ফিফা বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশের প্রতিপক্ষ মালদ্বীপ

খেলাধুলা ডেস্কখেলাধুলা ডেস্ক
প্রকাশিত: ৪:৪৮ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০২৩

ছবি- সংগৃহীত

২০২৬ সালের ফিফা ফুটবল বিশ্বকাপের এশিয়ান অঞ্চলের বাছাই পর্বের প্রথম রাউন্ডে বাংলাদেশ পেয়েছে মালদ্বীপকে।

বৃহস্পতিবার (২৭ জুলাই) মালয়েশিয়ার কুয়ালালামপুরের এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) সদর দপ্তরে বাছাইপর্বের এশিয়া অঞ্চলের প্রথম রাউন্ডের ড্র অনুষ্ঠিত হয়েছে। এতে জামাল ভূঁইয়ারা
তাদের প্রতিপক্ষ পেয়েছে মালদ্বীপকে।

আগামী ১২ অক্টোবর অ্যাওয়ে ম্যাচে মালদ্বীপে গিয়েই তাদের বিপক্ষে লড়বে বাংলাদেশ। এর পাঁচ দিন পর ১৭ অক্টোবর নিজেদের মাটিতে মালদ্বীপকে আতিথেয়েতা দেবে জামাল ভুঁইয়ারা।

২০২৬ সালের ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে। ৪৮ দলের অংশগ্রহণে এশিয়া থেকে সর্বমোট ৯ টি দল অংশ নেবে। তাদের মধ্যে ৮টি দল সরাসরি বাছাই থেকে আর বাকি একটি দল যাবে প্ল-অফের মাধ্যমে। দুই লেগ মিলিয়ে মালদ্বীপের বিপক্ষে জিততে পারলেই বাংলাদেশ চলে যাবে ৩৬ দলের দ্বিতীয় রাউন্ডে।

সেখানে প্রত্যেক গ্রুপে ৪টি করে দল নিয়ে মোট ৯টি গ্রুপ হবে। সেক্ষেত্রে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে আরও ৬টি ম্যাচ খেলার সুযোগ পাবে বাংলাদেশ। দ্বিতীয় রাউন্ডের ম্যাচগুলো হবে ১৬ নভেম্বর থেকে ২০২৪ সালের ১১ জুন পর্যন্ত। এই পর্বে বাংলাদেশ কিংবা মালদ্বীপ যেই জিতুক পরের রাউন্ডে তারা পড়বে ‘আই’ গ্রুপে। যেখানে আছে শক্তিশালী অস্ট্রেলিয়া, ফিলিস্তিন ও লেবানন।

সারাদিন/২৭ জুলাই/এমবি 

Nagad