পুলিশের অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেলেন ফয়সাল মাহমুদ
পুলিশের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদে পদোন্নতি পেয়েছেন সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (ডিসি) ফয়সাল মাহমুদ।
বুধবার (২১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এই প্রজ্ঞাপনে তিনিসহ পুলিশ সুপার (এসপি) পদ মর্যাদার ৪ কর্মকর্তা পদোন্নতি পেয়েছেন। তারা হলেন- ঢাকা পুলিশ অধিদপ্তরের বেগম তাপতুন নাসরীন, সিআইডির বিশেষ পুলিশ প্রশাসন জেসমিন বেগম ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিসি হামিদা পারভীন।