রহস্যজনক স্ট্যাটাস দিলেন নায়িকা মাহি
বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক স্ট্যাটাসে রহস্য জমিয়ে রাখেন ঢাকাই সিনেমার নায়িকা মাহিয়া মাহি। তার সেসব স্ট্যাটাস নিয়ে আগ্রহের কমতি নেই নেটিজেনদের।
তেমনই শুক্রবার (২৩ সেপ্টেম্বর) রাতে এক ফেসবুক স্ট্যাটাসে নায়িকা মাহি লিখেছেন, “হাসিতে হইয়াছি পাগল, ঘরে থাকতে দিলো না।” সাথে যুক্ত করেছেন লাভের ইমোজি।
যদিও মাহির স্ট্যাটাসের লাইনগুলো ফোক গান “সোনা বন্ধু তুই আমারে করলি রে দিওয়ানা”-এর অংশবিশেষ। তবে এই নায়িকা কার উদ্দেশে সেটি লিখেছেন তা স্পষ্ট করেননি।
অবশ্য এর আগে একটি বেসরকারি টেলিভিশনে এক সাক্ষাৎকারে বিভিন্ন সময়ে দেওয়া ফেসবুক স্ট্যাটাস প্রসঙ্গে নায়িকা মাহি বলেন, “আমি লিখতে পছন্দ করি। একটা সুন্দর কথা মনে হলে সেটা লিখে রাখি। রোমান্টিক কথা লিখতে বেশি পছন্দ করি।”
এদিকে, বিয়ের ঠিক এক বছর পর মা হওয়ার খবর দিয়েছেন ঢাকাই সিনেমার নায়িকা মাহিয়া মাহি। আপাতত জীবনের সর্বশ্রেষ্ঠ সময় পার করছেন তিনি। পরিবারের আদর যত্নে দিন কাটছে তার। দিনরাত কীভাবে চলে যাচ্ছে টেরই পাচ্ছেন না নায়িকা।
উল্লেখ্য, ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী কামরুজ্জামান সরকার রাকিবের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন মাহিয়া মাহি। তার স্বামী পেশায় একজন ব্যবসায়ী এবং রাজনীতিবিদ।
এর আগে ২০১৬ সালের ২৪ মে মাহিয়া মাহি প্রথম বিয়ে করেন সিলেটের মাহমুদ পারভেজ অপুকে। পাঁচ বছর পর তার সাথে বিচ্ছেদের পর কামরুজ্জামানকে বিয়ে করেন মাহি।
সারাদিন/২৪ সেপ্টেম্বর/এমবি