আজকের দিনের জাতীয় পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:২৭ পূর্বাহ্ণ, অক্টোবর ১৩, ২০২২

লোডশেডিং, মূল্যস্ফীতির মধ্যে বিদ্যুতের মূল্যবৃদ্ধি নিয়ে দুশ্চিন্তা

গ্যাসের দাম বেড়েছে জুনে। আগস্টে রেকর্ড বাড়ানো হয়েছে জ্বালানি তেলের দাম। বাজারে নিত্যপণ্যের দাম চড়া। বেড়ে গেছে মূল্যস্ফীতি। এর মধ্যে দিনে-রাতে বিদ্যুৎ নিয়ে ভুগছে মানুষ। এখন প্রতিদিন চার থেকে পাঁচবার বিদ্যুৎ চলে যাচ্ছে ঢাকাতেই। ঢাকার বাইরে গ্রাম এলাকার পরিস্থিতি আরও খারাপ। এমন পরিস্থিতিতে বিদ্যুতের দাম বাড়ানোর আলোচনায় দুশ্চিন্তায় ভোক্তারা। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, জীবনযাত্রার ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে দেশের মানুষ। সরকারি হিসাবে মূল্যস্ফীতি ৯ শতাংশ ছাড়িয়ে গেছে। গত মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাজার তদারকি আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে বিদ্যুতের দাম বাড়ানো হলে সব জিনিসের দাম আরও বেড়ে যাবে। পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম নিয়ে আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় সিদ্ধান্ত ঘোষণা করার কথা। এটি ঘোষণা করবে এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) দাম বাড়ানোর প্রস্তাব নিয়ে প্রায় পাঁচ মাস আগে শুনানি করেছিল বিইআরসি। ওই সময়ে দাম বাড়ানোর তীব্র বিরোধিতা করেছেন ভোক্তা অধিকার সংগঠন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এবং বিভিন্ন খাতের ব্যবসায়ী প্রতিনিধিরা। সূত্র: প্রথম আলো

ডিভাইস আসক্তিতে বাড়ছে শিশুদের চোখের অসুখ

পঞ্চম শ্রেণির শিক্ষার্থী অর্পিতা। এই শিশু বয়সেই তার চোখে সমস্যা। দূরের জিনিস ঝাপসা দেখে। এ জন্য বাবার হাত ধরে চিকিৎসা নিতে এসেছে।গতকাল বুধবার রাজধানীর জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে অর্পিতার মতো বেশ কিছু শিশুকে চোখের সমস্যার কারণে চিকিৎসা নিতে দেখা যায়। অর্পিতার বাবা রাকিব হাসান কালের কণ্ঠকে বলেন, ‘চার বছর বয়স থেকে মাইয়োপিয়া বা চোখের ক্ষীণদৃষ্টি রোগে ভুগছে অর্পিতা। স্কুলের ক্লাস করার সময় পেছনে বসলে বোর্ডের লেখা ঝাপসা দেখত। আমরা ওকে চিকিৎসকের কাছে নিয়ে যাই। চিকিৎসক তখন ওর এই সমস্যা শনাক্ত করেন। ’ সূত্র: কালের কণ্ঠ

সাকিব-লিটনে লড়াকু পুঁজি বাংলাদেশের
নিয়মরক্ষার ম্যাচ বলে এই ম্যাচে বাংলাদেশের হারানোর কিছু নেই। পুরো সিরিজটিই ছিল বাংলাদেশের জন্য পরীক্ষা-নিরীক্ষার। এমন ম্যাচে সাকিব-লিটনের ব্যাটে লড়াকু পুঁজি পেয়েছে বাংলাদেশ। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৭৩ রান। ফলে জিততে হলে পাকিস্তানকে তুলতে হবে ১৭৪ রান। ত্রিদেশীয় সিরিজে প্রথম জয় পেতে এই রানেই পাকিস্তানকে আটকাতে হবে বাংলাদেশের।টস জিতে ব্যাট করতে এসে ইনিংসের শুরু থেকেই নড়বড়ে ছিলেন শান্ত। প্রথম রানের জন্য খেলেছেন ৯ বল। বেশিক্ষণ টিকতেও পারেননি তিনি। ষষ্ঠ ওভারে ওয়াসিমের বলে উইকেটকিপার রিজওয়ানকে ক্যাচ দেন নাজমুল। ১৫ বলে ১২ রানে ফিরলেন এই ওপেনার। এর আগে দলকে হতাশ করে ৪ রান করে ফেরেন আরেক ওপেনার সৌম্য সরকার। তৃতীয় উইকেট জুটিতে দলনেতা সাকিবকে নিয়ে দুর্দান্ত ব্যাট করেন ওপেনার লিটন। এ সময় দুজন মিলে মাত্র ৫৫ বলে গড়েন ৮৮ রানের জুটি। তাতেই বড় সংগ্রহের ভিত পেয়ে যায় দল। ব্যক্তিগত অর্ধশতক পূরণের পর ৬৯ রানে আউট হয়েছেন লিটন। মাত্র ৪২ বলে খেলা তার এই ইনিংসটি ছয়টি চার ও দুটি ছয়ে সাজানো। সূত্র: সমকাল

