মুক্তির অনুমতি পেল ‘অপারেশন সুন্দরবন’

বিনোদন ডেস্কবিনোদন ডেস্ক
প্রকাশিত: ৭:৪৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২২

সংগৃহীত

দেশের সুন্দরবনকে দস্যুমুক্ত করতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) দুঃসাহসিক অভিযান নিয়ে নির্মিত ‘অপারেশন সুন্দরবন’ সিনেমাটি মুক্তির অনুমতি পেয়েছে।

বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে ‘অপারেশন সুন্দরবন’সিনেমাটি। ফলে সিনেমাটি মুক্তিতে আর কোনও বাধা থাকছে না। আগামী ২৩ সেপ্টেম্বর দেশব্যাপী এই সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে।

রোববার (১১ সেপ্টেম্বর) দুই ঘণ্টা ২১ মিনিট ৩৯ সেকেন্ড দৈর্ঘ্যের ‘অপারেশন সুন্দরবন’কে বিনা কর্তনে ছাড়পত্র দিয়েছে সেন্সর বোর্ড। এতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সিনেমাটির নির্মাতা।

এর আগে গত ০৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) রাজধানীর কারওয়ান বাজার র‌্যাবের মিডিয়া সেন্টারে এই সিনেমার পোস্টার উন্মোচিত হয়েছে। এই অনুষ্ঠানে দর্শকদের প্রেক্ষাগৃহে এসে ‘অপারেশন সুন্দরবন’ দেখার আহ্বান জানান সংশ্লিষ্টরা।

দীপংকর দীপন পরিচালিত সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছে র‌্যাব ফোর্সেস ওয়েলফেয়ার ট্রাস্ট ও থ্রি হুইলারস।

‘অপারেশন সুন্দরবন’সিনেমাটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন রিয়াজ আহমেদ, শতাব্দী ওয়াদুদ, মনির খান শিমুল, সিয়াম আহমেদ, নুসরাত ফারিয়া, জিয়াউল রোশান, তাসকিন রহমান, মনোজ প্রামাণিক, দীপু ইমাম, এহসানুর রহমান প্রমুখ।

Nagad

সারাদিন/১২ সেপ্টেম্বর/এমবি