আজকের দিনের জাতীয় পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:৫৬ পূর্বাহ্ণ, অক্টোবর ১২, ২০২২

ডিসেম্বর পর্যন্ত এককভাবে, এরপর যুগপৎ আন্দোলনে যাবে বিএনপি

মাত্র এক মাসের মধ্যে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ১৬টি বড় ধরনের সমাবেশ করতে পেরে বিএনপি এখন বেশ উজ্জীবিত। এই সময়ের মধ্যে দলটির মোমবাতি প্রজ্বালন কর্মসূচিও সাড়া ফেলেছে। দলটির নীতিনির্ধারকদের দৃষ্টি এখন ঢাকার বাইরে। আজ ১২ অক্টোবর চট্টগ্রাম শহরে বিভাগীয় জনসভায় বড় ধরনের জনসমাগম ঘটাতে চায় বিএনপি। এর মধ্য দিয়ে প্রায় দুই মাসব্যাপী বিভাগীয় সমাবেশের কর্মসূচি শুরু করতে যাচ্ছে দলটি, যা শেষ হবে ১০ ডিসেম্বর ঢাকার মহাসমাবেশ দিয়ে। এরপর ‘যুগপৎ’ আন্দোলনের কর্মসূচিতে যেতে চায় বিএনপি।তবে সামনের দিনগুলোতে বিএনপির কর্মসূচিতে ক্ষমতাসীন দল ‘বাধা-হামলা’ করতে পারে—এমন আশঙ্কা করছেন নেতারা। পাশাপাশি নিজেদের কোনো ‘ভুলে’ মাঝপথে আন্দোলন পথ হারায় কি না, সে শঙ্কাও রয়েছে দলটির নীতিনির্ধারকদের মধ্যে। বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের চারজন নেতা জানান, জ্বালানি তেলসহ নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং পুলিশের গুলিতে দলের নেতা-কর্মীদের হত্যার প্রতিবাদে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত সব রাজনৈতিক কর্মসূচি একাই পালন করবে বিএনপি। এসব কর্মসূচির ফাঁকে ফাঁকে সরকারবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফার সংলাপ শেষ করে আনা হবে। সূত্র: প্রথম আলো

আগেই তেতে ছিলেন ডিসিরা

আসন্ন জাতীয় নির্বাচনে কিছু সংসদীয় আসনে নির্বাচন কমিশনের (ইসি) নিজস্ব কর্মকর্তাদের রিটার্নিং অফিসার নিয়োগের পরিকল্পনার কথা জানায় ইসি। ইসির নিজস্ব কর্মকর্তাদেরও পারিবারিক বৃত্তান্ত ও রাজনৈতিক সম্পৃক্ততাসহ মতাদর্শের বিষয়ে তথ্যও সংগ্রহ করা শুরু হয়। এত বছর জেলা প্রশাসকরাই রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এর মধ্যেই জেলা পরিষদ নির্বাচনে ক্ষমতাসীন দলের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ এনে রিটার্নিং অফিসারের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) মমিনুর রহমানকে।তাঁর পরিবর্তে রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ পান চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান। সূত্র: কালের কণ্ঠ

আগস্ট-সেপ্টেম্বরে মূল্যস্ম্ফীতি বেড়ে ৯ শতাংশের বেশি
বিবিএসের পরিসংখ্যান প্রকাশ

গত আগস্ট-সেপ্টেম্বরে পণ্য ও সেবার মূল্যবৃদ্ধির হার বা মূল্যস্ম্ফীতি ৯ শতাংশের ঘর ছাড়িয়ে গেছে। আগস্টে পয়েন্ট টু পয়েন্টভিত্তিক মূল্যস্ম্ফীতি ছিল ৯ দশমিক ৫১ শতাংশ। সেপ্টেম্বরে কিছুটা কমে ৯ দশমিক ১ শতাংশে দাঁড়িয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রতিবেদন থেকে এ তথ্য জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রী। গতকাল মঙ্গলবার পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পয়েন্ট টু পয়েন্ট মূল্যস্ম্ফীতি হচ্ছে, আগের বছরের নির্দিষ্ট কোনো মাসের ভোক্তা মূল্যসূচকের তুলনায় পরের বছর একই মাসে ওই সূচক যতটুকু বাড়ে, তার শতকরা হার। বিবিএসের পরিসংখ্যান বিশ্নেষণে দেখা যায়, আগস্টে মূল্যস্ম্ফীতি ১১ বছরের মধ্যে সর্বোচ্চ। এর আগে ২০১১ সালের মে মাসে সর্বোচ্চ ১০ দশমিক ২০ শতাংশ মূল্যস্ম্ফীতির রেকর্ড ছিল। সূত্র: সমকাল