গাইবান্ধা-৫ উপনির্বাচনে একতরফা প্রভাব-অনিয়ম
পুরো আসনের ভোট বন্ধ
সিসি ক্যামেরায় সহকারী প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তাদেরও ইভিএমে ভোট দিতে দেখা গেছে * ভোটগ্রহণ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। কোনো একটি পক্ষ বা কোনো একজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী প্রভাবিত করতে পারছেন। ফলে আমাদের কাছে মনে হয়েছে ইমপার্শিয়ালি ফেয়ারলি ভোটগ্রহণ হচ্ছে না-সিইসি

Nagad

দিনভর কেন্দ্রে কেন্দ্রে একতরফা প্রভাব বিস্তার ও ব্যাপক অনিয়মের অভিযোগে গাইবান্ধা-৫ সংসদীয় আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ বন্ধ করে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বেশিরভাগ কেন্দ্রে ভোটগ্রহণ শুরুর পর থেকেই একজনের ভোট আরেকজন দিয়েছেন এবং পক্ষপাতমূলক আচরণ করেছেন নির্বাচন কর্মকর্তারা। পাশাপাশি গোপনকক্ষে একাধিক ব্যক্তির উপস্থিতি ও সরকারদলীয় প্রার্থীর এজেন্টদের নিয়মের বাইরে গিয়ে তৎপরতা চালানোর অভিযোগ এনে পুরো আসনের ভোট বন্ধ করা হয়। ভোটকেন্দ্রে স্থাপিত সিসি ক্যামেরার সরাসরি লাইভ ফুটেজ ইসিতে বসে দেখার পর ভোট বন্ধের এ সিদ্ধান্ত নেওয়া হয়। বুধবার এ উপনির্বাচনের ভোটগ্রহণ শুরুর ছয় ঘণ্টা পর দুপুর সোয়া ২টার দিকে সব কেন্দ্রের ভোট একসঙ্গে বন্ধে ইসির সিদ্ধান্তের কথা জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। বিকালে এ উপনির্বাচনের ভোট বন্ধের বিষয়ে ইসির সিদ্ধান্ত রিটার্নিং কর্মকর্তাকে চিঠি দিয়ে জানানো হয়। বিকাল ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার সময় নির্ধারিত ছিল। সূত্র: যুগান্তর

