ড্রিম গার্ল ২’তে আয়ুষ্মানের সঙ্গী অনন্যা

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৬:৫৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২২

সংগৃহীত

বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানার ‘ড্রিম গার্ল ২’-এর প্রথম ঝলক প্রকাশ্যে এসেছে। টিজারের শুরুতেই দেখা মিলেছে আয়ুষ্মানকে। হিন্দি ইন্ডাস্ট্রির দুঃসময় নিয়ে কথা বলতে শোনা গেল তাকে। বিগত কয়েক মাস ধরে একের পর এক সিনেমা ফ্লপ, কোনও ভাবেই সাফল্য মিলছে না। তবে কি বলিউডের নজর লেগে গেল? মজার মোড়কে এমনই প্রশ্ন ছুড়ে দিলেন অভিনেতা।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস’র প্রতিবেদনে বলা হয়েছে, ‘ড্রিম গার্ল ২’-এ আয়ুষ্মানের সাথে অভিনয় করবেন বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডে। টিজারে দেখা যায় তাকেও। এই সিনেমার হাত ধরেই প্রথম বার জুটি বাঁধছেন তারকা। তাদের সাথে অভিনয় করবেন অন্নু কাপুর, পরেশ রাওয়াল, বিজয় রাজ, রাজপাল যাদব, সীমা পাওয়া এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো অভিনেতারা।

আগামী বছর ২৯ জুন ‘ড্রিম গার্ল ২’ সিনেমাটি মুক্তি পাবে বলে জানা গেছে।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে টিজারটি পোস্ট করে বলিউড অভিনেত্রী অনন্যা লিখেছেন, “আপনাদের ড্রিম গার্ল আবার আসছে। পূজার সাথে দেখা করুন ২০২৩ সালের ২৩ জুন অর্থাৎ ইদে।”

সিনেমার প্রথম ঝলক দেখে অনন্যাকে ভালোবাসা জানিয়েছেন নব্যা নভেলি নন্দা, নীলম কোঠারি সোনি, শানায়া কাপুর, মহীপ কাপুর’সহ আরও অনেকেই।

গত মাসেই মুক্তি পেয়েছিল অনন্যার ‘লাইগার’। তার বিপরীতে অভিনয় করেছিলেন দক্ষিণী তারকা বিজয় দেবেরাকোন্ডা। ধুমধাম করে প্রচার সত্ত্বেও বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে সিনেমাটি। বাজেটের অর্ধেক টাকাও তুলতে পারেনি করণ জোহর প্রযোজিত এই স্পোর্টস ড্রামা।

Nagad

সারাদিন/১৭ সেপ্টেম্বর/এমবি