আজকের দিনের জাতীয় পর্যায়ের শীর্ষ ১০ খবর
ওসির ‘ঘুষের’ টাকায় স্ত্রী কোটিপতি
চট্টগ্রামে ছয়তলা বাড়ি, কক্সবাজারে প্লটসহ জমি ও দুটি বাসের মালিক ওসি শাহজাহানের স্ত্রী ফেরদৌসী আকতার।ক ফেরদৌসী আকতার নামের এক গৃহিণী। তাঁর স্বামী মো. শাহজাহান শিল্প পুলিশ চট্টগ্রামের পরিদর্শক। এর আগে তিনি ছিলেন চট্টগ্রামের লোহাগাড়া ও সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। দুর্নীতি দমন কমিশন (দুদক) বলছে, স্বামী পুলিশ কর্মকর্তার ‘ঘুষ ও দুর্নীতির’ মাধ্যমে এসব সম্পদের মালিক হন স্ত্রী ফেরদৌসী আকতার। তাঁর ৩ কোটি ২৯ লাখ ৩৬ হাজার টাকার অবৈধ সম্পদ পেয়েছে দুদক। এ ছাড়া ফেরদৌসী নিজেকে মৎস্য ও পোলট্রি খামারি দাবি করলেও এগুলোর কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। ফেরদৌসীর স্বামী মো. শাহজাহান ১৯৯১ সালে বাংলাদেশ পুলিশে উপপরিদর্শক (এসআই) হিসেবে যোগদান করেন। তাঁর গ্রামের বাড়ি কুমিল্লার লালমাই থানার কাতালিয়া এলাকায়। চাকরির শুরুতে তিনি বেতন পেতেন ২ হাজার ৬০০ টাকা। বর্তমানে শিল্প পুলিশ চট্টগ্রামে পরিদর্শক হিসেবে তিনি বেতন পান ৬০ হাজার টাকা। সূত্র: প্রথম আলো
ঢাকায় ডেঙ্গুর ঝুঁকি দক্ষিণে মশা বেশি
টানা তিন দিন থেমে থেমে জ্বর। শরীরে প্রচণ্ড ব্যথা। এমবিএর শিক্ষার্থী রাকিব হোসেন খান ভাবলেন সাধারণ জ্বর। ওষুধের দোকান থেকে জ্বরের ওষুধ কিনে খেলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন গোপীবাগের এই বাসিন্দা। কিন্তু জ্বর আর সারে না। অথচ সামনে পরীক্ষা। এরপর চিকিৎসক দেখিয়ে তাঁর পরামর্শে রক্ত পরীক্ষা করালেন। শনাক্ত হলো ডেঙ্গু।
এ অভিজ্ঞতার কথা কালের কণ্ঠকে জানিয়ে রাকিব বলেন, চার দিন রাজধানীর মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি থাকার পর এখন অনেকটা সুস্থ। এর মধ্যে এলাকার পরিচিত বেশ কয়েকজনকে ডেঙ্গুতে আক্রান্ত হতে দেখেছেন। তাঁর পরিচিত দুজন এখনো ভর্তি একই হাসপাতালে। সূত্র: কালের কণ্ঠ
চালের বড় মজুতেও অস্বস্তিতে সরকার
গুদামে ১৯ লাখ টনের মতো খাদ্যশস্য মজুত, তবু যেন স্বস্তিতে নেই সরকার। এখন ৯ লাখ টন চাল আমদানির জন্য খাদ্য মন্ত্রণালয় চালাচ্ছে মরিয়া চেষ্টা। ব্যবসায়ীদের নেতিবাচক আচরণের কারণে চালের বাজারের অস্থিরতা কাটছে না বলে মনে করছেন মন্ত্রণালয়-সংশ্নিষ্টরা।
খাদ্য মন্ত্রণালয় বলছে, দেশে পর্যাপ্ত চাল আছে। জ্বালানি তেলের বাড়তি দরের কারণে চালের দাম কেজিতে ৪০ থেকে ৬০ পয়সা পর্যন্ত বাড়তে পারে। সেখানে দেশের বাজারে কারণ ছাড়াই কেজিতে ৮-১০ টাকা পর্যন্ত বেড়ে যাওয়ার পুরো দায় ব্যবসায়ীদের।তবে সরকারের দেওয়া দোষ এককভাবে নিতে রাজি নন ব্যবসায়ী নেতারা। বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক কে এম লায়েক আলী সমকালকে বলেন, ‘চালের বাজার শুধু ব্যবসায়ীদের হাতে নেই। এখন মধ্য পর্যায়ের অনেক ধান ব্যবসায়ী মজুত ব্যবসা করছেন। তাঁরাও এর জন্য দায়ী।’ তিনি বলেন, ‘সম্প্রতি ভারতে আতপ চালে ২০ শতাংশ শুল্ক্ক বসানোর খবরে মধ্য ও বড় ব্যবসায়ীরা বাজারে ধান ছাড়া বন্ধ করে দিয়েছেন। এখন আমাদের অলস সময় কাটাতে হচ্ছে। ধান ছাড়া চাল করব কী দিয়ে?’ সূত্র: সমকাল
