আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর
পাকিস্তানের অর্থমন্ত্রীর পদত্যাগের ঘোষণা
পাকিস্তানের অর্থমন্ত্রী মিফতা ইসমাইল পদত্যাগের ঘোষণা দিয়েছেন। খবর রয়টার্সের।গতকাল রোববার মিফতা টুইট করে এই ঘোষণা দেন। পাকিস্তান মারাত্মক অর্থনৈতিক সংকটে রয়েছে। সঙ্গে আছে রাজনৈতিক অনিশ্চয়তা। দেশটি প্রলয়ঙ্করী বন্যায় বিপর্যস্ত। এমন প্রেক্ষাপটে দেশটির অর্থমন্ত্রীর পদত্যাগের ঘোষণা এল।মিফতা বলেন, তিনি মৌখিকভাবে অর্থমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন। এখন আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করবেন।টুইটে মিফতা লিখেছেন, তিনি গতকাল নওয়াজ শরিফ ও প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে তিনি মৌখিকভাবে অর্থমন্ত্রীর পদ থেকে পদত্যাগের কথা জানিয়েছেন। মিফতা বলেন, ‘পাকিস্তানে পৌঁছে আমি আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করব।’ সূত্র: প্রথম আলো
বিশেষ সাক্ষাৎকার
মিয়ানমারের অর্ধেক এলাকা জান্তাবিরোধীদের নিয়ন্ত্রণে
মারজুকি দারুসমান। ইন্দোনেশিয়ার আইনজীবী, মানবাধিকারকর্মী। জাতিসংঘের হয়ে তিনি মিয়ানমারে রোহিঙ্গা নিপীড়ন এবং পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো হত্যার তদন্ত করেছেন। সক্রিয়ভাবে কাজ করেছেন উত্তর কোরিয়া, শ্রীলঙ্কা পরিস্থিতি নিয়েও। বর্তমানে তিনি মিয়ানমারবিষয়ক একটি আন্তর্জাতিক পরামর্শক কমিশনের সদস্য হিসেবে দেশটির পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। কালের কণ্ঠকে দেওয়া সাক্ষাৎকারে তিনি মিয়ানমার সংকটের বিভিন্ন দিক তুলে ধরেন। সাক্ষাৎকার নিয়েছেন মেহেদী হাসান-রাশিয়া জান্তাকে সমর্থন করছে। কারণ রাশিয়ার ওই অর্থে এখন কোনো বন্ধু নেই। রাশিয়াকে মিয়ানমারের যতটা দরকার, তার চেয়েও বেশি দরকার মিয়ানমারকে রাশিয়ার। চীন এখন গঠনমূলক অবস্থান নিয়েছে।তারা মিয়ানমারের জান্তাকে চাপ দিচ্ছে। আমি মনে করি, চীন মিয়ানমার ইস্যুতে সংযত উদ্যোগ নিচ্ছে। এটি ইতিবাচক-কালের কণ্ঠ : আপনিসহ কয়েকজন আইনজীবী ইন্দোনেশিয়ার আদালতে মিয়ানমারের সামরিক জান্তার বিরুদ্ধে মামলার আবেদন করেছেন। আপনারা কী উদ্দেশ্যে এই পদক্ষেপ নিলেন?মারজুকি দারুসমান : মিয়ানমারে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আছে। ইন্দোনেশিয়ার আইনে ইন্দোনেশীয় ও বিদেশি সবার সমান অধিকার। তাই আমরা মনে করি, বিচারের সর্বজনীন এখতিয়ার প্রয়োগের সুযোগ ইন্দোনেশিয়ায়ও আছে। অর্থাৎ মিয়ানমারে নিপীড়নের দায়ে জান্তার বিচার হওয়ার সুযোগ ইন্দোনেশিয়ায় আছে। সে জন্য আমরা ইন্দোনেশিয়ার সাংবিধানিক আদালতে মামলা করেছি। সোমবার (আজ) দুপুরে ওই মামলার শুনানি হওয়ার কথা। সূত্র: কালের কণ্ঠ
আলোচনার মাধ্যমে সমাধান চায় ভারত ও চীন
