মোটরসাইকেল কিনলে হেলমেট বিনামূল্যে দিবে টিভিএস
নতুন অফার আনল টিভিএস বাংলাদেশ। প্রতিষ্ঠানটি বলছে-
টিভিএস মোটরসাইকেল কিনলে হেলমেট পাওয়া যাবে বিনামূল্যে।
মোটরসাইকেল চালক ও আরোহীদের নিরাপত্তায় এই নতুন অফার আনল টিভিএস। গ্রাহক স্বার্থেই এই নতুন অফার
কর্মকর্তারা বলছেন,টিভিএসের শোরুম বা ডিলার পয়েন্ট থেকে বাইক কিনলে ফ্রি হেলমেট পাওয়া যাবে। বাইকের সঙ্গে ভালোমানের সার্টিফায়েড হেলমেট দেবে টিভিএস।
সারাদিন/১০ সেপ্টেম্বর