আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১২:১৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২২

ইয়ারফোন নিয়ে বিপত্তিতে শাহবাজ, হাসলেন পুতিন

যতবারই ইয়ারফোন লাগাচ্ছিলেন, ততবারই পড়ে যাচ্ছিল। উজবেকিস্তানে একটি আঞ্চলিক সম্মেলনের পার্শ্ববৈঠকে এমনই বিব্রতকর পরিস্থিতিতে পড়েন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। শেষমেশ একজন সাহায্যকারীকে ডাকেন শাহবাজ। এরপরও ইয়ারফোনটি একবার পড়ে যায়। পাশে অপেক্ষারত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এমন পরিস্থিতি দেখে আর হাসি সামলাতে পারেননি। একপর্যায়ে হেসে ফেলেন তিনি। টুইটারে পোস্ট করা এক ভিডিওতে এমন দৃশ্য দেখা গেছে। টুইটারে ভিডিওটি পোস্ট করেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) পার্লামেন্ট সদস্য শিরিন মাজারি। সূত্র: প্রথম আলো

সুইডেনে উগ্র ডানদের উত্থান উদ্বেগ দেশের বাইরেও

সুইডেনের প্রধানমন্ত্রী ম্যাগডালেনা অ্যান্ডারসনের মধ্য-বাম জোট শেষ পর্যন্ত ডানপন্থী দলগুলোর জোটের কাছে হেরেই গেল। ৯৯ শতাংশ ভোট গণনার পর দেখা যায়, ডানপন্থী জোট ১৭৬ আসন এবং অ্যান্ডারসনের জোট ১৭৩ আসন পেয়েছে। নির্বাচনের এ ফলকে স্ক্যান্ডিনেভীয় দেশটিতে উগ্র ডানপন্থীদের বড় ধরনের উত্থান হিসেবে দেখা হচ্ছে, যা দেশের সীমা ছাড়িয়েও উদ্বেগ ছড়াচ্ছে। সর্বশেষ ফলাফলে ম্যাগডালেনা অ্যান্ডারসনের সোশ্যাল ডেমোক্রেটিক দল পেয়েছে সর্বোচ্চ ৩০.৩ শতাংশ ভোট। তাঁর জোট পেয়েছে ৪৮.৮ শতাংশ ভোট। বিপরীতে সম্ভাব্য সরকার গঠনকারী ডানপন্থী জোট পেয়েছে ৪৯.৫ শতাংশ ভোট। সূত্র: কালের কণ্ঠ

পদত্যাগ করছেন সুইডেনের প্রথম নারী প্রধানমন্ত্রী

পদত্যাগ করছেন সুইডেনের প্রথম নারী প্রধানমন্ত্রী মাগডালেনা অ্যান্ডারসন। গত রোববার অনুষ্ঠিত সুইডেনের সাধারণ নির্বাচনে ক্ষমতাসীনদের তুলনায় রক্ষণশীল দলগুলোর জোট এগিয়ে। এ অবস্থায় চূড়ান্ত ফলাফলের আগেই পরাজয় স্বীকার করে এই ঘোষণা দিলেন তিনি।
বুধবার সুইডেনের রাজধানীতে সংবাদ সম্মেলনে অ্যান্ডারসন বলেন, ‘পার্লামেন্টে রক্ষণশীলরা আমাদের চেয়ে একটি কিংবা দুটি আসনে এগিয়ে থাকবে। ব্যবধান কম হলেও এটি সংখ্যাগরিষ্ঠতা। তাই নির্বাচনের ফল মেনে নিয়েই পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’ গত বছরে তিনি সুইডেনের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। শেষ খবর পাওয়া পর্যন্ত ৯৯ শতাংশ নির্বাচনী এলাকার ভোট গণনা শেষ হয়েছে। তাতে দেখা গেছে মডারেট, সুইডেন ডেমোক্র্যাটস, ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাট ও লিবারেলদের জোট পার্লামেন্টে ৩৪৯ আসনের মধ্যে বিজয়ী হতে যাচ্ছে ১৭৬টিতে। অন্যদিকে ১৭৩টি আসনে জয়ী হচ্ছেন প্রধানমন্ত্রী মাগডালেনা অ্যান্ডারসনের নেতৃত্বাধীন মধ্য বামপন্থিরা। খবর রয়টার্সের। সূত্র: সমকাল

