গাইবান্ধা-৫ উপনির্বাচন: ফজলে রাব্বীর আসনে মনোনয়ন পেলেন রিপন

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৭:১৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২২

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বীর মৃত্যুতে শূন্য হওয়া গাইবান্ধা-৫ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন। আগামী ১২ অক্টোবর প্রয়াত ডেপুটি স্পিকার ফজলে রাব্বীর গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

শনিবার (১০ সেপ্টেম্বর) বিকালে আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ যৌথসভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গাইবান্ধা-৫ আসনের উপ নির্বাচনে আওয়ামী লীগ থেকে ১০ জন মনোনয়ন প্রত্যাশী ছিলেন। এরা হলেন ফারজানা রাব্বি বুবলি, জিএম সেলিম পারভেজ, মাহমুদুল হাসান রিপন, মোছা. লুদা মিলা পারভীন, এস এম শামসুল আরেফিন, মাহবুবুর রহমান, আল মামুন, উম্মে জান্নাতুল ফেরদৌস, সুশীল চন্দ্র সরকার।

সাঘাটা-ফুলছড়ি উপজেলার ১৭টি ইউনিয়ন নিয়ে গঠিত গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসন। এই আসনের সংসদ সদস্য ছিলেন ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া।

ফজলে রাব্বীর মৃত্যুতে গাইবান্ধা-৫ আসনটি শূন্য হয়েছে গত ২৩ জুলাই। এদিন থেকে পরবর্তী ৯০ দিন বলতে ২০ অক্টোবর পর্যন্ত সময়কে বোঝায়। এ হিসেবে আগামী ২০ অক্টোবরের মধ্যে ওই আসনে উপ-নির্বাচন সম্পন্ন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।

Nagad