Nagad

ডলার সংকট
এলসি খুলছে না ব্যাংক উড়োজাহাজের বিজনেস ক্লাসও ফাঁকা নেই

ডলার সংকটে আমদানির ঋণপত্র (এলসি) খোলা প্রায় বন্ধ করে দিয়েছে দেশের অনেক ব্যাংক। নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানিতেও এলসি খুলতে অপারগতা প্রকাশ করছে ব্যাংকগুলো। ২-৩ লাখ ডলারের এলসি খুলতেও ভয় পাচ্ছেন ব্যাংক কর্মকর্তারা। ডলার নিয়ে ব্যাংকারদের আতঙ্কের মধ্যেও বাংলাদেশীদের বিদেশ যাত্রা বেড়েই চলছে। এমনকি বিদেশগামী উড়োজাহাজগুলোর ব্যয়বহুল বিজনেস ক্লাসেও আসন ফাঁকা থাকছে না। গত এক বছরে বাংলাদেশীদের বিদেশ যাত্রা অস্বাভাবিক হারে বেড়েছে। দেশী-বিদেশী প্রায় ৩০টি এয়ারলাইনস প্রতিষ্ঠান বর্তমানে বাংলাদেশ থেকে ফ্লাইট পরিচালনা করছে। এসব ফ্লাইটের কোনোটিতেই আসন ফাঁকা থাকছে না। টিকিটের দাম প্রায় দ্বিগুণ হলেও বাংলাদেশীদের বিদেশ যাত্রা কমছে না। উল্টো বাংলাদেশী ধনীদের জন্য সম্প্রতি উচ্চমূল্যের ‘প্রথম শ্রেণী’র আসন চালু করেছে অভিজাত তিন এয়ারলাইনস। এর মধ্যে দুবাইভিত্তিক এমিরেটস দিনে দুটি ফ্লাইটে প্রথম শ্রেণীর সেবা দিচ্ছে। আর প্রতিদিন একটি ফ্লাইটে প্রথম শ্রেণীর সেবা দিচ্ছে কুয়েত এয়ারলাইনস। সম্প্রতি বাংলাদেশীদের জন্য প্রথম শ্রেণীর চেয়েও বিলাসবহুল ‘কিউ সুইট’ সেবা চালু করেছে কাতার এয়ারওয়েজ। অভিজাত এ বিমান চলাচল সংস্থাটির কিউ সুইটেও কোনো আসন ফাঁকা থাকছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সূত্র: বণিক বার্তা।

গ্যাস সংকটে উৎপাদন অর্ধেক, দ্রুত পরিত্রাণ নেই
দিনের বেলায় গ্যাসের প্রেসার ভালোই থাকে, কিন্তু, বিদ্যুৎ বিভ্রাটের কারণে বন্ধ রাখতে হয় কারখানা। আর রাতে বিদ্যুৎ ফিরলেও, নেমে যায় গ্যাস প্রবাহের চাপ। এই পরিস্থিতি চলছে দেশের সিরামিক শিল্পে, যেখানে উৎপাদন ইউনিটগুলি সচল রাখতে ৫০০ থেকে ১৫০০ ডিগ্রী সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উৎপন্ন করে সিরামিক টাইলস বা ব্রিক তৈরির ক্লে পোড়াতে হয়।এর চেয়ে ভালো পরিস্থিতি নয়- গ্যাস-নির্ভর স্টিল রিরোলিং মিলসের মতো শিল্পেও। তাদের চুল্লিগুলিতে ৯০০- ২,০০০ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা প্রয়োজন হলেও, গ্যাসের প্রেসার পাচ্ছে দরকারের চেয়ে ২৫-৫০ শতাংশ কম। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।

বিবাহ: বাংলাদেশে বিধবা মা কিংবা বিপত্নীক বাবার বিয়ে, পরিবার ও সমাজ কতটা প্রস্তুত

