অনুশীলনে মুশফিকের হাঁটুতে আঘাত, লাগলো ৬ সেলাই

খেলাধুলা ডেস্কখেলাধুলা ডেস্ক
প্রকাশিত: ৪:৩৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২২

সম্প্রতি আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। এর ফলে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপ নিয়ে মুশফিকের কোনও ব্যস্ততাও নেই।

তাই বলে অনুশীলন থেমে নেই মি. ডিপেন্ডেবলের। সেই অনুশীলন করতে গিয়েই আহত হয়েছেন মুশফিকুর রহিম।

শনিবার (১৭ সেপ্টেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের জিমনেসিয়ামের জিমে ব্যক্তিগত অনুশীলন করতে গিয়ে বাম পায়ের হাঁটুর নিচে আঘাত পেয়েছেন মুশফিক। আর সেই আঘাতে ছয়টি সেলাই লেগেছে।

সুস্থ হয়ে এখন অন্তত দুই সপ্তাহ বিশ্রামে থাকতে হবে বাংলাদেশের ডানহাতি এই ব্যাটসম্যানের। যদিও কোনও চিড় ধরা পড়েনি, তাই শঙ্কার কিছুও দেখছেন না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসকরা।

বিসিবির চিকিৎসক মনজুর হোসাইন গণমাধ্যমকে বলেন, “জিম করতে গিয়ে মুশফিক পড়ে যান। ব্যথা পান বাম পায়ের হাঁটুর নিচে। আপাতত সেলাই দিয়ে রাখা হয়েছে। সুস্থ হয়ে ফিরতে দুই সপ্তাহের মতো লাগবে।”

বিসিবির প্রধান চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী গণমাধ্যমকে বলেন, “আজ সকালে জিমে অনুশীলনের সময় পাঁয়ে চোট লাগে মুশফিকের। হাসাপাতালে নিয়ে গেলে আঘাত পাওয়া স্থানে ৫ থেকে ৬ টা সেলাই দিয়েছেন চিকিৎসক। আপাতত সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে তাকে।”

Nagad

দেবাশীষ চৌধুরী আরও বলেন, “মুশফিকের চোটটা তেমন খারাপ কিছু না। কোনও প্রকার ফ্র্যাকচার (চিড়) ধরা পড়েনি। ফ্র্যাকচার না থাকায় সেলাইও কাটা যাবে ১০ দিনের মধ্যে।”

সারাদিন/১৭ সেপ্টেম্বর/এমবি