আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৯:৫২ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০২২

সড়ক দুর্ঘটনার কবলে জেলেনস্কি

রাজধানী কিয়েভে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে তিনি গুরুতর আহত হননি। আজ বৃহস্পতিবার ভোরে তাঁর মুখপাত্র সেরহি নিকিফোরভ ফেসবুক পোস্টে এ কথা জানান। খবর রয়টার্সের। ঠিক কখন দুর্ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে কিছু বলেননি নিকিফোরভ। তিনি বলেন, ব্যক্তিগত একটি গাড়ির সঙ্গে জেলেনস্কিকে বহনকারী গাড়ির সংঘর্ষ হয়। ওই মুখপাত্র বলেন, একজন চিকিৎসক প্রেসিডেন্টের স্বাস্থ্য পরীক্ষা করেছেন। তিনি গুরুতর আহত হননি। দুর্ঘটনার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
নিকিফোরভ আরও বলেন, ওই গাড়ির চালককে জেলেনস্কির সঙ্গে থাকা চিকিৎসক দল প্রাথমিক চিকিৎসা দিয়েছে। পরে তাঁকে একটি অ্যাম্বুলেন্সে হাসপাতালে পাঠানো হয়। নিকিফোরভের বিবৃতির কয়েক মিনিট পর জেলেনস্কির রাত্রিকালীন ভাষণ প্রচার করা হয়। ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর থেকে প্রেসিডেন্ট নিয়মিত এ ভাষণ দিয়ে থাকেন। সূত্র: প্রথম আলো

শুরুতেই সমঝোতা চেয়েছিল কিয়েভ, কান দেননি পুতিন

ইউক্রেনে রাশিয়ার অভিযান শুরুর ঠিক আগে কিংবা অভিযান শুরু হওয়ার পরপর ভ্লাদিমির পুতিনের একজন ঘনিষ্ঠ সহযোগী দিমিত্রি কোজাক কিয়েভ থেকে সমঝোতার বার্তা এনেছিলেন। কিন্তু তাতে মোটেই কান দেননি রুশ রাষ্ট্রপ্রধান। ইউক্রেনে সামরিক অভিযান চালিয়ে যাওয়ার ব্যাপারে অবিচল ছিলেন তিনি। ক্রেমলিনের বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে গতকাল বুধবার এক বিশেষ প্রতিবেদনে এ দাবি করে রয়টার্স। ইউক্রেনীয় বংশোদ্ভূত দিমিত্রি কোজাক ক্রেমলিনের ডেপুটি চিফ অব স্টাফ। ১৯৯০-এর দশক থেকে তিনি পুতিনের সঙ্গে কাজ করছেন। প্রেসিডেন্ট পুতিনের নির্দেশে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা কোজাক ২০২০ সাল থেকে ইউক্রেনের দনবাস অঞ্চলের বিষয়ে কিয়েভের সঙ্গে আলোচনা চালিয়ে আসছিলেন। তিনিই ইউক্রেন যুদ্ধের শুরুতে পুতিনকে জানিয়েছিলেন, মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোতে যোগ না দেওয়ার শর্তে ইউক্রেন রাজি। কিন্তু পুতিনের সাফ জবাব ছিল, ইউক্রেনের সঙ্গে এই সমঝোতা খুব বেশি দূর গড়াবে না, সুতরাং ইউক্রেন ইস্যুতে তিনি নিজের বিস্তৃত পরিকল্পনা অনুসারেই এগোবেন। সূত্র: কালের কণ্ঠ

