আজকের দিনের জাতীয় পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১২:১৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২২

চট্টগ্রাম ওয়াসা
বছরে ‘সিস্টেম লসের’ ক্ষতি শতকোটি টাকা
অবৈধ সংযোগের মাধ্যমে পানি চুরি ও কিছু মিটার পরিদর্শকের কারসাজির কারণে সিস্টেম লস কমছে না।
প্রতিদিন নষ্ট হয় সাড়ে ১৪ কোটি লিটার পানি। বছরে ক্ষতি অন্তত ১৪২ কোটি ৪৯ লাখ টাকা।
আবাসিক গ্রাহক সংযোগ আছে ৭৮ হাজার ৫৪২টি এবং বাণিজ্যিক সংযোগ ৭ হাজার ৭৬৭টি।

চট্টগ্রাম ওয়াসা প্রতিদিন যে পরিমাণ পানি উৎপাদন করে, তার প্রায় ৩০ ভাগ ‘সিস্টেম লস’ (কারিগরি অপচয়) হিসেবে দেখানো হয়। অর্থাৎ কাগজে–কলমে প্রতিদিন ওয়াসার গড় উৎপাদন ৪৮ কোটি লিটার হলেও গ্রাহকের কাছে সরবরাহ করে সাড়ে ৩৩ কোটি লিটার। বাকি সাড়ে ১৪ কোটি লিটার নষ্ট হচ্ছে। এই নষ্ট পানির জন্য সংস্থাটির বছরে ক্ষতি অন্তত ১৪২ কোটি ৪৯ লাখ টাকা।ওয়াসার প্রকৌশলী ও রাজস্ব বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ১০ বছর ধরেই ৩০ শতাংশ হারে সিস্টেম লস হচ্ছে। সিস্টেম লসের বড় কারণ অবৈধ সংযোগের মাধ্যমে পানি চুরি এবং কিছু মিটার পরিদর্শকের কারসাজি। প্রকৃত সিস্টেম লস ৫ শতাংশের বেশি নয়, যা হয় পুরোনো লাইন ও ছিদ্রের কারণে। সূত্র: প্রথম আলো

বিনা ভোটে চেয়ারম্যান হচ্ছেন ১৯ জন

জেলা পরিষদ নির্বাচনে গতবারের মতো এবারও অনেকে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। গতকাল বৃহস্পতিবার রিটার্নিং অফিসারদের কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে ১৯টি জেলা পরিষদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা ছাড়া আর কেউ মনোনয়নপত্র জমা দেননি। নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, মনোনয়নপত্র বাছাই এবং প্রার্থিতা প্রত্যাহারে এই সংখ্যা আরো বাড়তে পারে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় যাঁরা চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন, তাঁরা হলেন—ফেনীতে খায়রুল বশর মজুমদার তপন, সিরাজগঞ্জে আব্দুল লতিফ বিশ্বাস, সিলেটে নাসির উদ্দিন খান, লক্ষ্মীপুরে মো. শাহজাহান, নওগাঁয় ফজলে রাব্বী, ঝালকাঠিতে খান সাইফুল্লাহ, মাদারীপুরে মুনির চৌধুরী, টাঙ্গাইলে ফজলুর রহমান খান, নারায়ণগঞ্জে চন্দন শীল, গোপালগঞ্জে আতিয়ার রহমান, বরগুনায় জাহাঙ্গীর কবির, শরীয়তপুরে সাবেদুর রহমান খোকা, ঠাকুরগাঁওয়ে সাদেক কুরাইশি, চাঁপাইনবাবগঞ্জে রুহুল আমিন, ভোলায় মমিন টুলু, লালমনিরহাটে মতিয়ার রহমান, মৌলভীবাজারে মিছবাহুর রহমান, মুন্সীগঞ্জে মো. মহিউদ্দীন এবং বাগেরহাটে শেখ কামরুজ্জামান টুকু। সূত্র: কালের কণ্ঠ

নিউ ইয়র্কে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯ সেপ্টেম্বর ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সন্ধ্যায় বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে নিউ ইয়র্কের উদ্দেশে লন্ডন ত্যাগ করবেন। জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান ও জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মুহাম্মদ আব্দুল মুহিত। যুক্তরাষ্ট্রে যাওয়ার পর প্রধানমন্ত্রী নানা কর্মসূচিতে অংশ নেবেন। জানা যায়, ২০ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের আয়োজিত সংবর্ধনা এবং জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। প্রধানমন্ত্রী ইউএনএইচসিআরের ফিলিপো গ্রান্ডি ও স্লোভেনিয়ার প্রেসিডেন্ট বরুত পাহোরের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। একই দিন তিনি নারী নেত্রীদের ইউএনজিএ প্ল্যাটফর্মেও যোগ দেবেন। দিনের শেষে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আয়োজিত সংবর্ধনাতেও যোগ দেওয়ার কথা প্রধানমন্ত্রীর। সূত্র: সমকাল