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবার বন্ধ হোক। কিন্তু কীভাবে? অবশ্যই সেটা আলোচনার মাধ্যমে। এই আহ্বান জানাল এশিয়ার দুই পরাশক্তি ও রাশিয়ার ঘনিষ্ঠ চীন ও ভারত। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে শুরু হয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন বা বিশ্ব নেতাদের সবচেয়ে বড় জমায়েত। সেই অধিবেশনেই ওই সংঘাত অবসানে জোরালোভাবে আহ্বান জানিয়েছেন দুদেশের পররাষ্ট্রমন্ত্রী। শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে দ্য গার্ডিয়ান। চলমান সংকট ছড়িয়ে পড়া ঠেকানো, উন্নয়নশীল দেশগুলোকে প্রভাবিত না করতে শনিবার রাশিয়া ও ইউক্রেনের প্রতি আহ্বান জানান চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। বলেন, ইউক্রেন সংকট শান্তিপূর্ণ সমাধানে সব ধরনের প্রচেষ্টাকে সমর্থন করে চীন। যদিও ফেব্রুয়ারিতে ইউক্রেনে রুশ হামলার কয়েক দিন আগেও যারা রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে ‘অটুট’ বন্ধনের প্রতিশ্রুতি দিয়েছিল চীনের প্রেসিডেন্ট শি জিন পিং। কিন্তু সাধারণ অধিবেশনে যোগ দিয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, সর্বাধিক অগ্রাধিকার হলো শান্তির জন্য আলোচনার পথ তৈরি করা। আসল সমাধান হলো সব পক্ষের নিরাপত্তা উদ্বেগকে মোকাবিলা করা এবং একটি ভারসাম্যপূর্ণ, কার্যকর ও টেকসই নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলা। সূত্র: বিডি প্রতিদিন।
ইতালিতে ক্ষমতায় আসছে কট্টর ডানপন্থি
ইতালিতে নতুন সরকার গঠনে ভোট অনুষ্ঠিত হলো রোববার। এবারের ভোটে জর্জিয়া মেলোনির নেতৃত্বে দেশটির ডানপন্থিদের রাজনৈতিক জোট জয়ী হচ্ছে বলে আভাস পাওয়া গেছে। ইতালির নির্বাচনটি ইউরোপজুড়ে আলোচনায় রয়েছে। নির্বাচনে জয়ী হলে জর্জিয়া মেলোনি ইতালির প্রথম নারী প্রধানমন্ত্রী হবেন। খবর বিবিসির।এক জনমত জরিপে বলা হয়েছে, কট্টর ডানপন্থি রাজনীতিক জর্জিয়া মেলোনি এবং তাঁর দল ‘ব্রাদার্স অব ইতালি’ বড় জয় পেতে চলেছে। এর মধ্য দিয়ে মেলোনি ইতালির ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হতে পারেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালিতে এত কট্টর ডানপন্থি কোনো দল এর আগে ক্ষমতার এত কাছাকাছি আসেনি। ‘ব্রাদার্স অব ইতালি’ ডানপন্থি এবং বিতর্কিত এক দল, যাদের সঙ্গে ইতালির নব্য নাৎসিবাদী আন্দোলনের সম্পর্ক রয়েছে।স্থানীয় সময় রাত ১১টা পর্যন্ত প্রায় ৫ কোটি ভোটার ভোট দেন। ভোটের চূড়ান্ত ফল জানতে বেশ সময় লাগবে। কারণ ইতালিতে প্রাপ্ত ভোটের ভিত্তিতে দলগুলোর মধ্যে আসন বণ্টনের পদ্ধতিটি বেশ জটিল। সূত্র: সমকাল
রিলায়েন্সের ভবিষ্যৎ কর্ণধার: আম্বানির পরিকল্পনার সম্মুখভাগে মেয়েরাই
অবশেষে জানা গেল ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির বিশাল ব্যবসায়িক সাম্রাজ্যের কর্ণধার কে হতে চলেছেন। গত আগস্ট মাসের শেষদিকে এক বার্ষিক সাধারণ সভায় তিন সন্তানের কে কী পাচ্ছেন তার পরিষ্কার ইঙ্গিত দিয়েছেন আম্বানি।আম্বানির ‘উত্তরসূরী পরিকল্পনা’ হলো ভারতের কর্পোরেট জগতের সবচেয়ে ‘অনুমিত নেতৃত্ব হস্তান্তর’। রিটেইল থেকে রিফাইন- আম্বানির ব্যবসার বর্তমান মোট মূল্য ২২০ বিলিয়ন মার্কিন ডলার। আম্বানির প্রথম সন্তান আকাশ আম্বানি পাচ্ছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর টেলিকমিউনিকেশন ব্যবসার দায়িত্ব। রিটেইল ব্যবসার দায়িত্ব পাবেন আকাশের জমজ বোন ইশা আম্বানি। আর ছোট ছেলে অনন্ত আম্বানি নিউ এনার্জির দেখভাল করার প্রস্তুতি নিচ্ছেন।এখনও আম্বানির ‘উত্তরসূরী পরিকল্পনা’র এর চেয়ে বেশি বিস্তারিত জানা যায়নি। তবে তিনি যে অতীতের পুনরাবৃত্তি করতে চাচ্ছেন না সেটা বেশ স্পষ্ট। সূত্র: বিজনে স্ট্যান্ডার্ড।
