আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:২২ পূর্বাহ্ণ, অক্টোবর ১৩, ২০২২

ইউক্রেনকে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা দেবে ন্যাটো মিত্ররা

ইউক্রেনকে আধুনিক আকাশ প্রতিরক্ষাব্যবস্থা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ন্যাটো জোটভুক্ত দেশের সদস্যরা। গত সোমবার ইউক্রেনের রাজধানী কিয়েভ ও অন্যান্য শহরে রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা হয়। এরপর গতকাল বুধবার ব্রাসেলসে ন্যাটো সদর দপ্তরে বৈঠকের পর যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স ও নেদারল্যান্ডস এ প্রতিশ্রুতি দেয়। সম্ভাব্য অস্ত্রের মধ্যে ক্ষেপণাস্ত্র ও রাডার আছে। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন গত সোমবার একই প্রতিশ্রুতি দিয়েছেন। এদিকে প্রতিশ্রুতি অনুযায়ী গত মঙ্গলবার জার্মান সরকার ইউক্রেনে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষাব্যবস্থা পাঠিয়েছে। খবর বিবিসির-অস্ত্র সহায়তা ঘোষণাকে স্বাগত জানিয়েছে কিয়েভ। কয়েক মাসের মধ্যে গত সোমবার ইউক্রেনজুড়ে রাশিয়ার ভয়াবহ হামলায় কমপক্ষে ১৯ জন নিহত হয়েছেন। রাশিয়া ও ক্রিমিয়ার মধ্যে একমাত্র সংযোগ সেতুতে বিস্ফোরণের প্রতিশোধ হিসেবে এ হামলা চালানো হয়। আরও ‘মারাত্মক’ হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এসব হামলায় বিভিন্ন বৈদ্যুতিক স্থাপনা ও বেসামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। সূত্র: প্রথম আলো

রিয়াদকে পরিণতি ভোগের হুমকি বাইডেনের

সমালোচনার মধ্যেও গত জুলাইতে সৌদি আরবে দ্বিপক্ষীয় বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মধ্যপ্রাচ্যের সঙ্গে সম্পর্ক উন্নয়নের বার্তা ঢালাওভাবে প্রচার করেছিল বাইডেন প্রশাসন। তবে সম্প্রতি সৌদি নেতৃত্বাধীন ওপেক (অর্গানাইজেশন অব দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ) ও জোটের মিত্র রাশিয়া তেল উৎপাদন কমানোর সিদ্ধান্ত নেওয়ায় নতুন মোড় নিয়েছে রিয়াদ-ওয়াশিংটন সম্পর্ক।আগামী নভেম্বর থেকে জ্বালানি তেলের উৎপাদন প্রতিদিন ২০ লাখ ব্যারেল কমানোর সিদ্ধান্ত জানায় সৌদি আরবের নেতৃত্বাধীন ওপেক ও জোটের মিত্র রাশিয়া।এ সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখায় যুক্তরাষ্ট্র। নতুন করে এবার ক্ষোভ উগরে দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সূত্র: কালের কণ্ঠ

প্রথম স্ত্রীর যত্ন না নিলে দ্বিতীয় বিয়ে করতে পারবেন না মুসলিম পুরুষ: এলাহাবাদ হাইকোর্ট