Nagad

সংঘর্ষে পণ্ড বিএনপির সমাবেশ
মিরপুর রণক্ষেত্র, পুলিশ ও আওয়ামী লীগের বিরুদ্ধে হামলার অভিযোগ, লাঠি নিয়ে রাস্তায় অবস্থান সরকারি দলের, শতাধিক আহতের দাবি বিএনপির

রাজধানীর মিরপুরের পল্লবীতে কাছাকাছি দূরত্বে আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশের পক্ষ থেকে লাঠিচার্জ, রাবার বুলেটসহ টিয়ার শেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেওয়ায় প- হয়ে যায় সমাবেশটি। সমাবেশের প্যান্ডেল ভাঙচুর ও অগ্নিসংযোগসহ সমাবেশস্থলে লাঠি হাতে অবস্থান নেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ ও টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ। সংঘর্ষে বিএনপির শতাধিক নেতা-কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। আর পুলিশের ওপর হামলার ঘটনায় বিএনপির তিন-চারজন নেতা-কর্মীকে আটক করা হয়েছে। আওয়ামী লীগ ও পুলিশের হামলায় বিএনপির শতাধিক নেতা-কর্মী আহত হয়েছেন বলে দাবি করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান। তিনি বলেন, ‘বিভিন্ন স্থান থেকে আমাদের দলীয় নেতা-কর্মীরা শান্তিপূর্ণ মিছিল নিয়ে সমাবেশস্থলে আসছিলেন। এ অবস্থায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালিয়েছে। আর তখন পুলিশ বাহিনীর সদস্যরা তাদের পক্ষ নিয়ে বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়েছে। তারা আমাদের ওপর লাঠিচার্জ, রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করেছে।’ সূত্র: বিডি প্রতিদিন ।

বীজের রাজনীতিতে বিলুপ্তপ্রায় হরি ধান

আমনের অন্যান্য জাতের তুলনায় ফলন বেশি। খরাসহিষ্ণু জাতটিতে রোগবালাইয়ের আক্রমণও তেমন একটা দেখা যায় না। ধানের গোছা পুরুষ্টু ও বিচালিও শক্ত। চাল মোটা হলেও এর ভাত খেতে সুস্বাদু বলে জানিয়েছেন ক্রেতারা। গাছ পুষ্ট ও লম্বা হওয়ায় খড়ের দামও পাওয়া যায় অন্যান্য জাতের তুলনায় বেশি। এর পরও গত দুই দশকে হরি ধানের আবাদ সম্প্রসারণ করা যায়নি। এ জাতের উদ্ভাবক হিসেবে প্রয়াত কৃষক হরিপদ কাপালি জেলা পর্যায়ের নানা পুরস্কার পেলেও এখনো বীজের জাত হিসেবে সরকারি স্বীকৃতি মেলেনি হরি ধানের। স্থানীয় পর্যায়ের কয়েকজন কৃষক ও হরিপদ কাপালির পরিবারের সদস্যরা ছাড়া আর কাউকে এখন আর এ ধান আবাদ করতে দেখা যায় না। এছাড়া ময়মনসিংহ জেলার কিছু এলাকায় এখনো সামান্য পরিমাণে আবাদ হচ্ছে। মূলত আবাদ সম্প্রসারণ না হওয়ার কারণেই হরি ধান এখন এক প্রকার বিলীনের পথে বলে জানিয়েছেন কৃষি খাতের বাজার পর্যবেক্ষকরা। স্থানীয় পর্যায়ে উদ্ভাবিত এমন অনেক ধানের জাত বাজার না পেয়ে হারিয়ে গিয়েছে। দেশের খাদ্যনিরাপত্তায় জাতগুলো অনেক বড় ভূমিকা রাখতে পারত বলে অভিমত বিশেষজ্ঞদের। তাদের ভাষ্যমতে, এমন অনেক জাতই বীজের বাজারকেন্দ্রিক রাজনীতিতে টিকতে না পেরে হারিয়ে গিয়েছে। হরি ধানের ক্ষেত্রেও এখন এমনটাই ঘটছে বলে আশঙ্কা করছেন তারা। সূত্র: বণিক বার্তা।