এক দিনে ৮০ হাজার কোটি টাকা লোকসান বেজোসের, মাস্কের ৭০ হাজার কোটি

শেয়ারবাজারে এক দিনে ৮০ হাজার কোটি টাকা খুইয়ে বসলেন অ্যামাজন প্রতিষ্ঠাতা জেফ বেজোস। তাঁর মতোই লোকসানের মুখে পড়েছেন বিশ্বের সবচেয়ে ধনী ইলন মাস্ক। তাঁর লোকসান হয়েছে ৭০ হাজার কোটি টাকা। দুই ধনকুবেরের এই বিপুল লোকসানের খবর দিয়েছে ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স। এ ছাড়া লোকসানের ঘরে রয়েছেন মার্ক জাকারবার্গ, ল্যারি পেজ, সার্গেই ব্রিন এবং স্টিভ বলমার। তাঁদের প্রত্যেকেরই এক দিনে ৪০০ কোটি ডলার করে লোকসান হয়েছে। যদিও গৌতম আদানি এবং মুকেশ আম্বানিদের মতো ভারতীয় ধনকুবেররা লোকসানের বদলে বিপুল লাভ করেছেন বলে জানিয়েছে ব্লুমবার্গ। বিশ্বের প্রথম ১০ জন ধনকুবেরের দৈনিক লাভ-লোকসানের খতিয়ান রাখে এই সূচক।ব্লুমবার্গের এই তালিকায় দুজন ভারতীয় রয়েছেন। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর আম্বানি এবং আদানি শিল্পগোষ্ঠীর প্রতিষ্ঠাতা গৌতম আদানি। ব্লুমবার্গের পরিসংখ্যান জানিয়েছে, এক দিনে ৯ হাজার ৭৭৫ কোটি টাকার মুনাফা করেছেন আম্বানি। অন্যদিকে, বিশ্বের তৃতীয় ধনী আদানির পকেটে ঢুকেছে ১২ হাজার ৫৫৬ কোটি টাকা। সূত্র: সমকাল

Nagad

জাপানি তরুণদের বিয়ে বিমুখতা অতীত রেকর্ড ছাড়িয়েছে

জাপানে বর্তমানে প্রজন্মের মধ্যে বিয়ে বিমুখতার হার রেকর্ড পরিমাণ বেড়েছে। টোকিও ভিত্তিক দ্য ন্যাশনাল ইনস্টিটিউট অব পপুলেশন অ্যান্ড সোশ্যাল সিকিউরিটির জরিপে এমন তথ্যই উঠে এসেছে। ২০২১ সালে দেশজুড়ে চালানো জরিপের ফলাফলের ভিত্তিতে সংস্থাটি এ তথ্য দেয়। খবর দ্য গার্ডিয়ান।প্রতিবেদনে বলা হয়, ১৮ থেকে ৩৪ বছর বয়সীদের উপর সমীক্ষা চালানো হয়। এতে ১৭ দশমিক ৩ শতাংশ পুরুষ এবং ১৪ দশমিক ৬ শতাংশ নারী বৈবাহিক জীবনের প্রতি অনীহা প্রকাশ করেছেন। এই অনুপাত বিগত যে কোনো সময়ের চেয়ে বেশি। এ বিষয়ে জাপানে সর্বপ্রথম জরিপ চালানো হয়েছিল ১৯৮২ সালে। ওই সময় ২ দশমিক ৩ শতাংশ পুরুষ এবং ৪ দশমিক ১ শতাংশ নারী জানিয়েছিল, তারা কখনো বিয়ে করবেন না।বিশ্লেষকদের মতে, নতুন জরিপ ফলাফল জাপানে শিশু জন্মহার ও পরিবার প্রথার উপর মারাত্মক প্রভাব ফেলবে। দেখা দেবে জনসংখ্যা ও শ্রমশক্তির ঘাটতি। সূত্র: বণিক বার্তা।

কয়লা বেচে সম্পদের পাহাড় গড়া বিশ্বের তৃতীয় ধনী সবুজ ভবিষ্যতের স্বপ্ন দেখাচ্ছেন!

আগে গণমাধ্যমের স্পটলাইট থেকে যতটা সম্ভব নিজেকে সরিয়েই রাখতেন ভারতের আদানি গ্রুপের কর্ণধার– গৌতম আদানি। কিন্তু, গত কয়েক মাসে তিনি সে জড়তা কাটিয়ে উঠছেন বলেই দেখা যাচ্ছে। গত এপ্রিলের কোনও এক সন্ধ্যা, ভারতের মুম্বাইয়ে ন্যাশনাল সেন্টার ফর পারফর্মিং আর্টে ছিল এক গুরুত্বপূর্ণ আয়োজন। এতে যোগ দেন আদানিও। ইন্ডিয়ান ইকোনমিক কনক্লেভ শীর্ষক ওই সম্মেলনে দেশটির আর্থিক খাতের অভিজাতরা অংশ নেন। সেখানে তিনি উপস্থিত গণ্যমান্যদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। তবে নিছক গণমাধ্যমের আলোচনার কেন্দ্রে আসতে নয়, আদানি এসব করছেন ব্যবসায়ীক লক্ষ্য অর্জনে। গৌতম আদানির সম্পদের মূল উৎসই হলো কয়লার মতো জীবাশ্ম জ্বালানি; গত কয়েক মাসে বিশ্ববাজারে এর দাম বহুগুণে বাড়ায় সম্পদও ফুলেফেঁপে ওঠে তার। এসময়ে হয়ে ওঠেন বিশ্বের তৃতীয় সেরা ধনী। উঠে আসতে থাকেন আলোচনার প্রতিপাদ্যে। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ জয়ের অঙ্গীকার জেলেনস্কির

ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অঙ্গীকার করে বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে জয়ের পথে ইউক্রেইনকে নেতৃত্ব দেবেন তিনি। সম্প্রতি খারকিভের গুরুত্বপূর্ণ ইজিয়ুম শহর থেকে রুশ বাহিনীকে হটিয়ে সেখানে পুনরায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে ইউক্রেইনের সেনারা। বুধবার শহরটিতে আকস্মিক সফরে গিয়ে জেলেনস্কি যুদ্ধজয়ের ওই অঙ্গীকার করেছেন।পূর্বাঞ্চলের বর্তমান রণক্ষেত্র থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরের ইজিয়ুম শহর রুশ সেনা মুক্ত করার জন্য তিনি সেনাদের ধন্যবাদ জানান।স্যোশাল মিডিয়ায় এক পোস্টে জেলেনস্কি বলেন, “আমাদের নীল-হলুদ পতাকা পুনরায় দখলে নেওয়া ইজিয়ুমে ইতোমধ্যেই উড়ছে। ইউক্রেইনের সব শহর ও গ্রামেও এমনটি উড়বে।” সূত্র: বিডি নিউজ

বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ৬৫ লাখ ছাড়াল

বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় এক হাজার ২২৪ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৫ লাখ ২২ হাজার ৫৭১ জনে। এছাড়া ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৬৫ হাজার ২৭৯ জন। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১ কোটি ৫২ লাখ ৬৮ হাজার ২৭২ জনে।বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া যায়। ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। দেশটিতে একদিনে নতুন করে ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯৩ হাজার ৯০৪ জন এবং মারা গেছেন ৬০ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৮ হাজার ৭১৭ জন এবং মারা গেছেন ৩০৭ জন। সূত্র: বাংলানিউজ

ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনায় বসছে চীন-রাশিয়া

বিশ্ব এখন দুই বলয়ে বিভক্ত। একপক্ষে আমেরিকা ও ইউরোপ অন্যপক্ষে রাশিয়া ও চীন। ইউক্রেন-রাশিয়া যুদ্ধ চলছে সাত মাস ধরে। সেই যুদ্ধে চীন প্রকাশ্যে রাশিয়াকে সাহায্য না করলেও পরোক্ষভাবে যে সহায়তা করছেন তা গোটা বিশ্বই দেখছে। এবার রাশিয়া ও চীনের রাষ্ট্রপ্রধানরা এক টেবিলে আলোচনায় বসছেন। অবশ্য সেই বৈঠকে আরও উপস্থিত থাকছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর এই বৈঠক হচ্ছে উজবেকিস্তানে। আজ থেকে উজবেকিস্তানের সমরকন্দে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) শীর্ষ সম্মেলন শুরু হবে। কাল এ সম্মেলন শেষ হবে। পশ্চিমা বিশ্বের কাছে একটি ‘বিকল্প’ তুলে ধরবে এই বৈঠক। এবারের সামিটে চীন এবং পশ্চিমাদের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা এবং ইউক্রেন যুদ্ধ প্রাধান্য পাবে বলেই মনে করা হচ্ছে। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের দাফতরিক বাসভবন ক্রেমলিন জানায়, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধ এবং অন্যান্য ‘আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়’ নিয়ে আলোচনা করবেন। রুশ প্রেসিডেন্ট বৈঠকে পাকিস্তান, তুরস্ক এবং ইরানসহ আরও কয়েকটি দেশের নেতাদের সঙ্গেও দেখা করবেন বলে জানা গেছে। তবে ক্রেমলিনের পররাষ্ট্র নীতির মুখপাত্র ইউরি উশাকভ বলেছেন, চীনের নেতার সঙ্গে তার বৈঠক ‘বিশেষ গুরুত্বপূর্ণ’। উল্লেখ্য, কভিড মহামারী শুরুর পর থেকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের এটিই প্রথম বিদেশ সফর। গতকালই তিনি কাজাখস্তানে পৌঁছেছেন। চীন এবং রাশিয়া দীর্ঘদিন থেকেই সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) কে পশ্চিমা বহুজাতিক গোষ্ঠীর একটি বিকল্প হিসেবে তুলে ধরার চেষ্টা করে আসছে। সূত্র: বিডি প্রতিদিন

