করোনায় দুজনের মৃত্যু, শনাক্ত ৪৬০

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৫:১৯ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০২২

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দুজন মারা গেছে। এ নিয়ে মৃতের সংখ্যা ২৯ হাজার ৩৮৬ জনে দাঁড়াল। এ সময়ে ৪৬০ জন নতুন করে শনাক্ত হয়েছে। এ পর্যন্ত দেশে করোনা রোগী শনাক্ত হয়েছে মোট ২০ লাখ ৩০ হাজার ৫৫০ জন।

আজ মঙ্গলবার (১১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে, করোনায় গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৫৬৪ জন। এ নিয়ে সর্বমোট করোনা থেকে সুস্থ হয়েছে ১৯ লাখ ৭১ হাজার ২০৩ জন। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার আট দশমিক ৮৬ শতাংশ।

এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৩ দশমিক ৬১ শতাংশ। সুস্থতার হার ৯৭ দশমিক শূন্য আট শতাংশ। করোনায় মৃত‌্যুর হার এক দশমিক ৪৫ শতাংশ।

প্রসঙ্গত, দেশে প্রথম করোনা সংক্রমণ ধরা পড়ে ২০২০ সালের ৮ মার্চ। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে করোনায় প্রথম একজনের মৃত্যু হয়।

Nagad