জরুরিভাবে ৩০০ দলীয় ক্যাডারকে চাকরি দেয় বিএনপি-জামায়াত : জয়

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:১৫ পূর্বাহ্ণ, অক্টোবর ৮, ২০২২

সংগৃহীত ছবি-

জরুরিভাবে উপজেলা নির্বাচনি কর্মকর্তা নিয়োগের নামে ৩০০ দলীয় ক্যাডারকে চাকরি বিএনপি-জামায়াত সরকার দেয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য-প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

শুক্রবার (৭ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি।

ওই পোস্টে একটি ভিডিও সংযুক্ত করে ক্যাপশনে জয় লেখেন, ২০০৭ সালের ২২ জানুয়ারির সাজানো নির্বাচনকে কেন্দ্র করে জরুরিভাবে উপজেলা নির্বাচনি কর্মকর্তা নিয়োগের নামে ৩০০ দলীয় ক্যাডারদের চাকরি দেয় বিএনপি-জামায়াত সরকার।

তিনি আরও লেখেন, বাংলাদেশের ইতিহাসে পিএসসি-কে ব্যবহার করে এতে দ্রুত কোনো নিয়োগ ইতিহাসে কখনো হয়নি। কোনো পরীক্ষা ছাড়া সরাসরি তালিকার মাধ্যমে এই নিয়োগ দিয়ে পাবলিক সার্ভিস কমিশন এবং সরকারি চাকরিতে নিয়োগ প্রক্রিয়াকে কলঙ্কিত করে খালেদা জিয়ার সরকার।

ভিডিও সম্বলিত সজীব অয়াজেদ জয়ের ওই ফেসবুক পোস্টটি দেখতে ক্লিক করুন

Nagad