দেশের ই-কমার্স বাজার ২০২৬ সালের মধ্যে দ্বিগুণের বেশি বাড়বে: গবেষণা

সরাসরি গ্রাহকের কাছে পণ্য ও সেবা পৌঁছে দেওয়া (বিটুসি) ই-কমার্স খাত বাৎসরিক ১৭ দশমিক ৬১ শতাংশ হারে বৃদ্ধি পেয়ে ২০২২ সালে ৬৫ হাজার ৯৬৬ কোটি টাকার বাজারে পরিণত হবে উঠে এসেছে এক সাম্প্রতিক বাজার গবেষণায়। ২০২১ সালে ই-কমার্স বাজারের আকার ছিল প্রায় ৫৬ হাজার ৮৭০ কোটি টাকা। ডাবলিন-ভিত্তিক বাণিজ্য গবেষণা প্রতিষ্ঠান রিসার্চ অ্যান্ড মার্কেটস ডট কমের মতে, ২০২৬ সালের মধ্যে তা প্রায় দেড় লাখ কোটি টাকার বাজারে পরিণত হবে।’বাংলাদেশ বিটুসি ইকমার্স মার্কেট রিপোর্ট ২০২২’-শীর্ষক প্রতিবেদনটিকে নিবন্ধিত ই-কমার্স প্রতিষ্ঠান ছাড়াও অনিবন্ধিত অনলাইন প্ল্যাটফর্ম এবং সোশ্যাল মিডিয়া-ভিত্তিক ট্রেডিং পেজগুলো অন্তর্ভুক্ত করার কথা জানিয়েছে গবেষণা প্রতিষ্ঠানটি।
ই-কমার্সের পণ্য ও পরিষেবাগুলোর মধ্যে রয়েছে খুচরা কেনাকাটা, ভ্রমণ ও আতিথেয়তা, অনলাইন ফুড সার্ভিস, বিনোদন ও গণমাধ্যম, স্বাস্থ্যসেবা, বিভিন্ন গ্যাজেট ও কারিগরি পরিষেবা ইত্যাদি। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।

নির্বাচন কমিশন: সংসদ নির্বাচনের ‘রোডম্যাপ’ কি বাংলাদেশে ভোটারদের আস্থা ফিরিয়ে আনতে পারবে?

নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিরোধী রাজনৈতিক দলগুলোর চলমান আন্দোলনের মধ্যেই আগামী জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সেই রোডম্যাপ অনুযায়ী ২০২৩ সালের নভেম্বরে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হবে এবং ডিসেম্বরের শেষে কিংবা জানুয়ারির শুরুতে ভোট-গ্রহণ হবে। তবে এই কর্মপরিকল্পনা প্রত্যাখ্যান করেছে বিরোধী রাজনৈতিক দলগুলো। তারা বর্তমান নির্বাচন কমিশনের ওপরেই কোন আস্থা রাখতে পারছেন না। শুধুমাত্র তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে যেতে অনড় অবস্থানে আছেন তারা। তত্ত্বাবধায়ক সরকার- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, এই নির্বাচন কমিশন কমিশন যেহেতু ক্ষমতাসীন সরকার নিয়োগ দিয়েছে, তাদের পছন্দ মতো লোকজন বসিয়েছে। তাই যতোই রোডম্যাপ দিক, বর্তমানের সরকারের অধীনে কোন নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব না। সূত্র: বিবিসি বাংলা।

