আজকের দিনের জাতীয় পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১২:৪৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২২

করতোয়ার তীরে প্রিয়জনকে খুঁজে ফিরছেন স্বজনেরা

পঞ্চগড়ের করতোয়া নদীতে নৌকাডুবিতে এখনো অনেকেই নিখোঁজ আছেন। তাঁদের সন্ধানে নদীতীরে ভিড় করছেন স্বজনেরা। কেউ কেউ নৌকা নিয়ে নদীতে খুঁজে বেড়াচ্ছেন প্রিয়জনকে। কারও হাতে নিখোঁজদের ছবি, তা নিয়ে নদীতীরের বাসিন্দাদের দেখাচ্ছেন আর বিলাপ করছেন। এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩০ জনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। ডুবে যাওয়া নৌকাটির কতজন যাত্রী নিখোঁজ, সে তথ্য এখনো পাওয়া যায়নি। তবে নিখোঁজ ব্যক্তিদের স্বজনেরা প্রশাসনের কাছে ৬৬ জনের তালিকা দিয়েছেন। আজ সোমবার সকাল সাড়ে আটটার দিকে করতোয়া নদীর তীরে স্বজনদের খুঁজতে আসেন মাড়েয়া বামনহাট ইউনিয়নের গেদীপাড়া গ্রামের বাসিন্দা মহাদেব রায় (৫০)। তিনি বলেন, তাঁর দুই কাকি, মামাসহ আট স্বজন নিখোঁজ। তাঁদের কাউকে খুঁজে না পেয়ে করতোয়ার তীরে বিলাপ করছিলেন তিনি। তাঁর মতো অবস্থা পাঁচপীর গ্রামের জগদীশ রায়েরও। তাঁর এক বন্ধু, বেহাই, ভাতিজি, জামাইসহ ৯ জন নদী পার হচ্ছিলেন। তাঁদের মধ্যে ভাতিজির লাশ পাওয়া গেছে। কিন্তু অন্যদের সন্ধান পাওয়া যায়নি। করতোয়া পাড়ে এসেছেন তাঁদের খুঁজতে।প্রিয়জনকে খুঁজে পাওয়ার আশায় জগেশ রায়, প্রদীপ চন্দ্রসহ কয়েকজন নৌকা নিয়ে নদীতে চষে বেড়াচ্ছেন। নিখোঁজদের ছবি নদীতীরের বাসিন্দাদের দেখাচ্ছেন আর বিলাপ করছেন। নিখোঁজদের সম্পর্কে কোনো ধারণাই দিতে পারছেন না দুর্ঘটনাস্থলের তীরের মানুষেরা। সূত্র: প্রথম আলো

পরীক্ষা দিলেই ৩৭ নম্বর!

শিক্ষার্থী মোট ২৭ জন। ইন্টারনাল কোর্সের পরীক্ষায় মোট নম্বর ছিল ৪০। ফল প্রকাশের পর দেখা গেল, সবাই ৩৭ নম্বর করে পেয়েছেন! এই কাণ্ড ঘটেছে ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের ‘ইনট্রোডাকশন টু বিজনেস’ (কোর্স কোড-১১১) পরীক্ষায়। প্রত্যেক শিক্ষার্থীই প্রেজেন্টেশনে ১০ নম্বর, নিয়মিত ক্লাসে না থাকলেও উপস্থিতির পূর্ণ ১০ নম্বর পেয়েছেন, আর দুটি মিড-টার্ম মিলিয়ে প্রত্যেককে ২০ নম্বরের মধ্যে ১৭ করে দিয়ে দিয়েছেন কোর্স শিক্ষক হিল্লোল ফৌজদার।এ ছাড়া অর্থনীতি বিভাগের ২০১৮ সালের স্নাতকোত্তর চূড়ান্ত পরীক্ষা ও স্নাতকোত্তর শ্রেণির ২০১৮-১৯ শিক্ষাবর্ষের প্রথম সেমিস্টারের প্রকাশিত ফলাফলে নম্বর ঘষামাজার অভিযোগ পাওয়া গেছে। এর জের ধরে শিক্ষার্থীরা খাতা পুনর্মূল্যায়নের দাবি জানিয়ে বিভাগীয় প্রধানকে কক্ষে আটকে রেখে বিক্ষোভ পর্যন্ত করেছেন। সূত্র: কালের কণ্ঠ

