চাঁদপুরে বাসায় ঢুকে আ.লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা

চাঁদপুর সংবাদদাতা:চাঁদপুর সংবাদদাতা:
প্রকাশিত: ৮:১৮ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২২

চাঁদপুর জেলা আওয়ামী লীগ সদস্য রফিকুল্লাহ (৭০) নিজ বাড়িতে ছুরিকাঘাতে খুন হয়েছেন। তার শরীরের বিভিন্নস্থানে পাঁচটি ছুরির আঘাত রয়েছে। তবে কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনো জানা যায়নি।

শনিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় চাঁদপুর শহরের নতুনবাজার এলাকায় নিজ বাড়িতে এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রফিক উল্লাহ চাঁদপুর শহরের নতুনবাজার এলাকায় সফিউল্লাহ বোডিং ভবনের তৃতীয় তলায় বিশ্রামে ছিলেন। মাগরিবের নামাজের সময় দুর্বৃত্তরা ঘরে ঢুকে তার শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে হত্যা করে। পরে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রফিকউল্লাহকে দেখাশোনার দায়িত্বে থাকা মিরাজ বলেন, ‘মাগরিবের নামাজের সময় আমি বাইরে ছিলাম। ওই সময় মামা খাটে শুয়েছিলেন। কিছুক্ষণ পর বাসায় এসে দেখি মামা নিচে পড়ে রয়েছেন। আমি কিছু বুঝতে না পেরে চিৎকার শুরু করি। তখন ঘরে থাকা দুর্বৃত্তরা পালিয়ে যায়। যারা মামাকে হত্যা করেছে তারা প্রায়ই মামার কাছে আসত। আমি শুধু তাদের চেহারা চিনি কিন্তু নাম জানি না।’

হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. সাগর মজুমদার বলেন, ‘নিহত রফিকুল্লাহকে হাসপাতালে আনার আগেই মারা যান। তার শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণ ও ফুসফুসে আঘাত পাওয়ায় দ্রুত মৃত্যু হয়।’

অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় বলেন, ‘হত্যাকাণ্ডটি পরিকল্পিত হতে পারে বা কোনো ঘটনাকে কেন্দ্র করে হতে পারে। তদন্ত চলছে, আশা করি জড়িতদের দ্রুত আটক করতে সক্ষম হব।’

Nagad

এদিকে তার মৃত্যুর খবর শুনে হাসপাতালে ছুটে যান আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো: নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, অতিরিক্ত পুলিশ সুপার সুদিপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দিন পি পি এম, পৌর মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েলসহ দলীয় নেতা-কর্মীরা ও শত শত জনগণ হাসপাতালে ভীড় জমায়।

জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নাছির উদ্দীন আহমেদ ও সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল বলেন, বলার ভাষা নেই। তার সাথে কারো কোনো খারাপ সম্পর্ক ছিল না। তবে যারা তাকে খুন করছে তার কঠিন শাস্তির দাবি জানাই।