ব্রিটিশ রাজতন্ত্রের সাথে সম্পর্ক ছিন্ন করে প্রজাতন্ত্র হতে চায় যে দেশগুলো

“আমি বড় হয়েছি ‘গড সেভ দ্য কুইন’ গেয়ে, কিন্তু আজই প্রথম গাইছি ‘গড সেভ দ্য কিং’। রানির জন্য মন খারাপ লাগলেও চার্লসের জন্য আমি গর্বিত,” – বলছিলেন অস্ট্রেলিয়ার সিডনি শহরের লিটিয়ানা রাকারাকাতিয়া টার্নার।তার মত আরো বহু রাজভক্ত অস্ট্রেলিয়ান জড়ো হয়েছিলেন তৃতীয় চার্লসকে রাজা ঘোষণার স্থানীয় অনুষ্ঠানে।রাজা তৃতীয় চার্লস এখন অস্ট্রেলিয়ারও রাজা এবং রাষ্ট্রপ্রধান। তার মায়ের মৃত্যুর মধ্যে দিয়ে অস্ট্রেলিয়ার সাথে ব্রিটিশ রাজতন্ত্রের সম্পর্কের এক নতুন পরিচ্ছেদের সূচনা হলো।প্রশ্ন হলো, এ সম্পর্ক ভবিষ্যতে কেমন থাকবে – বা আদৌ থাকবে কিনা।কারণ, রাজতন্ত্রের সাথে অস্ট্রেলিয়ার সম্পর্ক মোটেও সহজ-সরল নয়, বরং বেশ জটিল।রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যু দেশটিতে রিপাবলিক বা প্রজাতন্ত্র ঘোষণার বিতর্ককে আবারো আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল – একজন কট্টর রিপাবলিকান হলেও – টিভিতে প্রয়াত রানির স্মৃতিচারণ করতে গিয়ে তার চোখে জল এসে গিয়েছিল। তবে মি. টার্নবুল স্পষ্ট করেই বলেছেন, অস্ট্রেলিয়াকে প্রজাতন্ত্রে পরিণত করার ওপর গণভোট হয়তো শিগগিরই হবে না – কিন্তু একদিন এটা হতেই হবে, এটা অবধারিত। সূত্র: বিবিসি বাংলা।

 

ইজিয়াম থেকে ফেরার পথে গাড়ি দুর্ঘটনায় আহত জেলেনস্কি

রুশ বাহিনীর কাছ থেকে পুনরুদ্ধার করা খারকিভের ইজিয়াম পরিদর্শন শেষে রাজধানী কিয়েভে ফেরার পথে এক সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি (৪৪)।বুধবার (১৪ সেপ্টেম্বর) কিয়েভে জেলেনস্কিকে বহনকারী গাড়ির সঙ্গে অন্য একটি গাড়ির সংঘর্ষ হলে তিনি আহত হন। খবর রয়টার্স ও সিএনএনের।ফেসবুকে দেওয়া এক পোস্টে বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন ভলোদিমির জেলেনস্কির মুখপাত্র সের্হি নাইকিফোরভ। তিনি বলেছেন, কিয়েভের রাস্তায় জেলেনস্কির গাড়ির সঙ্গে একটি ব্যক্তিগত গাড়ির সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর প্রেসিডেন্টকে এক চিকিৎসক পরীক্ষা করেছেন। কোনও গুরুতর আঘাত পাওয়া যায়নি। দুর্ঘটনাটি তদন্ত করা হবে বলেও জানান তিনি।