অতিরিক্ত যাত্রী নিয়ে সর্বনাশ
নৌকাডুবিতে ৮ শিশুসহ ২৫ লাশ, নিখোঁজ ৩০, করতোয়া পাড়ে আর্তনাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার করতোয়া নদীর তীরে লাশের সারি ঘিরে আহাজারিতে আকাশ-বাতাশ ভারী হয়ে উঠেছে। গতকাল দুপুরে শুভ মহালয়া উদযাপন করতে যাওয়া তীর্থযাত্রীদের নৌকাডুবির পর এ লাশের সারি তৈরি হয়েছে। সন্ধ্যা পর্যন্ত ডুবুরির দল নারী-শিশুসহ ২৪ জনের লাশ উদ্ধার করতে পেরেছে। রাতে হাসপাতালে একজন মারা গেছে। নিখোঁজ অন্তত ৩০ জন। উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়া ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মর্মান্তিক এ দুর্ঘটনার খবরে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং পেশাজীবী নেতারা গভীর শোক প্রকাশ করেছেন। এদিকে স্বজনদের খোঁজ নিতে অনেকেই নদীর পাড়ে এসে কান্নায় ভেঙে পড়ছেন। শোকার্তদের আহাজারি চলছে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও।জানা গেছে, অতিরিক্ত যাত্রী নেওয়ার কারণেই নৌকাটি ডুবে যায়। দুপুরে পূজারিরা নদীর ওপারে অবস্থিত ঐতিহাসিক বদেশ্বরী মন্দিরে পূজায় অংশ নিতে যাচ্ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, নৌকাটিতে শতাধিক যাত্রী ছিল। মাঝনদীতে কাত হয়ে ডুবে যায়। যাত্রীরা চিৎকার করতে থাকেন। যারা সাঁতার জানতেন তারা কোনো রকমে ডাঙায় উঠতে পারলেও বাকিরা তলিয়ে যান। সন্ধ্যা পর্যন্ত যে ২৪ জনের মৃতদেহ পাওয়া যায়, তারা সবাই হিন্দু ধর্মাবলম্বী। সূত্র: বিডি প্রতিদিন।

Nagad

কম্বোডিয়ার সঙ্গে এফটিএতে লাভ হবে বাংলাদেশের

কম্বোডিয়ার সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) থেকে সরাসরি খুব বেশি সুবিধা পাওয়ার আশা কম। কারণ দেশটি বাংলাদেশের রপ্তানি পণ্যের উল্লেখযোগ্য বাজার নয়। এমনকি কম্বোডিয়া থেকে আমদানিও খুব বেশি নয়। তবে ভূরাজনৈতিক কারণে কম্বোডিয়ার সঙ্গে এফটিএর বিশেষ গুরুত্ব রয়েছে। এর মাধ্যমে ১০ দেশের জোট অ্যাসোসিয়েশন অব সাউথ-ইস্ট এশিয়ান নেশন্স (আসিয়ান) এবং ১৬ দেশের জোট রিজিওনাল কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপে (আরসিইপি) প্রবেশের সুযোগ তৈরি হবে বাংলাদেশের। জোট দুটিতে চীন, জাপান, সিঙ্গাপুর, নিউজিল্যান্ডের মতো বড় বাজার রয়েছে। এ বিবেচনায় ব্যাপক অর্থে লাভবান হওয়ার সুযোগ রয়েছে বাংলাদেশের সামনে। বাণিজ্য বিশ্নেষক এবং গবেষণা সংস্থা রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশেন ফর ডেভেলপমেন্টের (র‌্যাপিড) চেয়ারম্যান ড. আব্দুর রাজ্জাক সমকালকে বলেন, কম্বোডিয়ার সঙ্গে এফটিএ হলে দু’দেশের মধ্যে বাণিজ্য বাড়বে। এর মাধ্যমে আসিয়ান এবং আরসিইপিসহ অন্যান্য আঞ্চলিক জোটে প্রবেশ সহজ হতে পারে। এতে লাভবান হবে বাংলাদেশ। তবে বেশি লাভবান হওয়ার জন্য বড় রপ্তানি বাজারগুলোর সঙ্গেই এফটিএ করা প্রয়োজন। এতে রপ্তানি ব্যাপক হারে বাড়বে। এ ছাড়া প্রতিযোগী দেশগুলো যে সব দেশের সঙ্গে এফটিএ করছে, সেসব দেশকে টার্গেট করা প্রয়োজন। সূত্র: সমকাল

