বাংলাদেশকে নামিয়ে দুইয়ে অস্ট্রেলিয়া

খেলাধুলা ডেস্কখেলাধুলা ডেস্ক
প্রকাশিত: ৭:৩০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২২

সংগৃহীত

টানা দুই ওয়ানডে সিরিজ জিতে অস্ট্রেলিয়া ক্রিকেট দল বিশ্বকাপ সুপার লিগে বাংলাদেশকে এক ধাপ নামিয়ে বড় লাফ দিয়েছে। রোববার (১১ সেপ্টেম্বর) ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ২৫ রানে জিতে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে গেছে অস্ট্রেলিয়া।

দুইয়ে ওঠার পথে বাংলাদেশকে এক ধাপ নিচে নামিয়ে দিয়েছে বিশ্বকাপে সর্বোচ্চ পাঁচবারের চ্যাম্পিয়নরা। সুপার লিগে দুই দলই এখন পর্যন্ত খেলেছে ১৮টি ম্যাচ, জিতেছে ১২ ম্যাচ, পেয়েছে সমান ১২০ পয়েন্ট।

তবে নেট রানরেটে ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে থাকায় অস্ট্রেলিয়ার (+০.৭৮৫) অবস্থান দ্বিতীয়। আর বাংলাদেশের (+০.৩৮৪) অবস্থান রয়েছে তৃতীয়।

বিশ্বকাপ সুপার লিগের পয়েন্ট টেবিল:

০১. ইংল্যান্ড – ১৮ ম্যাচে ১২৫ পয়েন্ট;
০২. অস্ট্রেলিয়া – ১৮ ম্যাচে ১২০ পয়েন্ট;
০৩. বাংলাদেশ – ১৮ ম্যাচে ১২০ পয়েন্ট;
০৪. পাকিস্তান – ১৮ ম্যাচে ১২০ পয়েন্ট;
০৫. নিউজিল্যান্ড – ১৫ ম্যাচে ১১০ পয়েন্ট;
০৬. ভারত – ১৫ ম্যাচে ১০৯ পয়েন্ট;
০৭. আফগানিস্তান – ১২ ম্যাচে ১০০ পয়েন্ট;
০৮. ওয়েস্ট ইন্ডিজ – ২৪ ম্যাচে ৮৮ পয়েন্ট;
০৯. আয়ারল্যান্ড – ২১ ম্যাচে ৬৮ পয়েন্ট;
১০. শ্রীলঙ্কা – ১৮ ম্যাচে ৬২ পয়েন্ট;
১১. দক্ষিণ আফ্রিকা – ১৩ ম্যাচে ৪৯ পয়েন্ট;
১২. জিম্বাবুয়ে – ২১ ম্যাচে ৪৫ পয়েন্ট;
১৩. নেদারল্যান্ডস – ১৯ ম্যাচে ২৫ পয়েন্ট;

সারাদিন/১২ সেপ্টেম্বর/এমবি

Nagad