আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১২:০৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২২

ব্রিটিশ রাজা চার্লসের প্রথম ভাষণ আজ

নতুন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস আজ শুক্রবার ভাষণ দেবেন। রাজা হিসেবে এটা হবে তাঁর প্রথম ভাষণ। খবর এএফপির। রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর তাঁর বড় ছেলে ৭৩ বছর বয়সী চার্লস স্বয়ংক্রিয়ভাবে নতুন রাজা হন।স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার কিছু আগে ঘোষণা করা হয় যে, স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে এদিন দুপুরে ৯৬ বছর বয়সী রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যু হয়েছে। মাত্র ২৫ বছর বয়সে ব্রিটিশ রাজত্বের দায়িত্ব নিয়েছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ। তিনি ৭০ বছর রাজকার্য পরিচালনা করে অনন্য ইতিহাস গড়েন।চার্লস এখন স্কটল্যান্ডের বালমোরাল থেকে লন্ডনে ফিরবেন। তাঁর ভাষণটি রেকর্ড করে প্রচার করা হবে। সূত্র: প্রথম আলো

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে দাবানল

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের রিভারসাইড কাউন্টি পুড়ছে দাবানলে। চলমান দাবদাহের তীব্রতা কয়েক দিনের মধ্যে কমবে বলে পূর্বাভাস মিলেছে। আর তাতে পরিস্থিতির উন্নতি হওয়ার আশা করা হচ্ছে। রিভারসাইড কাউন্টিতে বসতবাড়ির কাছে এগিয়ে আসতে থাকা দাবানলের ছবি বুধবার তোলা- সূত্র: কালের কণ্ঠ

রানি হলেন সেই ভিত্তি যার ওপর আধুনিক ব্রিটেনের কাঠামো নির্মিত: লিজ ট্রাস

প্রধানমন্ত্রী লিজ ট্রাস মঙ্গলবার রানি দ্বিতীয় এলিজাবেথের আমন্ত্রণে ব্রিটেনের নতুন সরকার প্রধানের দায়িত্বে নিযুক্ত হয়েছেন। এর দু’দিনের মাথায় মারা গেলেন রানি দ্বিতীয় এলিজাবেথ। রানির মৃত্যুর পর ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে বক্তব্য দেন প্রধানমন্ত্রী লিজ ট্রাস। তিনি বলেন, প্রয়াত রানি হলেন সেই ভিত্তি যার ওপর আধুনিক ব্রিটেনের কাঠামো নির্মিত হয়েছে এবং আমাদের যে স্থিতিশীলতা ও শক্তির প্রয়োজন ছিল তিনি সরবরাহ করেছিলেন। ব্রিটেনের নতুন রাজা সম্পর্কে তিনি বলেন, তার মা যেমন দীর্ঘদিন ধরে অগণিত মানুষের কল্যাণে নিজের জীবনকে উৎসর্গ করেছেন, আমরাও তার (রাজার) প্রতি আমাদের আনুগত্য এবং ভক্তি নিবেদন করছি।তিনি বলেন, দ্বিতীয় এলিজাবেথ যুগের অবসানের সঙ্গে সঙ্গে ‘ঈশ্বর রাজাকে রক্ষা করুন’ কথাটি বলে আমরা আমাদের মহান দেশের মহিমান্বিত ইতিহাসে আরও একটি নতুন যুগের সূচনা করছি, ঠিক যেমনটি প্রয়াত রানি কামনা করেছিলেন। সূত্র: সমকাল

Nagad

উত্তর কোরিয়াকে পরমাণু অস্ত্রধারী রাষ্ট্র ঘোষণা করলেন কিম

উত্তর কোরিয়াকে পরমাণু অস্ত্রধারী রাষ্ট্র ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট কিম জং-উন। তিনি তার এ সিদ্ধান্তকে ‘অপরিবর্তনযোগ্য’ বলে অভিহিত করেছেন। একই সঙ্গে পরমাণু নিরস্ত্রীকরণের বিষয়ে কোনো আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন তিনি। এরইমধ্যে দেশটিতে এ সংক্রান্ত একটি আইন পাশ করা হয়েছে। খবর বিবিসি। গণমাধ্যমটি বলছে, নতুন আইনে নিজেদের আত্মরক্ষার জন্য পারমাণবিক হামলার অধিকারকেও অন্তর্ভুক্ত করেছে উত্তর কোরিয়া। নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও, পিয়ংইয়ং ২০০৬ সাল থেকে ২০১৭ সালের মধ্যে ছয়টি পারমাণবিক পরীক্ষা চালিয়েছে। ২০১৯ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে দুই দফায় হওয়া সিদ্ধান্তহীন শীর্ষ বৈঠকের পরে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ এবং পারমাণবিক পরীক্ষা চালিয়েছিলেন কিম জং উন। এরপর থেকে এ দুই দেশের মধ্যে আলোচনা থমকে গিয়েছে।বিবিসি বলছে, যুক্তরাষ্ট্র এ বিষয়ে পিয়ংইয়ংয়ের সঙ্গে কথা বলতে ইচ্ছুক। তবে প্রেসিডেন্ট জো বাইডেন উত্তর কোরিয়ার নেতা কিমের সঙ্গে দেখা করবেন কিনা হোয়াইট হাউস থেকে তা স্পষ্ট করা হয়নি। সূত্র: বণিক বার্তা

