ফরিদপুরে বিয়ের প্রলোভনে ধর্ষণের মামলায় ব্যবসায়ী গ্রেপ্তার
ফরিদপুরের সালথায় বিয়ের প্রলোভনে এক নারীকে ধর্ষণের মামলায় জাকির হোসেন লিটন (৪৫) নামে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শেখ সাদিক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জাকির হোসেন লিটন সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কাগদী স্বজনকান্দা গ্রামের বাসিন্দা। কাগদী বাজারে তার একটি টিনের দোকান আছে।
সালথা থানার ওসি শেখ সাদিক বলেন, সালথা থানায় করা মামলায় জাকিরকে ঢাকার রমনা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, ২৮ বছর বয়সী ওই নারীর স্বামীর সাথে তালাকের পর জাকিরের সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। জাকির তাকে বিয়ের প্রলোভনে মাঝেমধ্যে বিভিন্ন স্থানে ঘুরতে নিয়ে যেতেন। গত ১৫ আগস্ট বেলা ১১টার দিকে সালথা বাজারে কেনাকাটা করার জন্য বাড়ি থেকে বের হলে পথে জাকিরের সাথে ওই নারীর দেখা হয়। এ সময় ফুসলিয়ে কাগদী গ্রামে নিয়ে জাকির তাকে ধর্ষণ করেন। এতে তিনি অসুস্থ হয়ে পড়লে জাকির কৌশলে তাকে ফেলে পালিয়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করেন।
মামলার তদন্ত কর্মকর্তা সালথা থানার উপ-পরিদর্শক (এসআই) আনিসুর রহমান গণমাধ্যমকে বলেন, গত ২২ আগস্ট ধর্ষণের অভিযোগে এক নারী জাকির হোসেন লিটনের বিরুদ্ধে মামলা করেন। এরপর থেকে জাকির পলাতক ছিলেন। প্রযুক্তির সহায়তায় পুলিশ ঢাকার রমনা এলাকা থেকে মঙ্গলবার গভীর রাতে তাকে গ্রেপ্তার করে।
বুধবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান এসআই আনিসুর রহমান।
সারাদিন/২২ সেপ্টেম্বর/এমবি