চুয়াডাঙ্গায় বাড়ছে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা
চুয়াডাঙ্গায় সদর হাসপাতালে বেড়েছে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা। গত এক সপ্তাহে (০৫ অক্টোবর থেকে ১২ সেপ্টেম্বর, বিকাল ৫ টা পর্যন্ত) ডায়রিয়ায় আক্রান্ত হয়ে সদর হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে ভর্তি থেকে চিকিৎসা নিয়েছেন নারী-পুরুষ ও শিশুসহ ১৫৭ জন রোগী। ডায়রিয়া আক্রান্ত এসব রোগীর অধিকাংশই শিশু। এছাড়া প্রতিদিন বহির্বিভাগে চিকিৎসা নিচ্ছেন শতাধিক ডায়রিয়া আক্রান্ত রোগী। তারা তীব্র পানিশূন্যতা সহ বিভিন্ন উপসর্গ নিয়ে হাসপাতালে আসছেন চিকিৎসা নিতে।
সরেজমিনে দেখা গেছে, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ডায়রিয়ার ওয়ার্ডে রোগীর চাপ বাড়ার কারণে জায়গা সংকটে অনেকেই ডায়রিয়া ওয়ার্ডের বারান্দায়, মেঝেতে বিছানা করে চিকিৎসা নিচ্ছেন। অন্যান্য রোগীর পাশাপাশি ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যাওয়ার কারণে চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক ও নার্সদের।


চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. আসাদুর রহমান মালিক খোকন বলেন, আবহাওয়া পরিবর্তনজনীত কারণে কয়েক দিন ধরে ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। অস্বাস্থ্যকর খাবার ও অনিরাপদ পানি পান করায় এই রোগের প্রাদুর্ভাব বেড়ে যায়। শিশুরা বাইরের খাবার বেশি খায় তাই শিশুরা বেশি আক্রান্ত বেশি হয়। শিশুরা যাতে বাইরের খাবার না খায় সেদিকে খেয়াল রাখতে হবে। সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এ রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. এএসএম ফাতেহ আকরাম বলেন, হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। রোগীদের চিকিৎসা প্রদানের জন্য পর্যাপ্ত পরিমাণ স্যালাইন ও প্রয়োজনীয় ওষুধ মজুদ আছে। জনবল সংকট হলেও চিকিৎসক ও নার্সরা রোগীদের সেবা করে যাচ্ছেন।