পাকিস্তানের কাছে জঙ্গিবিমানের সরঞ্জামাদি বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

এবার মার্কিন যুক্তরাষ্ট্র সরকার পাকিস্তানের কাছে এফ-১৬ জঙ্গিবিমান সংশ্লিষ্ট সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে। এতে চলমান সন্ত্রাস-বিরোধী তৎপরতায় পাকিস্তান আারো শক্তিশালী হয়ে উঠবে। এ সংক্রান্ত এক বিবৃতিতে ইউএস ডিফেন্স সিকিউরিটি কো-অপারেশন এজেন্সি এমনটাই জানিয়েছে। বলা হয়েছে, সম্ভাব্য এই বিক্রি নিয়ে কংগ্রেসের প্রয়োজনীয় সার্টিফিকেশন দেয়া হয়েছে। পাকিস্তান সরকারের কাছে এফ-১৬ বিমানের যন্ত্রাংশ এবং এর সঙ্গে সংশ্লিষ্ট সরঞ্জাম বিক্রির অনুমোদন দেয়ার সিদ্ধান্ত নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
পাকিস্তানের এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, এসব সরঞ্জামের মূল্য হবে ৪৫ কোটি ডলার। ইউএস ডিফেন্স সিকিউরিটি কো-অপারেশন এজেন্সি বলেছে, আমেরিকার কাছে পাকিস্তান এসব সরঞ্জামের জন্য অনুরোধ করে। তার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। সূত্র: বিডি প্রতিদিন।

পরকীয়া কেলেঙ্কারি আছে ট্রাসেরও

সমালোচকদের সুরে বলতে গেলে, যোগ্য উত্তরসূরিই রেখে গেলেন ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন। ঘুরেফিরে ‘বিশ্বপ্রেমিক’ বরিস জনসনেরই ছায়া ঢুকল ১০ ডাউনিং স্ট্রিটের ঘরে। নেতৃত্বগুণে তফাত থাকলেও বরিসের মতোই ‘পরকীয়া অসুখ’ ছিল দেশটির নবনির্বাচিত প্রধানমন্ত্রী লিজ ট্রাসেরও (৪৭)। সোমবার দলীয় প্রধান (কনজারভেটিভ পার্টি) নির্বাচিত হওয়ার পর থেকেই যুগ-গলিতে হারিয়ে যাওয়া একসময়কার লন্ডন কাঁপানো সেই চটুল পরকীয়া কাহিনিই টেনেহিঁচড়ে ব্রিটেনের চোখের সামনে ফেলছে কয়েকটি ট্যাবলয়েড। পথ চলতি কথায় বললে, ‘রাজনৈতিক জীবনের শুরু থেকেই বিতর্কিত চরিত্র ট্রাস।’ ২০০৬ সালের ঘটনা। স্বামী থাকা সত্ত্বেও টোরি দলের সে সময়কার প্রভাবশালী এমপি মার্ক ফিল্ডের (৫৭) সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন। বরিসের মতো বর্ণাঢ্য না হলেও ২৯ বছর বয়সি ট্রাসের ওই অসম প্রেমের গুঞ্জনে কেঁপে উঠেছিল পুরো লন্ডন। ফিল্ডের মতো একজন জাঁদরেল মুখপাত্রের এমন কাণ্ডে বিপদে পড়েছিল দলও। ফাটল ধরেছিল টোরি ভাবমূর্তিতে। এর কয়েক বছর পরই ২০১০ সালে এমপি নির্বাচিত হন ট্রাস। মার্ক-ট্রাসের এই গোপন প্রেমের গল্প প্রথম প্রকাশ্যে আনে ডেইলি মেইল। সূত্র: যুগান্তর

রানির মৃত্যুর পরের ১০ দিন যা যা ঘটবে

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর থেকে রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া পর্যন্ত ঘটনাগুলো কীভাবে সম্পন্ন হবে তা আগে থেকেই ঠিক করা রয়েছে। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেল ৬টা৩০ মিনিটে বাকিংহাম প্যালেস থেকে রানির মৃত্যুর সংবাদ ঘোষণা করা হয়। রানির মৃত্যু পরবর্তী ১০দিন যা যা হবে- বৃহস্পতিবার ( ডি-ডে)-বাকিংহাম প্যালেস থেকে আনুষ্ঠানিক ঘোষণার আগে একটি ‘কল কাসকেড’ করা হয়। রানির ব্যক্তিগত সচিব প্রধানমন্ত্রীকে ব্যক্তিগতভাবে শোক সংবাদটি জানা। এরপর সংবাদটি ক্যাবিনেট সেক্রেটারি এবং প্রাইভি কাউন্সিলের অফিসে পৌঁছে দেওয়া হবে। প্রাইভি কাউন্সিল মূলত রানির পক্ষে সরকারি কাজের সমন্বয় করে। এদিন ‘সরকারি বিজ্ঞপ্তি’ দিয়ে জনসাধারণকে রানির মৃত্যুর সংবাদ জানানো হয়। এরইমধ্যে ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর দেশটির নতুন রাজা হয়েছেন রানির ছেলে ও সাবেক প্রিন্স অব ওয়েলস চার্লস। সূত্র: বাংলানিউজ

