আজকের দিনের জাতীয় পর্যায়ের শীর্ষ ১০ খবর
বিদ্যুৎ বিপর্যয়ের কারণ জানা যায়নি, বেড়েছে লোডশেডিং
বিদ্যুতের পূর্বাঞ্চল জাতীয় গ্রিডে বিপর্যয়ের পর এর সঙ্গে সংযুক্ত সব বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যায়। এরপর ধাপে ধাপে বিদ্যুৎকেন্দ্র চালু করা হয়েছে। এর মধ্যে দুটি বড় বিদ্যুৎকেন্দ্র পুনরায় চালু করতে দুই দিনের বেশি সময় লেগে গেছে। এতে দেশজুড়ে বেড়েছে লোডশেডিং। বিদ্যুৎ বিভাগ ও পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) কর্মকর্তারা বলছেন, জুলাই থেকে শুরু হওয়া লোডশেডিংয়ের মাত্রা কিছুটা কমে এসেছিল। গ্রিড বিপর্যয়ের পর গতকাল বৃহস্পতিবার বিকেল পর্যন্ত বিদ্যুতের চাহিদার পুরোটা সরবরাহ করা যায়নি। তাই এক ঘণ্টার পরিবর্তে কোথাও কোথাও কয়েক ঘণ্টা লোডশেডিং করতে হচ্ছে। ঢাকাতেও বেড়েছে লোডশেডিং। পিজিসিবির ব্যবস্থাপনা পরিচালক গোলাম কিবরিয়া প্রথম আলোকে বলেন, দুটি বড় বিদ্যুৎকেন্দ্র গতকাল উৎপাদন শুরু করেছে। শিগগিরই পরিস্থিতির উন্নতি হবে। আর গ্রিড বিপর্যয়ের কারণ জানতে তদন্ত কমিটি কাজ করছে।গ্রিড বিপর্যয়ের কারণ জানতে দুই দিন ধরে কাজ করছে পিজিসিবি গঠিত তদন্ত কমিটি। ইতিমধ্যে তারা বিদ্যুৎ উৎপাদনের বড় অঞ্চল ঘোড়াশাল, আশুগঞ্জ ও সিরাজগঞ্জ থেকে তথ্য সংগ্রহ করেছে।আজ শুক্রবারের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা। তবে তদন্ত কমিটির দুজন সদস্য প্রথম আলোকে জানিয়েছেন, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার মতো তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। আরও অনেক তথ্য লাগবে। বিপর্যয়ের সময় পশ্চিমাঞ্চল গ্রিড থেকে বাড়তি বিদ্যুৎ পূর্বাঞ্চলে সরবরাহের তথ্য সংগ্রহ করা হচ্ছে এখন। সব তথ্য পাওয়ার পর বিশ্লেষণ করে প্রতিবেদন তৈরি করা হবে। সূত্র: প্রথম আলো


সঞ্চালনে স্বস্তি ২০২৫ সালের পর
দেশে গত ১২ বছরে বিদ্যুৎ খাতে বিনিয়োগের বড় অংশ গেছে উৎপাদনে। এতে চাহিদার চেয়ে উৎপাদনের সক্ষমতা বেশি অর্জিত হয়েছে। কিন্তু সঞ্চালন ও বিতরণ ব্যবস্থাপনায় বিনিয়োগ বাড়েনি। ব্যবস্থাপনার জন্য যেসব প্রকল্প নেওয়া হয়েছে তা-ও নিতে অনেক দেরি হয়েছে। এসব প্রকল্প থেকে সুফল পেতে লাগবে কমপক্ষে আরো তিন বছর। এসব প্রকল্প শেষ হতে সময় লাগবে ২০২৫ সাল পর্যন্ত।বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণ ব্যবস্থায় আধুনিক অবকাঠামো না হওয়ায় অতি পুরনো ও জরাজীর্ণ সঞ্চালন লাইনের ওপরই নির্ভর করতে হচ্ছে। সঞ্চালন লাইনের এই দুর্বলতার মধ্যেই সক্ষমতার বেশি বিদ্যুৎ সরবরাহ এবং পুরনো পদ্ধতিতে লোড ব্যবস্থাপনার কারণে জাতীয় গ্রিডে বারবার বিপর্যয় দেখা দিচ্ছে। ট্রান্সমিশন ও সরবরাহ লাইনে মানহীন যন্ত্রপাতি ব্যবহারের কারণেও নিরবচ্ছিন্ন ও মানসম্পন্ন বিদ্যুেসবা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। অতীতের বিপর্যয় থেকে শিক্ষা না নেওয়াও এবারের বিপর্যয়ের অন্যতম কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সূত্র: কালের কণ্ঠ
সব দলকে ভোটে চাই
