সুজুকি জিক্সার ২৫০ ক্রেতাদের জন্য এক্সক্লুসিভ গিফট কম্বো অফার

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৩:৪৭ অপরাহ্ণ, মার্চ ৫, ২০২৫

সুজুকি বাংলাদেশ-র‍্যানকন মোটরবাইক লিমিটেড সুজুকি জিক্সার ২৫০ ক্রেতাদের জন্য এনেছে এক্সক্লুসিভ গিফট কম্বো অফার। সীমিত সময়ের এই অফারে থাকছে প্রয়োজনীয় গিয়ার, যা রাইডারদের রাইডিং অভিজ্ঞতাকে আরও নিরাপদ ও উপভোগ্য করে তুলবে।

এই এক্সক্লুসিভ গিফট কম্বোতে থাকছে একটি সুজুকি-সার্টিফাইড হেলমেট, একটি স্টাইলিশ পোলো শার্ট এবং একটি ব্র্যান্ডেড ক্যাপ। নিরাপত্তা, আরাম এবং স্টাইলের পারফেক্ট কম্বিনেশনের এই উপহার প্যাকেজ রাইডারদের আরও আত্মবিশ্বাসী করবে। সুজুকি-সার্টিফাইড হেলমেটটি রাইডিংয়ের সময় সুরক্ষা দেবে, আর পোলো শার্ট ও ক্যাপের মাধ্যমে রাইডাররা সুজুকির প্রতি তাদের ভালোবাসা প্রকাশ করতে পারবেন।

সুজুকি বাংলাদেশ-র‍্যানকন মোটরবাইক লিমিটেডের হেড অফ মার্কেটিং আমিন মাহমুদ বলেন, “জিক্সার ২৫০ সুজুকির ইঞ্জিনিয়ারিং দক্ষতার অন্যতম উদাহরণ, যা প্রিমিয়াম স্ট্রিট এবং স্পোর্টস বাইক সেগমেন্টে নিখুঁত পারফরম্যান্স দেয়। এই বিশেষ গিফট কম্বোর মাধ্যমে আমরা আমাদের গ্রাহকদের রাইডিং অভিজ্ঞতা আরও উন্নত করতে চাই। সুজুকি যে বরাবরের মত এবারও রাইডারদের নিরাপত্তা ও সন্তুষ্টির কথা মাথায় রেখেছে, তা এই অফারটি আরও প্রমাণ করে।”

এই এক্সক্লুসিভ গিফট কম্বো সুজুকির সব অনুমোদিত শোরুমে স্টক থাকা পর্যন্ত পাওয়া যাবে। সুজুকি জিক্সার ২৫০-এর এই বিশেষ অফার রাইডারদের জন্য একটি বাড়তি আকর্ষণ হিসেবে কাজ করবে বলে মনে করছে প্রতিষ্ঠানটি।