বাংলাদেশের পুরুষদের মধ্যে অনেকে একাধিক বিয়ে করলেও স্বামী বা স্ত্রী মারা যাওয়ার পর পরিবার, সন্তান কিংবা সমাজের কথা চিন্তা করে অনেক নারী বা পুরুষই দ্বিতীয় বিয়ে করতে চান না। বিশেষ করে নারীদের অনেক ক্ষেত্রেই একাকীত্ব নিয়েই দীর্ঘ জীবন কাটাতে হয়।আবার কোন কোনো ক্ষেত্রেই মায়ের মৃত্যু আগে হলে সন্তানরাই বাবার পুনরায় বিয়ে করাকে মেনে নেন না আর বাবার মৃত্যু আগে হলে মায়ের বিয়ের বিষয়টি সাধারণত সন্তানরা বিবেচনাতেই নেন না।তবে সাম্প্রতিককালে দু একটি ক্ষেত্রে সন্তানরা তাদের একা হয়ে পড়া মায়ের বিয়ের উদ্যোগ নিয়ে যেমন প্রশংসিত হয়েছেন আবার সমালোচনাও এসেছে আত্মীয় স্বজনের দিক থেকেই। সামাজিক মাধ্যমেও প্রশংসার পাশাপাশি আক্রমণাত্মক অনেক মন্তব্যও এসেছে।সম্প্রতি জান্নাতুল ফেরদৌস লিজা নামের একজন ফেসবুকে পোস্ট দিয়ে তাদের মায়ের বিয়ের খবর দিয়েছিলেন। তিনি লিখেছিলেন, “আজ আমাদের মায়ের বিয়ে। আমরা ২ বোন, আমার হাজবেন্ড এবং পরিবারের কয়েকজন সদস্য মিলে হাসিমুখে আমার মায়ের বিয়ে দিয়েছি। কিছুদিন আগে আমার বিয়ের ১ বছর পূর্ণ হলো। আমার মা একা হাতে যতটুকু সম্ভব ছিল ততটুকু করেই আমাকে নতুন সংসারে পাঠিয়ে নিজে সম্পূর্ণ একা হয়ে পরেছিলেন কারণ তার স্বামীও নেই, ছেলেও নেই, বড় ভাই নেই, এবং বাবাও নেই। মোটকথা, তাকে নিরাপত্তা দেয়ার অথবা একান্তে কিছু কষ্ট ভাগ করে নেয়ার তেমন কোনো মানুষ ছিল না। তাই আজ আমরা আমার মাকে নতুন একটা সংসার দিলাম”। সূত্র: বিবিসি বাংলা।

ফের জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের সদস্য হলো বাংলাদেশ

ফের জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের (ইউএনএইচআরসি) সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ। ২০২৩-২৫ মেয়াদে বাংলাদেশ এ দায়িত্ব পালন করবে। মঙ্গলবার (১১ অক্টোবর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত নির্বাচনে ১৮৯টি ভোটের মধ্যে ১৬০ ভোট পেয়ে জয়লাভ করে বাংলাদেশ।পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের এ ফল জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে মানবাধিকারের প্রচার ও সুরক্ষায় বাংলাদেশের অব্যাহত প্রচেষ্টা ও অঙ্গীকারের আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বীকৃতির সুস্পষ্ট বহিঃপ্রকাশ।বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এটি বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতিকে নেতিবাচকভাবে চিত্রিত করার লক্ষ্যে দেশে ও বিদেশে রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত কতিপয় ব্যক্তির দ্বারা মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে চলমান স্মারক প্রচারণাকে মিথ্যা প্রমাণ করে। সূত্র: জাগো নিউজ

যুক্তরাষ্ট্রের গণতন্ত্রেও দুর্বলতা আছে: মোমেন

গণতন্ত্র নিয়ে বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের ছবক দেওয়া বন্ধ করে কূটনীতিকরা শিষ্টাচার মেনে চলবেন বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।এই প্রসঙ্গে তিনি বলেছেন, বাংলাদেশে গণতান্ত্রিক চর্চায় দুর্বলতা থাকতে পারে, আর সেটা যুক্তরাষ্ট্রেও রয়েছে। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে যুক্তরাষ্ট্রের বক্তব্য শুনতে চাওয়া ঔপনিবেশিক মানসিকতার প্রকাশ বলেও মন্তব্য করেছেন মোমেন।বাংলাদেশের জাতীয় নির্বাচনের এক বছরের বেশি সময় বাকি থাকতে রাজনৈতিক অঙ্গনে তা নিয়ে আলোচনা রয়েছে। এর মধ্যে রাজনৈতিক দল ও বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে ঢাকায় অবস্থানরত কূটনীতিকদের আলোচনায়ও আসছে নির্বাচন প্রসঙ্গ। সূত্র: বিডি নিউজ