Nagad

দ্য সানের প্রতিবেদন
পুতিনের গাড়ি বহরে বিস্ফোরণ, পালিয়ে প্রাণ বাঁচালেন রুশ প্রেসিডেন্ট: রিপোর্ট

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গাড়ি বহরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে উঠে এসেছে।রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলতে থাকা যুদ্ধের মাঝেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপর এই ধরনের হামলার ঘটনা ঘটল।গণমাধ্যমের খবরে বলা হয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপর একটি মারাত্মক হামলা হয়েছে। তিনি অল্পের জন্য প্রাণে বেঁচে যান। জানা গেছে, পুতিন তার সরকারি বাসভবনে ফিরছিলেন, এই সময় তার নিরাপত্তা স্কোয়াডের প্রথম গাড়িটিকে হঠাৎ একটি অ্যাম্বুলেন্স দাঁড় করায়। গাড়ি থামার পর পুতিনের গাড়ির বাম চাকায় একটি বিস্ফোরণ হয়। এরপরই চারদিকে ধোঁয়া ছড়িয়ে পড়ে। যদিও, ততক্ষণে পুলিশ সতর্ক হয়ে যায় এবং পুতিনকে তৎক্ষনাৎ বোম ডিসপোজাল স্কোয়াড এবং বুলেটপ্রুফ সিকিউরিটি ফোর্স ঘিরে ফেলে। আরও জানা গেছে, পুতিনের নিরাপত্তা বাহিনীর বেশ কয়েকজনকে এই ত্রুটির সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। এর পাশাপাশি, পুতিনের ভ্রমণের তথ্য ফাঁস হওয়ার পর তার অনেক দেহরক্ষীকে সরিয়ে দেওয়া হয়েছে। পুতিন বিরোধী জিভিআর টেলিগ্রাম চ্যানেল দাবি করেছে- এই ঘটনা যখন ঘটে তখন পুতিনের নিরাপত্তার কথা মাথায় রেখে একটি ‘প্রতারণামূলক’ নিরাপত্তা স্কোয়াড নিয়ে তিনি সরকারি বাসভবনে ফিরছিলেন। ব্যাকআপ কনভয়ে পাঁচটি সশস্ত্র গাড়ি ছিল। এর মধ্যে পুতিন তৃতীয় গাড়িতে ছিলেন। সূত্র: বিডি প্রতিদিন।

৩৪ কোটি ৫০ লাখ মানুষ অনাহারের ঝুঁকিতে: জাতিসংঘের সতর্কতা

জাতিসংঘের খাদ্য প্রধান সতর্ক করেছেন, বিশ্ব ‘অভূতপূর্ব মাত্রার একটি বৈশ্বিক জরুরি অবস্থার’ মুখোমুখি হচ্ছে। যেখানে ৩৪ কোটি ৫০ লাখ মানুষ অনাহারের দিকে অগ্রসর হচ্ছে এবং সাত কোটি মানুষকে ইউক্রেনে যুদ্ধের কারণে অনাহারের কাছাকাছি অবস্থায় যেতে হচ্ছে।
জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির নির্বাহী পরিচালক ডেভিড বিসলি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বলেছেন, ৮২টি দেশে ৩৪ কোটি ৫০ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতার সম্মুখীন, যা ২০২০ সালে কোভিড-১৯ মহামারি শুরু হওয়ার আগের সংখ্যার চেয়ে আড়াই গুণ বেশি।
তিনি বলেন, এটি অবিশ্বাস্যভাবে উদ্বেগজনক যে ৪৫টি দেশের পাঁচ কোটি মানুষ তীব্র অপুষ্টিতে ভুগছে এবং দুর্ভিক্ষ দরজায় কড়া নাড়ছে। ক্রমবর্ধমান সংঘাত, মহামারির অর্থনৈতিক প্রভাব, জলবায়ু পরিবর্তন, জ্বালানির দাম বৃদ্ধি এবং ইউক্রেন যুদ্ধের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘পূর্বে যা ছিল তা হচ্ছে ক্ষুধার ঢেউ, আর এখন হচ্ছে ক্ষুধার সুনামি।’ সূত্র: বিজনেস স্ট্য্যান্ডার্ড।