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ক্ষমতায় আসতে হলে নির্বাচনের বিকল্প নেই। যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা চাই সব দল নির্বাচনে অংশগ্রহণ করুক।গতকাল বিকালে গণভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে যুক্তরাষ্ট্র এবং রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে যোগদান উপলক্ষে লন্ডন সফর-পরবর্তী এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে মঞ্চে প্রধানমন্ত্রীর সঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, দলীয় প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন উপস্থিত ছিলেন। নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে রাজনৈতিক দলগুলোকে চায়ের আমন্ত্রণ জানাবেন কি না জানতে চাইলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, করোনার সময়ে আমন্ত্রণ নিমন্ত্রণ একটু কমই দেখা যাচ্ছে। করোনা হচ্ছে। নির্বাচন হলে রাজনৈতিক দলের সিদ্ধান্ত কে আসবে কে আসবে না। সেখানে আমরা তো আর চাপিয়ে দিতে পারি না। রাজনীতি করতে হলে দলগুলো নিজে সিদ্ধান্ত নেবে। আমরা চাই সব দল অংশগ্রহণ করুক। তিনি বলেন, এ দেশে নির্বাচনের যতটুকু উন্নতি, যতটুকু সংস্কার, এটা কিন্তু আওয়ামী লীগ এবং মহাজোট করে সবাইকে নিয়েই করে দিয়েছি। এরপর যদি কেউ না আসে সেখানে আমাদের কী করণীয়। হারার ভয়ে আসব না। আর একেবারে সবাইকে লোকমা তুলে খাইয়ে দিতে হবে। জিতিয়ে দিতে হবে তবে আসব, এটা তো আর হয় না। দেশে শক্ত খুঁটি না থাকায় বিএনপি বিদেশিদের কাছে দৌড়াচ্ছে : দেশের মাটিতে যদি তাদের খুঁটির শক্তি থাকত, তাহলে বিদেশে ধরনা দেওয়ার প্রয়োজন হতো না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জনসমর্থন থাকলে, জনগণের প্রতি আস্থা থাকলে বিএনপি জনগণের কাছে যেত, বিদেশিদের কাছে দৌড়াত না। এটা হলো বাস্তবতা। কিন্তু সেই শক্তি নেই বলে তারা বিভিন্ন জায়গায় দৌড়াচ্ছে। সূত্র: বিডি প্রতিদিন ।
অনলাইন ব্র্যান্ড প্রমোটার: পণ্যের গুণাগুণ বর্ণনা করে ঈর্ষণীয় আয়!
ব্র্যান্ড প্রমোটারদের এই আয় নিয়ে অবশ্য অনলাইন জগতে সমালোচনাও চলে হররোজ। কারো কারো মতে “মুখে আটা-ময়দা মেখে ঘণ্টাখানেক ক্যামেরার সামনে দাঁড়িয়ে বকবক করেই” এত টাকা চার্জ করা রীতিমতো ডাকাতি! আবার কেউ কেউ তাদের ফেরিওয়ালা বলেও মজা নেন। তবে এসব সমালোচনাকে ছাপিয়েই একেকজন ব্র্যান্ড প্রমোটার তার গ্রহণযোগ্যতা তৈরি করে নিয়েছেন সামাজিক মাধ্যমের দর্শক-ক্রেতা আর ব্র্যান্ড মালিকদের কাছে… “আসসালামু ওয়ালাইকুম সবাইকে। আমি শেহেরীন আমিন সুপ্তি, নতুন ফিচার নিয়ে চলে এসেছি ‘দ্য বিজনেস স্ট্যান্ডার্ড’ পত্রিকার অনলাইন পোর্টালে। আজকে আপনাদের জানাব বর্তমানে ইন্টারনেট জগতের সবচেয়ে জনপ্রিয় পেশার খুঁটিনাটি সম্পর্কে!” সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।
ইভ্যালি: পাওনাদারদের টাকা ফেরত দেয়া নিয়ে যা বললেন কোম্পানির প্রধান শামীমা নাসরিন