আল-আমিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন স্ত্রীর

একসঙ্গে বসবাসের অধিকার, মাসিক ভরণ-পোষণ ও সন্তানদের খরচ দাবি করে স্ত্রী ইসরাত জাহানের মামলায় ক্রিকেটার আল আমিন হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে। বুধবার (১২ অক্টোবর) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. তোফাজ্জল হোসেনের আদালতে আল-আমিনের জবাবদাখিলের জন্য দিন ধার্য ছিল। এদিন আল-আমিন আদালতে উপস্থিত না হওয়ায় তার আইনজীবী সময়ের আবেদন দাখিল করেন।অপরদিকে তার গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেন। শুনানি শেষে আদালত এবিষয় আদেশ পরে দেবেন বলে জানান। এর আগে ৬ অক্টোবর ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. তোফাজ্জল হোসেনের আদালতে আল-আমিন স্ত্রী ইসরাত জাহানকে তালাক দিয়েছেন বলে লিখিত জবাব দাখিল করেন। আল-আমিন বৈবাহিক সম্পর্কের তিক্ততা বৃদ্ধি ও অনৈতিক কার্যকলাপের অভিযোগ তুলেছেন স্ত্রীর বিরুদ্ধে। এ বিষয় শুনানির জন্য ১২ অক্টোবর দিন ধার্য করেন আদালত। তবে তালাকের বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন আল-আমিনের স্ত্রী ইসরাত জাহান। সূত্র: জাগো নিউজ

ডিজিটাল হুন্ডিতে সর্বনাশ

ডিজিটাল হুন্ডি সর্বনাশ ডেকে আনছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে। ব্যাংকিং খাতে বৈদেশিক মুদ্রা পাচারের নিরাপদ মাধ্যম এখন ডিজিটাল হুন্ডি। এসব অর্থ পাচারে সরাসরি জড়িত থাকার অভিযোগ রয়েছে মোবাইল ফিন্যানশিয়াল প্রতিষ্ঠান ‘বিকাশ’, ‘রকেট’, ‘উপায়’, ‘নগদ’-এর বিরুদ্ধে। প্রতিষ্ঠানগুলো মধ্যপ্রাচ্য, সিঙ্গাপুর, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, ইউরোপ, আমেরিকাসহ বিভিন্ন দেশের প্রবাসীদের টার্গেট করে এ তৎপরতা চালাচ্ছে। গত এক বছরেই ডিজিটাল হুন্ডির মাধ্যমে পাচার হয়েছে ৭৫ হাজার কোটি টাকা। প্রবাসীদের লোভনীয় সুবিধা দেওয়ার প্রলোভন দিয়ে বিকাশ, রকেট, উপায়, নগদ তাদের মাধ্যমে টাকা পাঠাতে উদ্বুদ্ধ করে। বাংলাদেশ ব্যাংক থেকে একাধিকবার সতর্ক করা, এমনকি শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার পরও বন্ধ হচ্ছে না প্রতিষ্ঠানগুলোর অবৈধ এ তৎপরতা। ফলে দেশে আসছে না আশানুরূপ রেমিট্যান্স। গত সেপ্টেম্বরে ১৫৩ কোটি ৯৫ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে, যা গত সাত মাসের মধ্যে সর্বনিম্ন। সিআইডির তদন্তে বলা হয়েছে, গত এক বছরে ডিজিটাল হুন্ডিতে পাচার হয়েছে ৭ দশমিক ৮ বিলিয়ন ডলার। মোবাইল ফোনে আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠানের ৫ হাজার এজেন্টের মাধ্যমে এসব টাকা পাচার হয়েছে। হুন্ডিতে জড়িতরা বেছে নিয়েছেন বিকাশ, রকেট, উপায়, নগদের অ্যাপ। এসব অ্যাপের মাধ্যমে চলে হুন্ডির লেনদেন। শুধু হুন্ডির লেনদেনই নয়, বিভিন্ন গেমিং, জুয়া খেলার জন্য ব্যবহার হয় এসব মোবাইল ব্যাংকিংয়ের অ্যাপ। অনলাইনে বৈদেশিক মুদ্রার বাণিজ্যের মাধ্যমে পাচার হচ্ছে নগদ ডলার। এতে কমছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। সম্প্রতি ডিজিটাল হুন্ডির মাধ্যমে মুদ্রা পাচারে সুনির্দিষ্ট কিছু অভিযোগের প্রমাণ পেয়েছে পুলিশের সিআইডি ও বাংলাদেশ ফিন্যানশিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। সূত্র; বিডি প্রতিদিন।