বড় ধরনের ঝড়ো হাওয়া শঙ্কা, উপকূলীয় এলাকায় ৩ নম্বর সংকেত
পার্শ্ববর্তী ভারতের মধ্যপ্রদেশ এলাকায় অবস্থানরত নিম্নচাপটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে সোমবার (১২ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত ভারতের দক্ষিণ মধ্য প্রদেশ ও এর পার্শ্ববর্তী এলাকায় অবস্থান করছিলো। নিম্নচাপের প্রভাবে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। উপকূলীয় এলাকায় টানা ২ দিন মাঝারী থেকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। দুদফা জোয়ারের উঁচু পানিতে প্লাবিত হচ্ছে জেলার অর্ধশতাধিক গ্রাম।
সোমবার উপকূলীয় এলাকা দিয়ে যে কোন সময় বড় ধরনের ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কা করছে আবহাওয়া অফিস। তাই পায়রা বন্দরসহ সব সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে দিতে বলা হয়েছে। এদিকে শিববাড়িয়া নদীতে অবস্থানরত সকল মাছধরা ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদে থাকতে মাইকিং করছে নিজামপুর কোষ্টগার্ড।