নারী এশিয়া কাপ: দ্বিতীয়বার মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:০৬ পূর্বাহ্ণ, অক্টোবর ৩, ২০২২

নারী এশিয়া কাপে দ্বিতীয়বার মুখোমুখি বাংলাদেশ ও পাকিস্তান।

সোমবার (৩ অক্টোবর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ।

টি-টোয়েন্টি ফরম্যাটে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সাফল্য ছিল বেশ মলিন। তবে ওয়ানডেতে দু’দলই সমান। ১২ ম্যাচে বাংলাদেশ জিতেছে ৬টিতে।শুধু তাই নয়, পাকিস্তানের মাটিতেই তাদের হারানোর কৃতিত্বও আছে। সবশেষ ওয়ানডে বিশ্বকাপে তাদের হারিয়েছিল বাঘিনীরা।

তবে এ সব পরিসংখ্যানে ভাঙতে চান না রুমানা।

তিনি বলেন, মাঠের খেলাই আসল আমার কাছে, আমরা তো আমাদের শক্তির জায়গা দেখব। আমরাও শক্তভাবেই এগোচ্ছি। শেষ কয়েকটা টুর্নামেন্টে আমাদের মেয়েরা অনেক ভালো করেছে। ইনফ্যাক্ট বড় কিছু অর্জন করার লক্ষ্য আমাদের। এটুকু বলতে পারি আমাদের মেয়েরা ভালো করছে। সামনের ম্যাচগুলোতে আরও ভালো করবে।

Nagad