ব্যবসা ও কার্যক্রম বিস্তার
চীনে আরো কর্মী নিয়োগ দেবে মাইক্রোসফট
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির প্রতি আস্থার অংশ হিসেবে আগামী বছরের মধ্যে চীনে আরো এক হাজার কর্মসংস্থান বাড়ানোর ঘোষণা দিয়েছে মাইক্রোসফট। চীনের প্রযুক্তিবাজারে যখন ব্যাপক হারে কর্মী ছাটাই চলছে তখনই এ ঘোষণা দিল যুক্তরাষ্ট্রের প্রযুক্তি জায়ান্টটি। খবর টেকটাইমস।সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনের তথ্যানুযায়ী, চীনে মাইক্রোসফটের ৯ হাজারের বেশি কর্মী রয়েছে। আগামী বছরের মধ্যে আরো এক হাজার কর্মসংস্থানের সুযোগ তৈরির মাধ্যমে ১০ হাজারে উন্নীত করতে চাইছে যুক্তরাষ্ট্রের রেডমন্ট ওয়াশিংটনভিত্তিক প্রযুক্তি জায়ান্টটি। চীনের সামাজিক যোগাযোগ মাধ্যম উইবোর অফিশিয়াল অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতি সূত্রে এ তথ্য জানা গেছে। মাইক্রোসফটের তথ্যানুযায়ী, চীনে তাদের মোট কর্মীদের ৮০ শতাংশ গবেষণা ও উন্নয়ন কাজে যুক্ত। চীনের বাজারে ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের সময় এ খবরটি প্রকাশ্যে আসে। এক নোটে প্রতিষ্ঠানটি জানায় যে তারা সুঝু, সাংহাই ও বেইজিংয়ৈ তাদের ক্যাম্পাস সম্প্রসারণের বিষয়েও পরিকল্পনা গ্রহণ করেছে। আগামী তিন থেকে পাঁচ বছরে ক্যাম্পাস সম্প্রসারণের কাজ চলবে বলে জানা গেছে। সূত্র: বণিক বার্তা।
টাইফুন নোরু: ফিলিপিন্সে ৫ উদ্ধারকারীর মৃত্যু
ফিলিপিন্সে টাইফুন নোরুর তাণ্ডবের মধ্যে ৫ উদ্ধারকর্মীর মৃত্যু হয়েছে এবং ঘরবাড়ি পানিতে ডুবে গেছে ও লাখ লাখ মানুষ বিদ্যুৎবিহীন রয়েছে। ওই উদ্ধারকর্মীরা রাজধানী ম্যানিলার উত্তরে সান মিগুয়েল জেলায় উদ্ধারকাজ চালানোর সময় হড়কা বানে ভেসে যায়।বিবিসি জানিয়েছে, টাইফুন নোরুর তাণ্ডবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলাগুলোর মধ্যে সান মিগুয়েল অন্যতম। টাইফুনের প্রভাবে প্রবল বৃষ্টিতে এখানকার অনেক এলাকা বুক সমান পানিতে তলিয়ে গেছে, বহু বাসিন্দা তাদের বাড়ির ছাদে আশ্রয় নিয়ে আছেন আবার অনেক পানি ভেঙে নিরাপদ এলাকায় চলে যাওয়ার চেষ্টা করছেন।টাইফুনটি ফিলিপিন্সের সবচেয়ে ঘনবসতি এলাকা লুজনের ওপর দিয়ে ঝড়ো হওয়ার বেগ নিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ২৪০ কিলোমিটার বেগে বয়ে যায়। দেশটির ১১ কোটির জনসংখ্যার অর্ধেকেরও বেশি লুজন অঞ্চলে বসাবস করে। সূত্র: বিডি নিউজ
পারমাণবিক অস্ত্র ইস্যুতে রাশিয়াকে কড়া হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের
