ভারতীয় রুপির পতন অব্যাহত

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৭:০৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২২

সংগৃহীত

মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রা রুপির আবারও রেকর্ড দরপতন হয়েছে। ডলারের মূল্য বেড়ে ২০ বছরের মধ্যে সর্বোচ্চ হয়েছে।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি’র এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের রিজার্ভ ব্যাংক সুদের হার বাড়ানোর পরই মুদ্রার বাজারে এমন অস্থিরতা দেখা যায়।

প্রতিবেদনে বলা হয়েছে, এক ডলার দিয়ে এখন ৮০ দশমিক ৪৮৬৩ রুপি পাওয়া যায়। এর আগে মান দাঁড়ায় ৮০ দশমিক ৪৬৭৫ রুপিতে। অর্থাৎ আগের সেশনের চেয়ে রুপি দুর্বল হয়েছে।

মুদ্রা ব্যবসায়ীরা জানান, বিদেশি বাজারে মার্কিন মুদ্রার শক্তি, অভ্যন্তরীণ ইক্যুইটির মিউটেড ট্রেন্ড, অর্থনীতিতে ঝুঁকি ও অপরিশোধিত তেলের দামের কারণে ভারতীয় রুপিতে প্রভাব পড়েছে।

এদিকে, যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক টানা তৃতীয়বারের মতো মূল সুদের হার তিন-চতুর্থাংশ বা শূন্য দশমিক ৭৫ শতাংশ পয়েন্ট বাড়িয়ে তিন থেকে তিন দশমিক দুই পাঁচ শতাংশ পর্যন্ত করেছে, যা ২০০৮ সালের পর সর্বোচ্চ।

Nagad

নীতিনির্ধারকরা ইঙ্গিত দিয়েছেন যে, ২০২৩ সালের শুরুর দিকে সুদের হার আরও বাড়ানো হতে পারে, যা জুনের পূর্বাভাস থেকে অনেক বেশি।

এমন পরিস্থিতিতে ডলার ২০ বছরের মধ্যে আবারও শক্তিশালী অবস্থানে চলে এসেছে। তবে শুধু রুপি নয় ডলারের বিপরীতে ইউরো, ব্রিটিশ পাউন্ডও চলতি মাসে ব্যাপক পতন দেখছে।

সারাদিন/২২ সেপ্টেম্বর/এমবি