ডিপিডিসি’তে নিয়োগ বিজ্ঞপ্তি

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১:০০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২২

সংগৃহীত

জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)। সরকারি এই প্রতিষ্ঠানটিতে সহকারী ইঞ্জিনিয়ার পদে চুক্তি ভিত্তিতে মোট ৩৩ জন প্রকৌশলী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ০২ অক্টোবর পর্যন্ত অনলাইনে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন।

পদের নাম: সহকারী প্রকৌশলী।

পদসংখ্যা: ৩৩ জন।

শিক্ষাগত যোগ্যতা: ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল/ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের সব স্তরে জিপিএ/ সিজিপিএ-৫ -এর স্কেলে অন্তত ৪.০ এবং ৪ -এর স্কেল অন্তত ৩.০ থাকতে হবে। কম্পিউটার ব্যবহারে পারদর্শী, নেতৃত্বে দক্ষতা, বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।

বেতন-ভাতা: মাসিক মূল বেতন ৫১,০০০ টাকা। এছাড়া মূল বেতনের ৬০ শতাংশ বাড়ি ভাড়া, প্রতিবছর দুটি উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্রাচ্যুইটি, বিমা, ছুটি ভাতা, চিকিৎসা সুবিধা ও যাতায়াতে পরিবহন সুবিধা আছে।

বয়সসীমা: আবেদনকারীর বয়স ২০২২ সালের ০২ অক্টোবর সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধার সন্তানদের বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। ডিপিডিসির কর্মীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩৫ বছর।

Nagad

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের ডিপিডিসির ওয়েবসাইটের https://dpdc.org.bd/career/jobseeker/signin এই লিংকে আবেদন করতে হবে। এ ক্ষেত্রে নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সাইজের ছবি, স্বাক্ষর এবং এসএসসি ও বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ের সনদের স্ক্যান কপি সংযুক্ত করতে হবে। চলতি বছর যারা এই পদে আবেদন করেছেন, তাদের আর আবেদন করার প্রয়োজন নেই।

আবেদন ফি: ওয়েবসাইটে দেওয়া নির্দেশনা মেনে ১,৫০০ টাকা আবেদন ফি জমা দিতে হবে।

আবেদনের শেষ তারিখ: আগামী ০২ অক্টোবর, ২০২২।

নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে …এখানে ক্লিক করুন।

সূত্র- প্রথম আলো

সারাদিন/১৪ সেপ্টেম্বর/এমবি