রিয়াল মাদ্রিদের জয়ে কোচ আনচেলত্তির রেকর্ড

খেলাধুলা ডেস্কখেলাধুলা ডেস্ক
প্রকাশিত: ৫:৫৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০২২

সংগৃহীত

চ্যাম্পিয়নস লীগের নতুন মৌসুমে দারুণ ছন্দে স্প্যানিশ ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদ। ইউরোপ সেরার মঞ্চের প্রথম ম্যাচে সেল্টিককে ৩-০ গোলে উড়িয়ে দুর্দান্ত শুরু করে কার্লো আনচেলত্তির দল। দ্বিতীয় ম্যাচে অবশ্য পয়েন্ট হারানোর শঙ্কায় পড়েছিল রিয়াল।

ভালভারদে-ভিনিসিউসদের একের পর এক আক্রমণ ঠেকিয়ে ৮০ মিনিট পর্যন্ত সমতা ধরে রেখেছিল আর.বি লাইপজিগ। তবে বাকি ১০ মিনিটের নৈপুণ্যে পূর্ণ পয়েন্টই অর্জন করে মাদ্রিদের দলটি।

বুধবার (১৫ সেপ্টেম্বর) সান্তিয়াগো বার্নাব্যুতে চ্যাম্পিয়নস লীগের ‘এফ’ গ্রুপের খেলায় জার্মান ফুটবল ক্লাব লাইপজিগকে ২-০ গোলে হারায় স্বাগতিক রিয়াল মাদ্রিদ। প্রথম গোলটি আসে ফেডে ভালভার্দের পা থেকে। আর বাকি গোলটি করেন মার্কো আসেনসিও।

এই জয়ের রাতে দারুণ মাইলফলক স্পর্শ করেছেন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি। উয়েফা চ্যাম্পিয়নস লীগে এটি ইতালিয়ান ফুটবল ম্যানেজারের ১০০তম জয়।

আনচেলত্তির উপরে আছেন কেবল স্যার অ্যালেক্স ফার্গুসন। ম্যানইউ কিংবদন্তি কোচ হিসেবে চ্যাম্পিয়নস লীগে ১০২টি ম্যাচ জিতেছিলেন। অর্থাৎ আর তিন ম্যাচ জয় পেলেই কোচ কার্লো আনচেলত্তি হবেন চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসের সর্বোচ্চ বিজয়ী ম্যানেজার।

সারাদিন/১৫ সেপ্টেম্বর/এমবি

Nagad