ভারতীয় হিসেবে টি-টোয়েন্টিতে কোহলির অনন্য রেকর্ড

খেলাধুলা ডেস্কখেলাধুলা ডেস্ক
প্রকাশিত: ৬:৪৮ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২২

সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ঘরের মাঠে অনন্য় নজির গড়েছে ভারতীয় ক্রিকেট দল। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথমবার টি-টোয়েন্টি সিরিজ জিতলো টিম ইন্ডিয়া।

এছাড়া সব ধরনের টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম ভারতীয় হিসেবে ১১ হাজার রানের অনন্য মাইলফলক গড়লেন বিরাট কোহলি।

রোববার (০২ অক্টোবর) রাতে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১৯ রানের মাথায় এই কীর্তিটি গড়েন কোহলি।

তিনি ২৮ বলে ৪৯ রান করে অপরাজিত থাকেন। এতে ৭টি চার হাঁকানোর পাশাপাশি মারেন একটি ছক্কাও। তার স্ট্রাইক রেট ছিল ১৭৫। যেখানে অন্য ক্রিকেটারদের তুলনায় সবচেয়ে কম সময়ে তিনি ১১ হাজার রানে পৌঁছলেন। ডানহাতি তারকা কোহলির ৩৫৪টি ইনিংস লেগেছে।

টি-টোয়েন্টি ফরম্যাটে কোহলির পরে ভারতীয় হিসাবে রয়েছেন বর্তমান অধিনায়ক রোহিত শর্মা (১০৫৮৭)।

২০ ওভারের ম্যাচে সবচেয়ে বেশি ১৪৫৬২ রান ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেলের। তারপরে রয়েছেন আর এক ক্যারিবিয়ান কায়রন পোলার্ড, ১১৯১৫ রান। পাকিস্তানের শোয়েব মালিক তৃতীয়, ১১৯০২ রান। চতুর্থ স্থানে রয়েছেন কোহলি, ১১০৩০ রান। তবে টি-টোয়েন্টিতে ভরতের হয়ে সবচেয়ে বেশি রানের তালিকায় প্রথমস্থানে রয়েছেন রোহিত শর্মা, ৩৭৩৭ রান। তার ঠিক ১৫ রান পেছনে রয়েছেন কোহলি, ৩৭১২ রান।

Nagad

সারাদিন/০৩ অক্টোবর/এমবি