৪ বছরে বৈদেশিক ঋণে পরিবর্তনশীল সুদহারের ঋণের অংশ বেড়ে দ্বিগুণ

মাথাপিছু আয়সহ দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের কারণে বাংলাদেশকে ঋণ দেওয়ার ক্ষেত্রে উন্নয়ন সহযোগীরা এখন বাজারভিত্তিক ঋণ দিতে বেশি আগ্রহী। এ কারণে গত চার বছরে বাংলাদেশের বৈদেশিক ঋণে পরিবর্তনশীল সুদহারের ঋণের পরিমাণ বেড়ে দ্বিগুণ হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডির) হালনাগাদ তথ্য অনুযায়ী, ২০২১-২২ অর্থবছরে বাংলাদেশের মোট বৈদেশিক ঋণের ২৩ শতাংশের খানিকটা বেশি ছিল বাজারভিত্তিক ঋণ, ২০১৮ সালে যা ছিল ১১.৬ শতাংশ।বাজারভিত্তিক ঋণের সুদহার নির্ধারণ করা হয় লাইবর (লন্ডন ইন্টারব্যাংক অফার্ড রেট), সোফর (দ্য সেকিউরড ওভারনাইট ফিন্যান্সিং রেট) ইউরিবর-এর (ইউরো ইন্টারব্যাংক অফার্ড রেট) ভিত্তিতে। ইআরডির কর্মকর্তারা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএসকে) জানিয়েছেন, পাইপলাইনে থাকা উন্নয়ন সহযোগীদের ঋণ প্রস্তাব পর্যালোচনায় দেখা গেছে যে আগামী বছরগুলোতে এ ধরনের পরিবর্তনশীল সুদহারের ঋণ ক্রমেই বাড়বে। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।

পার্বত্য চট্টগ্রামে গ্যাস অনুসন্ধান
বাপেক্স চায় চীনা কোম্পানি পেট্রোবাংলার পছন্দ ভারতীয় ওএনজিসি

দেশের স্থলভাগে সমতলের পাশাপাশি এবার পার্বত্যাঞ্চলে গ্যাস অনুসন্ধানে জোরালো উদ্যোগ নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রডাকশন কোম্পানি (বাপেক্স)। এজন্য পেট্রোবাংলার কাছ থেকে অনুমোদন নিয়ে আন্তর্জাতিক কোম্পানিগুলোর কাছ থেকে আগ্রহপত্র (এক্সপ্রেশন অব ইন্টারেস্ট বা ইওআই) আহ্বান করে সংস্থাটি। এর পরিপ্রেক্ষিতে ছয় কোম্পানি পাহাড়ে গ্যাস অনুসন্ধানের আগ্রহ দেখিয়েছে। প্রাথমিক বাছাই শেষে চূড়ান্ত তালিকায় স্থান পেয়েছে তিন কোম্পানি। সেখান থেকে নির্বাচিত প্রতিষ্ঠানকে সঙ্গে নিয়েই পাহাড়ে গ্যাস সন্ধানে নামবে বাপেক্স।

সংশ্লিষ্ট একটি সূত্র বলছে, পাহাড়ে গ্যাস অনুসন্ধানে যে তিনটি প্রতিষ্ঠান চূড়ান্ত করা হয়েছে তার মধ্যে রয়েছে ভারতীয় তেল-গ্যাস অনুসন্ধান কোম্পানি ওএনজিসি ভিদেশ লিমিটেড (ওভিএল), রাশিয়ার গ্যাজপ্রম ও চীনা একটি কোম্পানি। তবে বাপেক্সের সঙ্গে যৌথভাবে কাজ করতে ওএনজিসি ও চীনা কোম্পানিটির মধ্যেই চলছে জোর প্রতিযোগিতা। যদিও গ্যাস অনুসন্ধানে অভিজ্ঞতা বিবেচনায় চীনা কোম্পানিটির বিষয়েই সবচেয়ে বেশি আগ্রহ বাপেক্সের। অন্যদিকে দেশের সমুদ্রাঞ্চলে গ্যাস অনুসন্ধান তত্পরতা বিবেচনায় ওএনজিসিকে উপযুক্ত মনে করছে পেট্রোবাংলা। এখন কাজ পাওয়ার প্রতিযোগিতায় কোন কোম্পানিকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেয়া হচ্ছে, এ বিষয়ে পেট্রোবাংলা কিংবা বাপেক্স দুই পক্ষই পরিষ্কার কিছু জানায়নি। প্রতিষ্ঠান দুটির শীর্ষ পর্যায় থেকে অবশ্য জানা গিয়েছে, পার্বত্যাঞ্চলে দেশের চাহিদা অনুযায়ী যে কোম্পানি শর্তপূরণ করতে পারবে তাদেরই সঙ্গে নেবে বাপেক্স। জানতে চাইলে পেট্রোবাংলার চেয়ারম্যান নাজমুল আহসান বণিক বার্তাকে বলেন, পাহাড়ে গ্যাস অনুসন্ধানে যোগ্য প্রতিষ্ঠানকে আমরা কাজ দিতে চাই। বিশেষ করে গ্যাস অনুসন্ধানে যেসব নির্দেশনা ও শর্ত রয়েছে, সেগুলো পূরণ হলেই সংশ্লিষ্ট কোম্পানির সঙ্গে চুক্তি করব। সূত্র: বণিক বার্তা।

