পিবিআইয়ের বিরুদ্ধে বাবুলের মামলার আবেদন খারিজ

চট্টগ্রাম প্রতিনিধি:চট্টগ্রাম প্রতিনিধি:
প্রকাশিত: ৪:৪০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২২

স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যার চার্জশিটভুক্ত আসামি সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের করা মামলার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।

হেফাজতে নিয়ে নির্যাতনের অভিযোগে মামলার তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক বনজ কুমার মজুমদারসহ ৬ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে তিনি মামলার এই আবেদন করেছিলেন।
আজ রোববার চট্টগ্রাম মহানগর দায়রা জজ ড. বেগম জেবুননেছার আদালত এই আবেদন খারিজ করে আদেশ প্রদান করেন।

রোববার (২৫ সেপ্টেম্বর) চট্টগ্রাম মহানগর দায়রা জজ বেগম জেবুননেসার আদালত এ আদেশ দেন। একইসঙ্গে কারাগারের নিরাপত্তা চেয়ে করা আবেদনও খারিজ করে দিয়েছেন আদালত।

২০২১ সালের ১০ থেকে ১৭ মে পর্যন্ত পিবিআই চট্টগ্রাম কার্যালয়ে হেফাজতে রেখে নির্যাতনের অভিযোগে মামলার আবেদন করেছিলেন বাবুল। তবে, আবেদন নিয়ে পুনরায় উচ্চ আদালতে যাবেন বলে জানিয়েছেন বাবুলের আইনজীবী।

যাদের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছিল পিবিআইয়ের প্রধান বনজ কুমার মজুমদার, পিবিআই চট্টগ্রাম মেট্রো পুলিশ সুপার নাইমা সুলতানা, জেলা পুলিশ সুপার নাজমুল হাসান, পিবিআইয়ের পরিদর্শক এনায়েত কবির, সাবেক পরিদর্শক এ কে মহিউদ্দিন ও সন্তোষ চাকমা।

উল্লেখ্য, ২০১৬ সালে ৫ জুন চট্টগ্রামে দুর্বৃত্তের ছুরিকাঘাতে খুন হন মিতু। এ ঘটনায় একটি হত্যা মামলা করেন বাবুল আক্তার নিজেই। কিন্তু সময়ের সঙ্গে নাটকীয়তায় মামলার গতিপথ বদলে সন্দেহের কেন্দ্রবিন্দুতে চলে আসেন খোদ বাবুল আক্তার নিজেই।এই মামলায় গত ১৩ সেপ্টেম্বর বাবুল আক্তারসহ সাত জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দিয়েছে পিবিআই। আগামী ১০ অক্টোবর মামলাটির ধার্য তারিখ রয়েছে।

Nagad