পুতিন-শি বৈঠক: ইউক্রেন যুদ্ধে চীনের ‘ভারসাম্যপূর্ণ’ ভূমিকার প্রশংসা করলেন রুশ প্রেসিডেন্ট

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার পর এই প্রথমবারের মতো ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এই বৈঠকের পর ইউক্রেন প্রশ্নে ভারসাম্যপূর্ণ অবস্থানের জন্য রুশ নেতা চীনের প্রশংসা করেছেন। তবে তিনি এটাও উল্লেখ করেছেন যে এই বিষয়ে বেইজিংয়ের কিছু প্রশ্ন এবং উদ্বেগ রয়েছে।তবে এগুলো ঠিক কী মি. পুতিন সে সম্পর্কে কোন কথা বলেননি।কিন্তু এটা মনে করা হয় যে ইউক্রেনের ওপর মস্কোর হামলার প্রতি চীনের সমর্থন সীমাহীন নয়।মি. শি এবং মি. পুতিনের মধ্যে বহুল প্রতীক্ষিত বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে উজবেকিস্তানের সমরখন্দ শহরে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এসসিও জোটের এক শীর্ষ সম্মেলনে।এসসিও’র এই শীর্ষ সম্মেলনকে অনেকে দেখছেন পশ্চিমা বিশ্বে নেটোর মত জোটগুলোর প্রভাব মোকাবেলা করার জন্য একটি পাল্টা জোট হিসেবে।এতে চীন ও রাশিয়া ছাড়াও আছে ভারত, পাকিস্তান, তুরস্ক, ইরান ও মধ্য এশিয়ার দেশগুলো। সূত্র: বিবিসি বাংলা।

ইরানের সঙ্গে কৌশলগত চুক্তি চূড়ান্ত হতে যাচ্ছে: পুতিন

ইরানের সঙ্গে সম্পর্কের উন্নয়ন ঘটার পাশাপাশি কৌশলগত চুক্তিও চূড়ান্ত হতে যাচ্ছে বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। উজবেকিস্তানের সমরখন্দে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন বা এসসিওর শীর্ষ বৈঠকের ফাঁকে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গে বৈঠকে এসব তথ্য জানান পুতিন। তিনি আরও বলেন, দ্বিপক্ষীয় সহযোগিতা সংক্রান্ত কৌশলগত চুক্তি সই হলে দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে। এসসিও’র পূর্ণ সদস্য হওয়ার প্রক্রিয়া সম্পন্ন করার ক্ষেত্রে ইরানকে সব ধরণের সহযোগিতা দেওয়া হবে বলেও জানান রুশ প্রেসিডেন্ট। এ সময় তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল খামেনির প্রশংসা করে বলেন, তার সমর্থনের কারণেই অনেক যৌথ প্রকল্পে অগ্রগতি হয়েছে। পুতিন বলেন, গত বছর ইরান ও রাশিয়ার মধ্যে বাণিজ্য ৮১ শতাংশ বেড়েছে ও চলতি বছরের প্রথম পাঁচ মাসে বাণিজ্য বেড়েছে ৩০ শতাংশ। আগামী সপ্তাহে রাশিয়ার ৮০টি কোম্পানির পক্ষ থেকে একটি প্রতিনিধিদল ইরান সফরে যাবে। দুই দেশের প্রেসিডেন্ট দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়াদি নিয়ে আলোচনা করেন। রুশ প্রেসিডেন্ট ছাড়াও কিরগিজস্তান ও তাজিকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন ইরানের প্রেসিডেন্ট রাইসি। সূত্র: জাগো নিউজ