রেমিট্যান্স প্রবাহ
শীর্ষ দশ দেশের ছয়টিই এখন মধ্যপ্রাচ্যের

শ্রমিক হিসেবে বাংলাদেশীদের বিদেশ যাত্রার শুরুটা সত্তরের দশকে। ওই সময় বিদেশে বাংলাদেশীদের শ্রমবাজার বলতে ছিল কেবলই মধ্যপ্রাচ্য। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, ওমান, বাহরাইন, লিবিয়া ছিল বাংলাদেশী শ্রমিকদের প্রধান গন্তব্য। সেটি স্বাধীনতা-পরবর্তী সময়ের কথা। ধীরে ধীরে এ তালিকায় যুক্ত হয়েছে লেবানন, জর্দান, ইরাক, ব্রুনাইয়ের মতো মধ্যপ্রাচ্যের দেশ। জ্বালানি তেল সমৃদ্ধ এ দেশগুলো থেকে প্রবাসী বাংলাদেশীদের পাঠানো রেমিট্যান্সে উত্থান-পতন হয়েছে। এর পরও বাংলাদেশের রেমিট্যান্সের প্রধান উৎস ধরে রেখেছে মধ্যপ্রাচ্য।বিদেশে বাংলাদেশীদের সর্ববৃহৎ বাজার হলো সৌদি আরব। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) তথ্য অনুযায়ী, ১৯৭৬ সাল থেকে এখন পর্যন্ত মোট ১ কোটি ৪৫ লাখ ৮ হাজার বাংলাদেশী সংস্থাটির ছাড়পত্র নিয়ে বিদেশ গিয়েছেন। এর মধ্যে ৫১ লাখ ৮২ হাজারই গিয়েছেন সৌদি আরবে। অর্থাৎ, বাংলাদেশ থেকে বিদেশগামী শ্রমিকদের ৩৫ দশমিক ৭২ শতাংশের গন্তব্য ছিল সৌদি। পুরুষদের পাশাপাশি নারী শ্রমিকদের প্রধানতম গন্তব্যও মধ্যপ্রাচ্যের সমৃদ্ধ অর্থনীতির দেশটি। ২০২১-২২ অর্থবছরে বাংলাদেশে মোট ২ হাজার ১০৩ কোটি বা ২১ বিলিয়ন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশী মুদ্রায় এ অর্থের পরিমাণ প্রায় ১ লাখ ৮৯ হাজার কোটি টাকা (প্রতি ডলার ৯০ টাকা দরে)। বিপুল এ অর্থের ২২ শতাংশের উৎস ছিল সৌদি আরব। শুধু সৌদি থেকেই গত অর্থবছরে ৪৫৪ কোটি ডলার রেমিট্যান্স বাংলাদেশে এসেছে। ২০২১-২১ অর্থবছরে সৌদি প্রবাসী বাংলাদেশীদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ ছিল ৫৭২ কোটি ডলার। ওই অর্থবছরে দেশে মোট ২৪ দশমিক ৭৭ বিলিয়ন ডলারের রেমিট্যান্স এসেছিল। এর মধ্যে সৌদি আরব প্রবাসী বাংলাদেশীদের অবদান ছিল ২৩ শতাংশেরও বেশি। সূত্র: বণিক বার্তা ।

বাংলাদেশি পাটপণ্যে আরও ৫ বছরের জন্য অ্যান্টি-ডাম্পিং শুল্কারোপ চায় ভারত
বাংলাদেশের পাটপণ্য রপ্তানির ওপর আরও পাঁচ বছরের জন্য অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপ করতে ভারতের অর্থ মন্ত্রণালয়কে সুপারিশ করেছে দেশটির ডিরেক্টরেট জেনারেল অভ ট্রেড রেমিডিস (ডিজিটিআর) নামক অধিদপ্তর। নতুন মেয়াদেও আগের হারেই শুল্কারোপের সুপারিশটি গেজেট প্রজ্ঞাপন হিসেবে গত ১০ অক্টোবর ডিজিটিআর- এর ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এ বিষয়ে করণীয় নির্ধারণে পাটপণ্যের রপ্তানিকারকদের সঙ্গে আলোচনা শুরু করেছে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়।ডিজিটিআর বাংলাদেশ ও নেপালের পাটপণ্যের উপর আগের হারে অ্যান্টি-ডাম্পিং শুল্কারোপ করে গেজেট প্রজ্ঞাপন জারির দিন থেকে পরবর্তী পাঁচ বছরের জন্য তা বহাল রাখতে ভারতের অর্থ মন্ত্রণালয়কে অনুরোধ করেছে।তবে দেশটির অর্থ মন্ত্রণালয় এখনও আনুষ্ঠানিক কোনো প্রজ্ঞাপন দেয়নি। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।

নির্বাচন: ব্যাপক অনিয়মের অভিযোগে গাইবান্ধার একটি আসনে ভোট বাতিল করলো নির্বাচন কমিশন

বাংলাদেশের উত্তরাঞ্চলীয় জেলা গাইবান্ধা একটি আসনের উপ-নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগে ভোটগ্রহণ বাতিল করে দিয়েছে নির্বাচন কমিশন। সকাল থেকে শুরু হওয়া এই নির্বাচনে অনিয়মের কারণে একের পর এক কেন্দ্রে ভোট বাতিল করা হয়। একপর্যায়ে দেখা যায় যতগুলো ভোটকেন্দ্র আছে সেখানে তার এক তৃতীয়াংশ কেন্দ্রেই ভোট বাতিল করতে হয়েছে। এসব ভোটকেন্দ্রে ভোট দেয়ার গোপন কক্ষে নানা অনিয়মের অভিযোগ ওঠে। অনেক জায়গাতেই একজনের ভোট আরেকজন দেয়ার অভিযোগ আছে। সূত্র: বিবিবি বাংলা।