পূর্বাচলে ঢাবির ৫২ একর জমির ওপর নজর প্রভাবশালী মহলের
ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে পূর্বাচলে ৫২ একর জমি বরাদ্দ পেয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ। এ জমি বরাদ্দ দেয়া হয়েছিল ২০১৮ সালের জুনে। এরপর সময় পেরিয়েছে চার বছরের বেশি। এখনো বরাদ্দকৃত ওই জমি বুঝে পায়নি ঐতিহ্যবাহী বিদ্যাপীঠটি। জমি বরাদ্দ বাবদ অর্থ পরিশোধ নিয়ে জটিলতার কারণে এখনো এ জমি বুঝিয়ে দেয়া হয়নি বলে জানিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। অভিযোগ উঠেছে, প্রভাবশালী একটি মহল এখন প্রক্রিয়াগত এ বিলম্বের সুযোগ নিতে সক্রিয় হয়ে উঠেছে। ঢাবিকে দেয়া জমির বরাদ্দ বাতিল করতে সরকারের উচ্চপর্যায়ে নানা তত্পরতাও চালাচ্ছে তারা।শর্ত অনুযায়ী জমি বরাদ্দ বাবদ প্রাপ্য অর্থ এখনো ঢাবি কর্তৃপক্ষের কাছ থেকে বুঝে পাওয়া যায়নি বলে জানিয়েছে রাজউক। এ অর্থ হাতে পাওয়ার আগে জমি বুঝিয়ে দেয়া সম্ভব নয়। এর বিপরীতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, এজন্য প্রয়োজনীয় অর্থ পরিশোধের সামর্থ্য নেই বিশ্ববিদ্যালয়ের। তাই সরকারের কাছে সহযোগিতাও চাওয়া হয়েছে। এদিকে ২০১৭ সালের নভেম্বরে পূর্বাচলে একটি ক্যাম্পাস প্রতিষ্ঠার জন্য ১০০ একর জমি বরাদ্দের অনুরোধ জানিয়ে রাজউককে একটি চিঠি দিয়েছিল ঢাবি কর্তৃপক্ষ। এর ভিত্তিতে রাজউকের ২০১৮ সালের অষ্টম বোর্ড সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়কে ৫১ দশমিক ৯৯ একর জমি দেয়ার সিদ্ধান্ত হয়। বোর্ড সভার সিদ্ধান্ত অনুযায়ী ওই বছরের ২১ জুন ঢাবিকে সাময়িক নির্বাচনপত্র দেয়া হয়। এতে উল্লেখ করা হয়, ঢাবিকে প্রতি কাঠা জমির জন্য ১৫ লাখ টাকা পরিশোধ করতে হবে। এর পর থেকে এখন পর্যন্ত জমি বরাদ্দ প্রক্রিয়ার অগ্রগতি ওই নির্বাচনপত্রেই আটকে রয়েছে। গত চার বছরে প্রক্রিয়াটি সামনে এগিয়ে নিতে ব্যর্থ হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো। সূত্র: বণিক বার্তা।
ডলারের দর নির্ধারণকে বৈষম্যমূলক বলছেন রপ্তানিকারকরা
দেশে আসা রেমিট্যান্স এবং রপ্তানি আয়ের ক্ষেত্রে মার্কিন ডলারের দুটি ভিন্ন বিনিময় দর বেঁধে দেওয়ায় আন্ডার-ইনভয়েসিং এর মাধ্যমে অর্থপাচার বাড়বে বলে আশঙ্কা করছেন রপ্তানিকারকরা। এতে অনেক রপ্তানিকারক রপ্তানি আয় রেমিট্যান্স হিসেবে প্রদর্শন করে দেশে এনে তার ওপর দেওয়া নগদ প্রণোদনার সুবিধাও অন্যায্যভাবে নেবেন বলে জানান তারা। দেশে আসা রেমিট্যান্স টাকায় রুপান্তরের ক্ষেত্রে প্রতিডলারে ১০৮ টাকা এবং রপ্তানি আয়ের ক্ষেত্রে ৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে, যা গত ১২ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়। দেশে বৈদেশিক মুদ্রা বাজারের অস্থিতিশীলতা কমাতে নেওয়া হয় এ সিদ্ধান্ত।রপ্তানিকারকদের মতে, এই ধরনের একক হার রপ্তানিকারক, আমদানিকারক এবং দীর্ঘমেয়াদে রেমিট্যান্স প্রবাহের জন্য কোনো সুবিধা বয়ে আনতে পারবে না। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।