 

দ্বিতীয় এলিজাবেথ: যার আলোয় উজ্জ্বল হয়েছে ব্রিটিশ সিংহাসন

হাজার বছরের ব্রিটিশ সাম্রাজ্যে রাজা-রানি এসেছে অনেক, তবে তাদের মধ্যে উজ্জ্বল হয়ে থাকবেন দ্বিতীয় এলিজাবেথ। ৭০ বছর আগে এলিজাবেথের সিংহাসনে আরোহনের ক্ষেত্রে তার নিজের কৃতিত্ব বলে কিছু ছিল না। বংশানুক্রমেই তার স্থান পাকা হয়েছিল।কিন্তু রাজদণ্ড হাতে নেওয়ার পর তিনি নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়, তাই মৃত্যুর পর তাকে স্মরণ করছে গোটা বিশ্ব।ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান লিখেছে, নিয়মের অধীনে সিংহাসন পেলেও দ্বিতীয় এলিজাবেথ তার দীর্ঘ শাসনকালের পট এঁকেছেন প্রায় নির্ভুলতার সঙ্গে।বিবিসি মূল্যায়ন করেছে এভাবে, কর্তব্য নিষ্ঠা আর সিংহাসন আর জনগণের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে নিবেদিতপ্রাণ হয়ে কাজ করার উদাহরণ তৈরি করে গেছেন দ্বিতীয় এলিজাবেথ। সূত্র: বিডি নিউজ

রানির কোহিনূরের মুকুট এবার কার মাথায়

৯৬ বছর বয়সে বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) প্রয়াত হয়েছেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ। স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। সন্ধ্যার সময় বিবৃতি দিয়ে সরকারিভাবে রানির মৃত্যুর খবর ঘোষণা করে বাকিংহাম প্যালেস। রানির মৃত্যুর পর ব্রিটেনের সিংহাসনে বসছেন তার বড় ছেলে যুবরাজ চার্লস, চার্লসের বয়স ৭৩। মায়ের মৃত্যুর ২৪ ঘণ্টার মধ্যে তাকে আনুষ্ঠানিকভাবে রাজা ঘোষণা করা হবে। এ বার প্রশ্ন, কোহিনূরের অধিকার পাবেন কে?চলতি বছরের শুরুতেই রানি এলিজাবেথ ঘোষণা করেছিলেন, তার অবর্তমানে ‘কুইন কনসর্ট’ হবেন যুবরাজ চার্লসের স্ত্রী, ডাচেস অব কর্নওয়াল ক্যামিলা। তাই স্বাভাবিকভাবেই চার্লস যখন রাজা হবে, তখনই ক্যামিলার মাথায় উঠবে সেই কোহিনূর বসানো মুকুট, যা আসলে ছিল রানি এলিজাবেথের মায়ের। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।

রানি দ্বিতীয় এলিজাবেথ: ব্রিটিশ জনগণের হৃদয়ে রাজপরিবারের প্রতি ভালবাসা চিরস্থায়ী করতে সারা জীবন তিনি সচেষ্ট ছিলেন

রানি দ্বিতীয় এলিজাবেথের দীর্ঘ রাজত্বকাল জুড়ে ছিল তাঁর কঠোর কর্তব্যপরায়ণতা এবং ব্রিটিশ সিংহাসন ও ব্রিটিশ জনগণের উদ্দেশ্যে তাঁর জীবনকে নিবেদন করার ব্যাপারে তাঁর নিষ্ঠা ও অঙ্গীকার। দ্রুত পরিবর্তনশীল বিশ্বে যখন ব্রিটেনের প্রভাব ক্রমশ কমেছে, সমাজে আমূল পরিবর্তন এসেছে, রাজতন্ত্র প্রশ্নবিদ্ধ হয়েছে, তখনও অনেকের কাছে রানি দ্বিতীয় এলিজাবেথ ছিলেন একজন ধ্রুবতারা।উত্তাল নানা সময়ের মধ্যেও ব্রিটেনের রাজতন্ত্রকে তিনি যেভাবে টিকিয়ে রেখেছেন তা বিশেষভাবে স্মরণীয়। তা আরও স্মরণীয় এ কারণে যে তাঁর জন্মের সময়ও কেউ ভাবেননি তাঁর ভাগ্যে রয়েছে ব্রিটেনের সিংহাসনে আরোহণ। সূত্র: বিবিসি বাংলা।