বাংলাদেশে বন্ধ থাকা ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি ১৫ই অক্টোবর নতুন করে আবারও ব্যবসা শুরু করতে যাচ্ছে। আজ (বৃহস্পতিবার) এক সংবাদ সম্মেলনে একথা বলেছেন কোম্পানির চেয়ারপার্সন শামীমা নাসরিন। সংবাদ সম্মেলনে বারবার প্রশ্ন করা হয়েছে লাখ লাখ পাওনাদার তাদের টাকা কবে ফেরত পাবেন, কিন্তু পরিষ্কার করে উত্তর দেওয়া হয়নি।বাণিজ্য মন্ত্রণালয়ের হিসেবে গ্রাহক, মার্চেন্ট ও অন্যান্য সংস্থার কাছে ইভ্যালির দেনা সাড়ে পাঁচশ কোটি টাকার মতো।এখনো ঠিক নেই-ওনাদারদের অর্থ কবে পরিশোধ হবে এবং কিভাবে পরিশোধ হবে সেই প্রশ্নের উত্তরে কোম্পানির চেয়ারপার্সন তার লিখিত বক্তব্যে জানিয়েছেন, “পুরাতন ডেলিভারি এবং পেমেন্ট গেটওয়েতে আটকে থাকা টাকা রিফান্ড করার ক্ষেত্রে আমাদের যথাযথ পরিকল্পনা রয়েছে।” সূত্র: বিবিসি বাংলা ।
নিয়ন্ত্রণ হারিয়ে গাছে বাসের ধাক্কা, পুলিশসহ নিহত ৪
গোপালগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে এক পুলিশ সদস্যসহ চারজনের প্রাণ গেছে। আহত হয়েছে আরও অন্তত দশজন। গোপালগঞ্জ সদর থানার ওসি শেখ নাসির উদ্দীন জানান, শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া এলাকার ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনায় হতাহতরা সবাই বাসের যাত্রী।নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন- বরিশাল মেট্রোপলিটন পুলিশের রিজার্ভ অফিসের কনস্টেবল আব্দুল আলীম (২৫)।ওসি বলেন, চট্টগ্রাম থেকে বাগেরহাটের মোংলাগামী দিদার পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। সূত্র: বিডি নিউজ
চিনির দাম বাড়লেও কমেনি তেলের
চিনিতে ৬ টাকা বাড়িয়ে ও পাম তেলে ৮ টাকা কমিয়ে নতুন দর নির্ধারণ করে দিয়েছে সরকার। এর ফলে খোলা চিনি প্রতি কেজি ৯০ টাকা, সুপার পাম অয়েল প্রতি লিটার ১২৫ টাকা নির্ধারণ হয়েছে। এর আগেই প্রতি লিটার সয়াবিনে ১৪ টাকা কমিয়ে বোতলজাত সয়াবিন তেলের দাম ১৭৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
দাম পুনর্নির্ধারণের এ ঘোষণার পর বাজারে চিনির দাম বেড়েছে। তবে সয়াবিন তেল আগের মতোই চড়া দামে বিক্রি হচ্ছে। শুক্রবার (৭ অক্টোবর) বাজারে প্রতি কেজি খোলা চিনি ৯০ টাকায় এবং খোলা ও বোতলজাত সয়াবিন তেল ১৯০ টাকা দরেই বিক্রি হতে দেখা গেছে।এছাড়া দীর্ঘদিন ধরেই মাছ, ডিম ও সবজির দাম চড়া। সেগুলো আগের মতোই রয়েছে।শুক্রবার (৭ অক্টোবর) রাজধানীর মিরপুরে মুসলিম বাজার, ৬ নম্বর ও ১১ নম্বর বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে। সূত্র: জাগো নিউজ
ডিএসসিসির ভুলে ভরাট হচ্ছে অবশিষ্ট প্রাকৃতিক জলাধারটিও
রাজধানী ঢাকার বেশির ভাগ খাল-জলাশয় এরই মধ্যে দখলে নিয়েছে সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থা। আবাসন-শিল্পায়নের পাশাপাশি নানামুখী উন্নয়নকাজে দখল হয়েছে প্রাকৃতিক এসব জলাধার। এর মধ্যেও যে কয়টি খাল টিকে আছে সেগুলো দখলে-দূষণে বিপর্যস্ত। নগরের সংরক্ষণযোগ্য সর্বশেষ জলাধার অঞ্চলটিও হারাতে বসেছে সেটির প্রাকৃতিক বৈশিষ্ট্য। ক্রমেই আবাসিক ও বাণিজ্যিক অবকাঠামো গড়ে উঠতে শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭৫ নম্বর ওয়ার্ডে, যা একসময় নাসিরাবাদ ইউনিয়ন