ভারতে বৃষ্টিতে দেয়াল ধসে ৯ মৃত্যু
গত ২৪ ঘণ্টায় লখনৌতে এক মাসের সমপরিমাণ বৃষ্টি হয়েছে। অস্বাভাবিক এ বৃষ্টিতে নগরীর বহু এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। ভারতের উত্তর প্রদেশ রাজ্যের রাজধানী লখনৌতে ভারি বৃষ্টির মধ্যে একটি দেয়াল ধসে নয় জন নিহত ও দুই জন আহত হয়েছে। আহতদের স্থানীয় সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তারা শঙ্কামুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন। পুলিশের যুগ্ম কমিশনার পীযূশ মোরদিয়া বার্তা সংস্থা পিটিআইকে বলেছেন, “দিলখুশা এলাকায় সেনাবাহিনীর একটি এলাকার বাইরের দিকে কুঁড়েরঘরে কিছু শ্রমিক বসবাস করতো। রাতে ভারি বৃষ্টিতে সেনাবাহিনীর এলাকার সীমানা দেয়ালটি ধসে পড়ে। সূত্র: বিডি নিউজ

বিশ্ব করোনা: একদিনে মৃত্যু ১১শ’, আক্রান্ত ৪ লাখ

করোনা মহামারিতে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা আরও কমেছে। একইসঙ্গে আগের দিনের তুলনায় কমেছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় সারাবিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় সাড়ে ১১শ’ মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা নেমে এসেছে সাড়ে চার লাখের নিচে। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এমন তথ্য পাওয়া গেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারাবিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন এক হাজার ১৪৭ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে ৭৭ জন। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৫ লাখ ২৪ হাজার ৬০৭ জনে। সূত্র: বাংলানিউজ

 

রাশিয়ার ছেড়ে যাওয়া শহরের গণকবরে ৪৪০ মরদেহ পাওয়ার দাবি

কয়েক দিন আগে রুশ বাহিনীর হাত থেকে পুনর্দখল করা উত্তর-পূর্বাঞ্চলীয় ইজিয়াম শহরে আবিষ্কৃত গণকবরে ৪৪০টি মরদেহ পাওয়ার দাবি করেছে ইউক্রেন কর্তৃপক্ষ। কর্মকর্তারা বলছেন, এদের মধ্যে গোলা ও বিমান হামলায় কিছু মানুষ নিহত হওয়ার প্রমাণ পেয়েছেন তারা। খবর রয়টার্স।খারকিভ অঞ্চলের রসদের মজুতের জন্য ইজিয়ামকে ব্যবহার করতো রুশ বাহিনি। গত সপ্তাহান্তে ইউক্রেনের আক্রমণের মুখে ‍বিপুল পরিমাণ গোলা বারুদ ও সরঞ্জাম ফেলে কয়েক হাজার সৈন্য শহরটি ছেড়ে যায়।ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় অচিহ্নিত এই গণকবর নিয়ে টুইটারে জানায়, রাশিয়ানদের কাছ থেকে মুক্ত হওয়ার পর ইজিয়ামে গণকবর আবিষ্কৃত হয়। রয়টার্স জানায়, তারা তাৎক্ষণিকভাবে ৪৪০টি মৃতদেহ উদ্ধারে ইউক্রেনের দাবি যাচাই করতে পারেনি। এ বিষয়ে মস্কোও কোনো মন্তব্য করেনি। বণিক বার্তা