রংপুরে জিএম কাদেরের কুশপুতুল দাহ, ধাওয়া পাল্টা ধাওয়া
জাতীয় পার্টির সকল পদ থেকে মশিউর রহমান রাঙ্গাঁকে অব্যাহতি দেওয়ায় রংপুরে দলের চেয়ারম্যান জিএম কাদের কুশপুতুল দাহ করেছেন এক অংশের নেতা-কর্মীরা। বুধবার রাতে বিক্ষোভ মিছিল শেষে রংপুর নগরীর জাহাজ কোম্পানি মোড়ে তার কুশপুতুল পোড়ানো হয়। এ সময় রাঙ্গাঁ সমর্থকদের সঙ্গে দলের নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়।বুধবার জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্যসহ সব পদ থেকে মশিউর রহমান রাঙ্গাঁকে অব্যাহতি দেওয়া হয়। জাপার চেয়ারম্যান জি এম কাদের দলীয় গঠনতন্ত্র প্রদত্ত ক্ষমতাবলে এই সিদ্ধান্ত নেন।জিএম কাদেরের এ সিদ্ধান্ত অগণতান্ত্রিক বলে দাবি করে রাঙ্গাঁ বলেন, জিএম কাদেরের সঙ্গে ‘দেখা’ হবে রংপুরে।প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১০টার দিকে নগরীর গ্র্যান্ড হোটেল মোড় থেকে জেলা মোটর মালিক সমিতির নেতা ও জেলা জাতীয় পার্টির সহসভাপতি আব্দুল মান্নানের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। সূত্র: বিডি নিউজ
পরবর্তী আইজিপি হচ্ছেন র্যাব ডিজি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন
বাংলাদেশ পুলিশের পরবর্তী মহাপরিদর্শক (আইজিপি) হচ্ছেন এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।বুধবার (১৪ সেপ্টেম্বর) আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্র এ বিষয়টি নিশ্চিত করেছে।
এছাড়া পুলিশ সদর দপ্ত রে কর্মরত একজন অতিরিক্ত আইজিপির নাম র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) নতুন ডিজির হিসেবে প্রস্তাব করে প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে। সূত্র জানায়, বর্তমান আইজিপি বেনজীর আহমেদের চাকরির মেয়াদ ৩০ সেপ্টেম্বর শেষ হচ্ছে। এরপরই চৌধুরী আবদুল্লাহ আল-মামুন আইজিপির দায়িত্ব নিবেন। তিনি র্যাবের মহাপরিচালক পদে যোগদানের আগে সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।বিসিএস অষ্টম ব্যাচের এই কর্মকর্তা আগামী ১১ জানুয়ারি অবসরে যাওয়ার কথা। সৎ পুলিশ কর্মকর্তা হিসেবে বাহিনী ও সরকারের কাছে সুনাম রয়েছে র্যাব ডিজি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের। সূত্র: বাংলানিউজ
টঙ্গী-গাজীপুর সড়কের কারণে অচল ঢাকা
চলছে না গাড়ি, বন্ধ হতে পারে গণপরিবহন