দুর্যোগ প্রশমন: বিরূপ আবহাওয়ার অভিজ্ঞতা কাজে লাগানোর পরামর্শ

চলতি বছরের জুনে দেশের উত্তর-পূর্বাঞ্চল ও সীমান্ত উজানে ভারী বর্ষণ বন্যা ডেকে আনলেও জুলাই-অগাস্টে অনাবৃষ্টির সঙ্গে ছিল দীর্ঘ সময়ের তাপপ্রবাহ; সেপ্টেম্বরে কিছুটা বৃষ্টিপাত হলেও অক্টোবরে ভ্যাপসা গরমের দুর্ভোগ কাটছে না।আবহাওয়াবিদরা বলছেন, এ বছর তিনটি বিষয় প্রকট ছিলম সেগুলো নতুন মাত্রা পাচ্ছে। আবহাওয়ায় এমন অস্বাভাবিক আচরণ এখন বাড়ছে; সেই সঙ্গে বাড়ছে অতিবৃষ্টি ও অনাবৃষ্টির ক্ষতি। বৈরী আবহাওয়ার এই প্রভাব ফসল উৎপাদনসহ সার্বিক অর্থনীতিতে পড়ার কথা জানিয়ে তারা বলেছেন, আগামী কয়েক বছর এমন চললে দুর্ভোগ আরও বাড়বে। সূত্র: বিডি নিউজ

 

রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করলে জবাব দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র

ইউক্রেন যুদ্ধে রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করলে যুক্তরাষ্ট্র তার জবাব দিতে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্রের সম্প্রচারমাধ্যম সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এমন হুঁশিয়ারি দেন। সাক্ষাৎকারে সিএনএন বাইডেনকে জিজ্ঞাসা করে যে, ইউক্রেনে যুক্তরাষ্ট্র এবং ন্যাটোর জন্য সীমা রেখা কী এবং পুতিন যদি ইউক্রেনের একটি পারমাণবিক প্ল্যান্ট বোমা ফেলে তাহলে ওয়াশিংটন কী করবে?র জবাবে বাইডেন বলেন, আমরা কী করব বা করব না তা নিয়ে কথা বলা আমার জন্য দায়িত্বজ্ঞানহীন হবে। ইন্দোনেশিয়ায় হতে যাওয়া জি-২০ সম্মেলনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করবেন কিনা এমন প্রশ্নের জবাবে বাইডেন বলেন, এতে শর্ত থাকবে। যদি মার্কিন বাস্কেটবল তারকা ব্রিটনি গ্রিনারের আলোচনা করতে চান পুতিন তাহলে বসা যাবে। সূত্র: বাংলানিউজ

 

নাইজেরিয়ায় দশকের ‘ভয়াবহতম’ বন্যায় ৫০০ জনের মৃত্যু, ঘরছাড়া ১৪ লাখ

নাইজেরিয়ায় সাম্প্রতিক বন্যায় এ পর্যন্ত অন্তত ৫০০ জনের মৃত্যু হয়েছে। বাস্তুচ্যুত হয়েছেন ১৪ লাখের বেশি মানুষ। নষ্ট হয়ে গেছে বিপুল পরিমাণ ফসল। গত এক দশকের মধ্যে দেশটিতে এমন ধ্বংসাত্মক বন্যা আর দেখা যায়নি। খবর এএফপির।প্রবল বৃষ্টিপাত এবং দুর্বল অবকাঠামোর কারণে সৃষ্ট বন্যায় নাইজেরিয়ার বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়েছে। এর প্রভাবে আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশটিতে খাদ্য নিরাপত্তাহীনতা ও মূল্যস্ফীতি পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নাইজেরিয়ার মানবিক বিষয়ক মন্ত্রণালয় গত মঙ্গলবার (১১ অক্টোবর) বলেছে, বন্যায় ১৪ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। মারা গেছেন প্রায় ৫০০ জন, আহত হয়েছেন আরও ১ হাজার ৫৪৬ জন। এছাড়া ৪৫ হাজার ২৪৯টি বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। নষ্ট হয়েছে ৭০ হাজার ৫৬৬ হেক্টর জমির ফসল।জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র মানজো এজেকিয়েল গত বুধবার বলেছেন, প্রাপ্ত এসব পরিসংখ্যান মূলত গত সপ্তাহান্তের। তিনি বলেন, যদিও বর্ষাকাল জুনের কাছাকাছি শুরু হয়েছে, তবে বেশিরভাগ মৃত্যু ও বাস্তুচ্যুত হওয়ার ঘটনা শুরু হয়েছিল আগস্ট-সেপ্টেম্বরের দিকে। সূত্র: জাগো নিউজ