সপ্তাহজুড়ে বিশ্ববাজারে তেলের দাম স্থিতিশীল

মন্দার আশঙ্কায় সপ্তাহজুড়ে আন্তর্জাতিক বাজারে তেলের দাম স্থিতিশীল ছিল। যদিও শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকালে সামান্য পরিমাণে বেড়েছে। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকাল ৯টা ১৫ মিনিটে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের বেঞ্চমার্ক ব্রেন্টের দাম ২৪ সেন্ট বা শূন্য দশমিক ৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯১ দশমিক শূন্য ৮ মার্কিন ডলারে দাঁড়িয়েছে। কিন্তু সপ্তাহজুড়ে এখন পর্যন্ত কমেছে ১ দশমিক ৯ শতাংশ। অপরদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআিই) দাম ব্যারেলপ্রতি ১০ সেন্ট বা শূন্য দশমিক ১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৮৫ দশমিক ২০ ডলারে। কিন্তু সাপ্তাহিক হিসাবে ১ দশমিক ৯ শতাংশ কম। সিএমসি মার্কেটের বিশ্লেষক লিওন লি বলেছেন, ‘তেলের দাম সকালে বেড়ে যাওয়ার কারণকে একটি স্বল্পমেয়াদী সংশোধন হিসাবে বর্ণনা করা যেতে পারে’। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সিস্টেমের নির্দেশে আগামী সপ্তাহে বাণিজ্যিক ব্যাংকগুলোর সুদের হার বাড়বে। তিনি আরও বলেন, ‘যদিও দাম বৃদ্ধির সম্ভাবনা তুলনামূলকভাবে কম, তবে এটি বাজারের সেন্টিমেন্টে অনিশ্চয়তা নিয়ে আসবে। ফলে পরের সপ্তাহে তেলের দাম কমার ঝুঁকি এখনো রয়েছে’। সূত্র: জাগো নিউজ

আমার এ ঘর নিও না পদ্মা
মুন্সীগঞ্জের বাংলাবাজার ইউনিয়নের শম্ভু হালদারকান্দি ও সরদারকান্দি গ্রামের ৩০০ পরিবারের প্রায় আড়াইশ ঘর চলে গেছে পদ্মার গর্ভে। গত দেড় মাস ধরে এই দুই গ্রামে চলছে নদী ভাঙ্গন । ভিটে-মাটি হারিয়ে খোলা আকাশের নিচে বা অন্য গ্রামে স্বজনদের আশ্রয়ে দিন কাটছে বাসিন্দাদের।- পদ্মার ভাঙ্গনে গত দেড় মাস ধরে একটু একটু করে হারিয়ে যাচ্ছে মুন্সীগঞ্জের বাংলাবাজার ইউনিয়নের শম্ভু হালদারকান্দি ও সরদারকান্দি গ্রাম। স্থানীয়রা বলছেন, গত দশ দিন ধরে বেড়ে গেছে ভাঙ্গনের মাত্রা। সূত্র: বিডি নিউজ

জেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না পিপিরা

আসন্ন জেলা পরিষদ নির্বাচনে পাবলিক প্রসিকিউটররা (পিপি) কোনো পদে প্রার্থী হতে পারবেন না। এমন কেউ মনোনয়নপত্র দাখিল করলে তা বাতিল করে দেবেন রিটার্নিং কর্মকর্তা। আগামী ১৭ অক্টোবর দেশের ৬১টি জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হয়েছে। আগামী ১৮ সেপ্টেম্বর প্রার্থীদের দাখিল করা মনোনয়নপত্র বাছাই করবেন রিটার্নিং কর্মকর্তারা। এক্ষেত্রে বিষয়টি আমলে নিয়েই সিদ্ধান্ত দেবেন তারা।জানা গেছে, রিটার্নিং কর্মকর্তাদের এমনটি একটি নির্দেশনা ইতিমধ্যে পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সম্প্রতি একটি জেলা থেকে রিটার্নিং কর্মকর্তা পিপিদের ক্ষেত্রে করণীয় সম্পর্কে নির্দেশনা চাইলে কমিশন ব্যাখ্যাসহ ওই নির্দেশনা দেন।ইসির উপ-সচিব মো. আতিয়ার রহমানের সই করা ওই নির্দেশনায় বলা হয়েছে- জেলা ও দায়রা জজ আদালতে কর্মরত বিজ্ঞ পিপিকে (পাবলিক প্রসিকিউটর) সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ কর্তৃক নিয়োগ প্রদান করা হয় এবং ওই পদটি লাভজনক পদ হিসেবে বিবেচিত হয়। জেলা পরিষদ আইন, ২০০০ এর ৬ (২) (ঙ) ধারার বিধান মোতাবেক প্রজাতন্ত্রের কোনো কর্মে লাভজনক পদে সার্বক্ষণিক অধিষ্ঠিত থেকে জেলা পরিষদের চেয়ারম্যান, সদস্য ও মহিলা সদস্য নির্বাচিত হওয়া অযোগ্য বলে বিবেচিত হবে। তাই জেলা ও দায়রা জজ আদালতে কর্মরত বিজ্ঞ পিপির স্বীয় পদে থেকে জেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণের আইনগত কোনো সুযোগ নেই মর্মে নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছেন। সূত্র: বাংলানিউজ