বাংলাদেশ ব্যাংক ও সাউথইস্ট ব্যাংকের চুক্তি
সাউথইস্ট ব্যাংক লিমিটেড সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশনের সাথে সিনেমা হল প্রতিষ্ঠা, সংস্কার ও আধুনিকায়নের জন্য বাংলাদেশ ব্যাংক কর্তৃক গঠিত ১০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম বিষয়ক অংশগ্রহণ চুক্তি সম্পাদন করে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. আওলাদ হোসেন চৌধুরী এর উপস্থিতিতে সাউথইস্ট ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম. কামাল হোসেন এবং বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশনের পরিচালক মো. আব্দুল মান্নান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশনের অতিরিক্ত পরিচালক ড. কাজী আরিফ উজ জামান; যুগ্মপরিচালক মো. লুৎফুল হায়দার পাশা; যুগ্মপরিচালক এসএম খালেদ আব্দুল্লাহ এবং সাউথইস্ট ব্যাংক লিমিটেডের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।