবারও দাম বাড়ায় ১৩০ টাকায় বিক্রি করতে হচ্ছে। সূত্র: বাংলানিউজ

 

জ্বালানি সঙ্কট: যে সাতটি উপায়ে বিভিন্ন দেশ পরিস্থিতি মোকাবেলা করছে

করোনাভাইরাস মহামারি, খরা, তীব্র দাবদাহ এবং সর্বোপরি ইউক্রেন যুদ্ধের কারণে সারা বিশ্বে জ্বালানি সঙ্কট তৈরি হয়েছে। এর ফলে বিশ্বের প্রায় সব দেশেই তেল ও গ্যাসের মূল্য অত্যধিক মাত্রায় বৃদ্ধি পেয়েছে।জ্বালানির খরচ বেড়ে যাওয়ায় খাদ্য, পরিবহন, পরিষেবা – সবকিছুরই খরচ বেড়েছে। এক কথায় জীবনযাত্রার ব্যয় এমন পর্যায়ে পৌঁছেছে যে সেসব সামাল দিতে লোকজনকে হিমসিম খেতে হচ্ছে। এর ফলে প্রায় সব দেশের সরকারের ওপরেই বড় ধরনের চাপ তৈরি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে তারা গ্রহণ করছে জ্বালানি সাশ্রয়ের মাধ্যমে ব্যয় সঙ্কোচনের অভিনব সব কর্মসূচি।এখানে সাতটি উপায়ের কথা তুলে ধরা হলো যার মাধ্যমে বিভিন্ন দেশের সরকার জ্বালানি সঙ্কট মোকাবেলার চেষ্টা করছে।

দর্শনার্থী খরায় প্রাণ পাচ্ছে না বরিশাল বিভাগীয় জাদুঘর

মুসলিম যুগের শিলালিপি, গুপ্ত যুগের পোড়ামাটির নিদর্শন, প্রস্তর নির্মিত পাল যুগের বুদ্ধমূর্তি, গ্রামোফোন কৃষ্ণমূর্তিসহ নানা মূল্যবান ও আকর্ষণীয় পুরাকীর্তি রয়েছে বরিশাল বিভাগীয় জাদুঘরে। কিন্তু প্রতিষ্ঠার পর থেকেই জাদুঘরে দর্শনার্থীদের পদচারণা নেই। স্কুল, কলেজ শিক্ষার্থীদের আনাগোনাও খুবই সীমিত।
জাদুঘর কর্তৃপক্ষ বলছে, জাদুঘরটি সমৃদ্ধ হলেও এর জনপ্রিয়তা, সক্রিয়তা ও প্রচার না পাওয়ার ক্ষেত্রে বড় বাধা হচ্ছে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের বরিশাল বিভাগে কোনো কার্যালয় নেই। এটি খুলনার বিভাগীয় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে নিয়ন্ত্রিত হচ্ছে। যার কারণে এর উন্নয়ন ও সম্প্রসারণ বিঘ্নিত হচ্ছে। সূত্র: বিডি নিউজ