ইউক্রেনে পারমাণবিক অস্ত্র ব্যবহার করলে রাশিয়াকে মারাত্মক পরিণতি ভোগ করতে হবে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনের অধিকৃত অঞ্চলে গণভোটের পর যদি ওইসব এলাকা মস্কোর সঙ্গে একীভূত হয় তাহলে সেখানে পূর্ণ নিরাপত্তা দেবে রাশিয়া। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের এমন বক্তব্যের পর মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেইক সুলিভান এমন হুঁশিয়ারি দিলেন।শনিবার (২৫ সেপ্টেম্বর) জেইক সুলিভান বলেছেন, ইউক্রেনে কোনো ধরনের পারমাণবিক অস্ত্র ব্যবহার করলে রাশিয়ার বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে যুক্তরাষ্ট্র। তিনি স্পষ্ট করে বলেন, রাশিয়াকে মারাত্মক পরিণতি ভোগ করতে হবে। ইউক্রেনের অধিকৃত অঞ্চলে গণভোটের পর যদি ওইসব এলাকা মস্কোর সঙ্গে একীভূত হয় তাহলে সেখানে পূর্ণ নিরাপত্তা দেবে রাশিয়া। জাতিসংঘের সাধারণ পরিষদে বক্তৃতায় ও আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়ের সময় রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এ কথা বলেন। সূত্র: জাগো নিউজ
ইরান: মাশা আমিনের মৃত্যুর পর দেশটি এবার বহু বছরের মধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে
ইরানে পুলিশি হেফাজতে থাকা অবস্থায় ২২ বছর বয়সী কুর্দি তরুণী মৃত্যুকে কেন্দ্র করে দেশজুড়ে গড়ে ওঠা বিক্ষোভ প্রতিবাদ দেশটিকে বহু বছরের মধ্যে এবার মারাত্মক চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে।ওই তরুণীর বিরুদ্ধে হিজাব সম্পর্কিত নিয়ম ভঙ্গের অভিযোগ তুলেছিলো পুলিশ। তবে কর্তৃপক্ষ জানিয়েছ তার মৃত্যু হয়েছে স্বাস্থ্যগত কারণে।যদিও ওই তরুণীর পরিবার ও বহু ইরানি নাগরিকের বিশ্বাস যে হেফাজতে মারাত্মক প্রহারের কারণেই তার মৃত্যু হয়েছে। বিক্ষোভকারীরা বলছেন তারা যদি এখনই এর বিরুদ্ধে রুখে না দাঁড়ান তাহলে একদিন তাদেরও একই ভাগ্য বরণ করতে হতে পারে। প্রতিবাদ বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত ত্রিশ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।এ ঘটনাটি এমন সময় ঘটেছে যখন ইরানের মানুষ এমনিতেই ক্ষুব্ধ। দেশটির এলিট রাজনীতিকদের দুর্নীতি, ৫০ শতাংশের বেশি মুদ্রাস্ফীতির কারণে দারিদ্র বেড়ে যাওয়া, পারমানবিক আলোচনায় অচলাবস্থা এবং সামাজিক ও রাজনৈতিক স্বাধীনতার অভাব তরুণদের সহ একটি বিরাট জনগোষ্ঠীকে হতাশ করে তুলেছে। সূত্র: বিবিসি বাংলা।
যুক্তরাষ্ট্র-দ. কোরিয়ার মহড়ার আগে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল উ. কোরিয়া
যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ মহড়ার আগে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলো উত্তর কোরিয়া। রোববার (২৫ সেপ্টেম্বর) দেশটির তার পূর্ব উপকূলে একটি সন্দেহভাজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। গত জুনের পর এবারই প্রথম এই ধরনের কোনো ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া।দক্ষিণ কোরিয়ার সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। সিউলের জয়েন্ট চিফস অব স্টাফ বিস্তারিত না জানিয়ে রোববার বলেন, উত্তর কোরিয়া একটি অজ্ঞাত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর আগে শুক্রবার দক্ষিণ কোরিয়ার পূর্ব উপকূলে যৌথ মহড়ায় অংশ নিতে পারমাণবিক শক্তিচালিত মার্কিন রণতরী ইউএসএস রোনাল্ড রিগান দক্ষিণ কোরিয়ার দক্ষিণের বন্দর শহর বুসানে নোঙর করে। দক্ষিণ কোরিয়ার নৌবাহিনীর মতে এই মহড়া ‘কোরীয় উপদ্বীপে শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে’ অনুষ্ঠিত হবে। সূত্র: বাংলানিউজ