টঙ্গী-গাজীপুর সড়কে উন্নয়নের খানাখন্দ ও অব্যবস্থাপনার কারণে অচল হয়ে পড়েছে রাজধানী ঢাকা। টানা কয়েকদিনের বৃষ্টিতে টঙ্গী থেকে গাজীপুর পর্যন্ত পুরো সড়কটি যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এই অংশে যানবাহনের অচলাবস্থার কারণে উত্তরা হয়ে পুরো বিমানবন্দর সড়ক, বনানী, মহাখালী এমনকি রামপুরা, বাড্ডা রোডেও যানজটের বিস্তার ঘটেছে। গতকাল রাজধানীতে ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থেকে সীমাহীন ভোগান্তি নিয়ে গন্তব্যে গেছেন যাত্রীরা। গাজীপুরের পরিবহন ব্যবসায়ীরা বলেছেন, এই নজিরবিহীন যানজটের কারণে তারা সারা দিনে ঢাকা-গাজীপুরে একটির বেশি ট্রিপ দিতে পারছেন না। এতে যে যাত্রীভাড়া আসে, তাতে জ্বালানির খরচও উঠছে না। এ অবস্থা চলতে থাকলে যে কোনো সময় গাজীপুর থেকে ঢাকামুখী যান চলাচল বন্ধ হয়ে যেতে পারে বলে জানান পরিবহন ব্যবসায়ীরা। ভয়াবহ সড়কের নাম এখন টঙ্গী-গাজীপুর। তীব্র যানজটের কারণে স্বাভাবিকভাবে চলছে না গাড়ি। ফলে অসহনীয় দুর্ভোগে পড়েছেন এ পথের নিয়মিত যাত্রীরা। বৈরী আবহাওয়ার কারণে থেমে থেমে বৃষ্টি, সড়কে খানাখন্দ, জলাবদ্ধতা ও মহাসড়কে খোঁড়াখুঁড়ির কারণে গত দুই দিন ধরে তীব্র যানজট দেখা দিয়েছে। সড়কে চলতে গিয়ে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন স্কুল কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন পেশাজীবী মানুষ। এই যানজটের প্রভাব এখন ঢাকার বিভিন্ন সড়ক, উত্তরা, আবদুল্লাহপুর, আশুলিয়া এলাকায় দেখা দিয়েছে। হঠাৎ করে এই যানজটের কারণে জনমনে চাপা ক্ষোভ বিরাজ করছে। তবে যানজট রোধে ট্রাফিক পুলিশ কাজ করলেও মিলছে না সুফল। আধা ঘণ্টার রাস্তা পার হতে ঘণ্টার পর ঘণ্টা লেগে যাচ্ছে। পরিবহনের যাত্রী-চালক ও সহকারীদের গাড়িতে বসে থেকে সময় ক্ষেপণ ছাড়া আর কোনো গতি থাকছে না। সূত্র: বিডি প্রতিদিন ।
এক প্রকল্পে ১৪৩ কোটি টাকার ব্যয় প্রস্তাব
বিদেশি ঋণের প্রকল্পে পরামর্শকের বোঝা
পরিকল্পনা কমিশনের আপত্তি, অযৌক্তিক সাইক্লোন শেল্টার নির্মাণের প্রস্তাব, ব্যয় কমাতে কমিটি গঠন
বৈদেশিক ঋণের প্রকল্পে পরামর্শকের লাগাম টানা যাচ্ছে না। ২ হাজার ৬৬৬ কোটি টাকার এক প্রকল্পে পরামর্শক খাতে ব্যয় ধরা হয়েছে ১৪৩ কোটি টাকা। যার যৌক্তিকতা ও বাস্তবতা নিয়ে ঘোর আপত্তি তুলেছে পরিকল্পনা কমিশন। স্থানীয় সরকার বিভাগের এ প্রকল্পটি ফেরত দিয়ে এত বেশি ব্যয়ের ব্যাখা জানতে চাওয়া হয়েছে। সেই সঙ্গে প্রকল্পটির বিভিন্ন খাতের ব্যয় কমাতে গঠন করা হয়েছে কমিটি। পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম যুগান্তরকে বলেন, ‘উন্নয়ন সহযোগীরা চাইলেই পরামর্শক নেওয়া উচিত নয়। দক্ষতা যাচাই ছাড়া পরামর্শক নেওয়া যাবে না।’বিশ্বব্যাংক ঢাকা অফিসের সাবেক লিড ইকোনমিস্ট ড. জাহিদ হোসেন যুগান্তরকে বলেন, ‘পরামর্শকের ক্ষেত্রে নিজস্ব দক্ষতা তৈরি করতে হবে। যদিও আন্তর্জাতিকভাবে বিভিন্ন কার্যক্রম প্রতিনিয়ত পরিবর্তনশীল। তবুও স্বাধীনতার এত বছরে বিভিন্ন খাতে দক্ষ পরামর্শক তৈরি হওয়া উচিত ছিল।’ তিনি বলেন, ‘প্রস্তাবিত প্রকল্পে কেন পরামর্শক লাগবে, সেটিই বড় প্রশ্ন। কেননা এলজিইডির অভ্যন্তরীণ ও প্রাতিষ্ঠানিক সক্ষমতার মধ্যেই এগুলো করা উচিত ছিল।