স্বামীর দেহ ঝুলছিল, স্ত্রীর লাশ মেঝেতে
ধারণা করা হচ্ছে, স্ত্রীকে হত্যার পর নিজেই ফাঁস নিয়েছেন স্বামী।

ঢাকার মোহাম্মদপুরের একটি ফ্ল্যাট থেকে এক দম্পতি লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, স্বামীর লাশ সিলিংয়ের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছিল, আর স্ত্রীর লাশ ছিল মেঝেতে। এটি হত্যার পর আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। তবে নিশ্চিত হতে পুলিশ ময়নাতদন্ত করতে দুটি লাশ মর্গে পাঠিয়েছে।রোববার রাত ১১টার পর মোহাম্মদপুর বাবর রোডের একটি ভবনের তিন তলার ফ্ল্যাট থেকে নোমান (২৮) এবং তার স্ত্রী শামীমার (২২) লাশ উদ্ধার করা হয়।তারা এই মাসের মাঝামাঝিতে ফ্ল্যাটটি ভাড়া নিয়ে ওঠেন। তবে জাতীয় পরিচয়পত্র জমা না দেওয়ায় তা নিতে দায়োয়ান ডাকাডাকি করেও সাড়া না পেয়ে অন্যদের ভবর দেন। সূত্র: বিডি নিউজ

কম ভাড়ায় যাত্রী নিয়ে লাভে বিমান, নাখোশ বেসরকারি এয়ারলাইন্সগুলো

বর্তমানে দেশে একটি সরকারি, দুটি বেসরকারি এয়ারলাইন্স অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে যাত্রী পরিবহন করছে। গত কয়েক মাসে জেট ফুয়েলের দাম অস্বাভাবিক বাড়ায় বেশ বিপাকে আছে এয়ারলাইন্সগুলো। বেসরকারি এয়ারলাইন্সগুলো দফায় দফায় বাড়িয়েছে ভাড়া। তবে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স একই সময়ে তুলনামূলক বেশ কম ভাড়ায় যাত্রী পরিবহন করছে। এতে প্রতিযোগিতায় টিকে থাকতে হিমশিম খাচ্ছে বেসরকারিখাতের এয়ারলাইন্স দুটি।বেসরকারি এয়ারলাইন্সগুলোর দাবি, তারা যাত্রী পরিবহনে প্রতিটি ফ্লাইটে বড় অংকের ভর্তুকি দিচ্ছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বলছে, বিমান কম টাকায় ভালো সেবা দেওয়ার চেষ্টা করছে। এটা তাদের বিজনেস পলিসি। এতে বিমানে যাত্রী ও রাজস্ব আয়ও বাড়ছে।শের অভ্যন্তরীণ বিভিন্ন রুটে এখন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা ও নভোএয়ার যাত্রী পরিবহন করে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পর্যটন নগরী কক্সবাজারে সর্বনিম্ন ভাড়া চার হাজার ৮শ টাকা, চট্টগ্রামে তিন হাজার ৭শ টাকা, সিলেটে তিন হাজার ৫শ টাকা, রাজশাহীতে তিন হাজার ৫শ টাকা, সৈয়দপুরে তিন হাজার ৪৯০ টাকা, যশোরে তিন হাজার ১৯৫ টাকা ও বরিশালে তিন হাজার টাকায় যাত্রী পরিবহন করছে। এর মধ্যে কেউ ক্রেডিট কার্ডে টিকিটের টাকা পরিশোধ করলে মিলছে ১০ শতাংশ ভাড়া ছাড়। সূত্র: জাগো নিউজ