হিসেবে পরিচিত ছিল। অথচ ঢাকা মহানগরের বিশদ অঞ্চল পরিকল্পনা বা ড্যাপে এ এলাকাকে কৃষি ও জলাধার সংরক্ষণ এলাকা হিসেবে উল্লেখ করা হয়েছে। নগর বিশেষজ্ঞরা বলছেন, দুই বছর আগে সিটি করপোরেশনের ভুল পরিকল্পনায় নির্মিত সড়কের কারণেই রাজধানীর সংরক্ষণযোগ্য শেষ জলাভূমিটি এখন হুমকির মুখে। ঢাকা মহানগরের বিশদ অঞ্চল পরিকল্পনায় (২০২২-২০৩৫) বলা হয়েছে, রাজধানীর পানি নিষ্কাশন এবং জলাধার ও কৃষিকাজের জন্য সংরক্ষণযোগ্য এলাকা নাসিরাবাদ-ডেমরা অঞ্চল। এ অঞ্চলের জলাভূমি ও খালগুলো যেন কোনোভাবেই দখল না হয় সে বিষয়ে এতে একাধিকবার গুরুত্ব দেয়া হয়েছে। রাজধানীর জলাভূমি হিসেবে উল্লেখ করে এ এলাকাকে পরিকল্পিতভাবে কৃষি অঞ্চল হিসেবে গড়ে তোলার সম্ভাবনাও জানানো হয়েছে সর্বশেষ ড্যাপে। বণিক বার্তা
কুষ্টিয়া মেডিকেল কলেজ স্থাপন প্রকল্পে দুর্নীতি
জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি স্বাস্থ্য অধিদপ্তর
১০ বছরে বাস্তবায়ন ৬৩ শতাংশ আর্থিক অগ্রগতি ৪২ শতাংশ * নতুন মেয়াদ বৃদ্ধির প্রস্তাব নাকচ
ফের আলোচনায় বহুল সমালোচিত কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন প্রকল্প। নতুন করে মেয়াদ বৃদ্ধির প্রস্তাবে শুরু হয়েছে এই আলোচনা। প্রকল্পটিতে নানা অনিয়ম, দুর্নীতি এবং বাস্তবায়নে দেরি হওয়ার পেছনে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি স্বাস্থ্য অধিদপ্তর। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা এবং আইএমইডির তদন্তে সুপারিশের প্রায় এক বছর পেরিয়ে গেছে। এ অবস্থার পরিপ্রেক্ষিতে বিরক্তি প্রকাশ করেছে প্রকল্প স্টিয়ারিং কমিটি।ড়িতদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা দ্রুত জানাতে বলা হয়েছে। সেই সঙ্গে নতুন করে মেয়াদ বৃদ্ধির প্রস্তাব ভেটোর মুখে নাকচ করা হয়েছে। গত ৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত প্রকল্প স্টিয়ারিং কমিটির (পিআইসি) সভা সূত্রে এসব তথ্য জানা গেছে। ওই সভায় জানানো হয়, ১০ বছরে প্রকল্পটি বাস্তবায়ন হয়েছে ৬৩ শতাংশ এবং আর্থিক অগ্রগতি ৪২ শতাংশ। সূত্র: যুগান্তর
গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৪
খুলনা মহাসড়কের গোপালগঞ্জের চন্দ্রদিঘলিয়ায় দিদার পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে একজন পুলিশ সদস্যসহ ৪ জন নিহত ও কমপক্ষে ১০জন আহত হয়েছে।নিহতদের পুলিশ সদস্য হালিম বলে নিশ্চিত হওয়া গেছে।গোপিনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনস্পেকটর মো. সাব্বির আহমেদ এ তথ্য নিশ্চিত করে বলেছেন, ঢাকা থেকে ছেড়ে আসা দিদার পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস সকালে গোপালগঞ্জের চন্দ্রদিঘলিয়া পৌছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।এতে গাড়িটি পাশ্ববর্তী খাদে পড়ে ঘটনাস্থলে ৩ জন ও হাসপাতালে নেওয়ার পথে আরো একজনসহ মোট চারজন মারা যান।এ ঘটনায় কমপক্ষে ১০জন আহত হয়েছে। গুরুত্বর আহতদের গোপালগঞ্জ আড়াইশ বেড হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। সূত্র: চ্যানেল আই অনলাইন