ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে ফিরলেন বুমরাহ-হার্শাল

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৭:৫২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২২

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। দলে ফিরেছেন দুই পেসার জসপ্রিত বুমরাহ ও হার্শাল প্যাটেল।

বাদ পড়েছেন স্পিনার রবি বিষ্ণোই ও পেসার আভেশ খান। রোহিত শর্মার নেতৃত্বে ভারত অবশ্য পাচ্ছে না অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে। সম্প্রতি এশিয়া কাপে চোট পেয়ে ছিটকে যান জাদেজা। তার জায়গা সুযোগ পেয়েছেন স্পিন অলরাউন্ডার অক্ষর প্যাটেল।

আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ।

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতের স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুদা, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), দিনেশ কার্তিক (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, জসপ্রিত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, হার্শাল প্যাটেল, আরশদীপ সিং।

রিজার্ভ: মোহাম্মদ শামি, শ্রেয়াস আইয়ার, রবি বিষ্ণই ও দীপক চাহার।

Nagad