রহিমা বেগমের অন্তর্ধান রহস্য: পুলিশকে তিনি যা বলেছেন

গত কয়েক সপ্তাহ ধরে যে নারীর অন্তর্ধান রহস্য নিয়ে বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় তোলপাড় চলছিল, তাকে অবশেষে পুলিশ খুঁজে বের করেছে। কিন্তু রহিমা বেগম কেন হারিয়ে গিয়েছিলেন, অথবা কারা, কী উদ্দেশ্যে তাকে অপহরণ করেছিল, সেসব প্রশ্নের কোন স্পষ্ট জবাব এখনো পাওয়া যাচ্ছে না।

২৭ দিন নিখোঁজ থাকার পর রহিমা বেগমকে শনিবার রাতে ফরিদপুর থেকে উদ্ধার করে পুলিশ। এই ২৭ দিন ধরে রহিমা বেগমের কন্যা মরিয়ম মান্নান তাঁর মায়ের খোঁজে ফেসবুকে একের পর এক পোস্ট দিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোড়ন তৈরি করেন। তার আবেগময় পোস্টগুলো শত শত মানুষ শেয়ার করেন এবং মূলধারার গণমাধ্যমে এ নিয়ে নিয়মিত খবর বেরুতে থাকে। রহিমা বেগমের অন্তর্ধান নিয়ে নানা ধরণের জল্পনা চলছিল। তিনি কি গুমের শিকার হয়েছেন, নাকি তাকে অপহরণ করা হয়েছে, নাকি তিনি নিজেই আত্মগোপনে গেছেন- এরকম নানা ধরণের কথাবার্তা সোশ্যাল মিডিয়ায় আলোচিত হচ্ছিল।শ্বাসরুদ্ধকর এই কাহিনীতে নতুন মাত্রা যুক্ত হয়, যখন মেয়ে মরিয়ম মান্নান এক নারীর লাশকে তার মায়ের লাশ বলে শনাক্ত করেন। কিন্তু পরে দেখা যায়, এটি তাঁর মায়ের লাশ নয়।রহিমা বেগমের সঙ্গে পুলিশ এখন কথা বলছে। পুলিশ জানিয়েছে, তাকে অপহরণ করা হয়েছিল নাকি তিনি নিজেই আত্মগোপনে ছিলেন সেটা তদন্ত করে বের করা হবে।ঘটনার শুরু যেভাবে:
ঘটনার সূত্রপাত ২৭ আগস্ট, খুলনার দৌলতপুরের মহেশ্বরপাশা উত্তর বণিকপাড়ায়। সেখানেই থাকেন রহিমা বেগম। সেদিন রাত দশটায় তিনি ঘরের উঠানের নলকূপে পানি আনতে যান। এর পর থেকেই নিখোঁজ ছিলেন তিনি। সূত্র: বিবিসি বাংলা।

এপিএ মূল্যায়নে কোন মন্ত্রণালয় কত নম্বর পেল

বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) ২০২১-২২ অর্থ বছরের বাস্তবায়নের গড় নম্বর প্রকাশ করা হয়েছে। সব মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে এগিয়ে রয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।অন্যদিকে সবচেয়ে পিছিয়ে রয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।৫২টি মন্ত্রণালয় ও বিভাগের পাওয়া নম্বরের গড় ৯২ দশমিক ০১ নম্বর, যা ২০২০-২১ অর্থবছরে ছিল ৮৯ দশমিক ০১ নম্বর। সে হিসেবে এবার বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নের গড় হার ৩ নম্বর বেড়েছে। রোববার (২৫ সেপ্টেম্বর) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ ‘মন্ত্রণালয় ও বিভাগগুলোর ২০২১-২২ অর্থ-বছরের এপিএতে প্রাপ্ত নম্বর’ প্রকাশ করেছে।তালিকা অনুযায়ী, ৯৯ দশমিক ০৮ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ২০২০-২১ অর্থ বছরে আইসিটি বিভাগ ৯৮ দশমিক ৬৬ নম্বর পেয়ে প্রথম হয়েছিল। সূত্র: বাংলানিউজ