আশুলিয়ায় ইন্টারনেট ব্যবসা নিয়ে সংঘর্ষ, আহত ১০
সাভারের আশুলিয়ায় ইন্টারনেট ব্যবসা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
শনিবার (১ অক্টোবর) বিকেল সাড়ে ৪ টার দিকে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জিয়াউল ইসলাম জিয়া।
এর আগে শুক্রবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষ আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
পুলিশ জানায়, গতকাল আশুলিয়ার জামগড়া এলাকায় ইন্টারনেট ব্যবসা দখল নিয়ে সুমন মীর ও রনি ভুঁইয়া লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের ১০-১২ জন আহত হয়েছে।
এ বিষয়ে জান্নাত মীর ইন্টারনেট সার্ভিসের স্বত্বাধিকারী সুমন মীর বলেন, আগে থেকেই ওয়ালটনের একটি শো-রুমে আমাদের ইন্টারনেট সংযোগ ছিল। তারা স্থান পরিবর্তন করে পার্শ্ববর্তী অন্য একটি মার্কেটে যায়। সেখানে আমরা ইন্টারনেট সংযোগ দিলে তারা আমাদের সংযোগটি কেটে দেয়। পরে আমরা আবার সংযোগটি দিয়ে দেই। পরে তারা রাতে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে অতর্কিতভাবে আমাদের অফিসে হামলা চালায় এবং কয়েক জনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে।
এ বিষয়ে রনি ভূঁইয়া বলেন, আমাদের বিভিন্ন জায়গায় নেট লাইন রয়েছে। আমাদের সেই নেট দখল করতে চায় সুমন মীররা। সে কারণে বিভিন্ন সময় আমাদের ব্যবসায়ী ভাড়াটিয়াদের উপর হামলা চালায় তারা। গতকাল ওরাই আমার মার্কেটে এসে দোকানপাট ভাঙচুর করছে, দুই-তিনজনরে মারধর করছে। আমার বাবা থানায় অভিযোগ দিয়েছে।
এ বিষয়ে আশুলিয়ায় থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জিয়াউল ইসলাম জিয়া বলেন, এবিষয়ে তদন্ত করা হচ্ছে। তদন্তে শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।