প্রথম স্ত্রী ও সন্তানের যত্ন না নিলে দ্বিতীয় বিয়ে করতে পারবেন না মুসলিম পুরুষরা। আজ বুধবার ভারতের এলাহাবাদ হাইকোর্ট তাঁর পর্যবেক্ষণে এ কথা উল্লেখ করেন। কোরআনকে উদ্ধৃত করে পর্যবেক্ষণে হাইকোর্ট বলেন, প্রথম স্ত্রী ও সন্তানদের যত্ন না নিলে মুসলমানদের দ্বিতীয় বিয়ে করা ধর্মবিরুদ্ধ। এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি প্রকাশ কেশরওয়ানি ও রাজেন্দ্র কুমার তাঁদের পর্যবেক্ষণে বলেন, যদি কোনো মুসলমান পুরুষ বুঝতে পারেন যে, তিনি প্রথম পক্ষের স্ত্রী-সন্তানদের দায়িত্ব নিতে অক্ষম, তবে তাঁর দ্বিতীয় বিয়ে করার ভাবনা থেকে সরে আসা উচিত। আদালত আরও বলেন, ধর্মনির্বিশেষে কোনো পুরুষ যদি প্রথম পক্ষের স্ত্রীর আপত্তি সত্ত্বেও দ্বিতীয় বিয়ে করেন, তবে তিনি প্রথম পক্ষের স্ত্রীকে তাঁর সঙ্গে থাকতে বাধ্য করতে পারেন না।কিছু দিন আগে আজিজুর রাহমান নামের উত্তরপ্রদেশের এক বাসিন্দা প্রথম পক্ষের স্ত্রীর কাছ থেকে দাম্পত্যের অধিকার দাবি করে আদালতের শরণাপন্ন হন। কিন্তু আদালত জানান, প্রথম পক্ষের স্ত্রীর অজান্তেই দ্বিতীয় বিয়ে করেছিলেন ব্যক্তি। তাই তিনি প্রথম স্ত্রীকে তাঁর সঙ্গে থাকতে কিংবা প্রথম স্ত্রীর কাছ থেকে দাম্পত্যের অধিকার দাবি করতে পারেন না। সূত্র: সমকাল

Nagad

জিরো নীতিতে জনঅসন্তোষ
চীনে কমিউনিস্ট পার্টির সম্মেলন

চীনা কমিউনিস্ট পার্টির ২০তম জাতীয় সম্মেলন শুরু হচ্ছে রোববার। ধারণা করা হচ্ছে, তৃতীয় মেয়াদে ৫ বছরের জন্য দলটির হাল ধরবেন শি জিনপিং। তা যদি সত্যি হয়, তাহলে ১৯৭০-এর দশকে মাও সেতুংয়ের পর দেশটির সবচেয়ে ক্ষমতাধর নেতা হতে চলেছেন চীনা প্রেসিডেন্ট। জিরো কোভিড নীতিতে জন-অসন্তোষ সত্ত্বেও পরের মেয়াদেও ক্ষমতায় থাকার পথ সুদৃঢ় করেছেন ৬৯ বছর বয়সি এ নেতা। বিশ্লেষকরা মনে করেন, কর্তৃত্ব প্রতিষ্ঠায় এবার দলে আমূল পরিবর্তন আনবেন শি। বিবিসি। বর্তমানে তিনটি শীর্ষ পদে অধিষ্ঠিত রয়েছেন শি জিনপিং। সাধারণ সম্পাদক হিসাবে তিনি চীনা কমিউনিস্ট পার্টির প্রধান। প্রেসিডেন্ট হিসাবে তিনি চীনের রাষ্ট্রপ্রধান। চীনের সেন্ট্রাল মিলিটারি কমিশনের চেয়ারম্যান হিসাবে তিনি দেশের সশস্ত্র বাহিনীর নেতৃত্ব দেন। এ কারণে তাকে বলা হয় প্যারামাউন্ট, যার অর্থ সর্বোচ্চ নেতা। কী হবে কংগ্রেসে : সপ্তাহব্যাপী সম্মেলন উপলক্ষ্যে প্রায় ২ হাজার ৩০০ প্রতিনিধি তিয়ানানমেন স্কয়ারের গ্রেট হল অব দ্য পিপলে জড়ো হবেন। তাদের মধ্যে প্রায় ২০০ জনকে দলের কেন্দ্রীয় কমিটিতে যোগ দেওয়ার জন্য নির্বাচিত করা হবে এবং প্রায় ১৭০ জনকে করা হবে বিকল্প সদস্য। দলের পলিটব্যুরোতে ২৫ জনকে নির্বাচিত করবে কেন্দ্রীয় কমিটি। আর পলিটব্যুরোর স্থায়ী কমিটির সদস্যাদের নিয়োগ দেবে পলিটব্যুরো। এরা উচ্চবিত্ত শ্রেণির। দলের সাধারণ সম্পাদক শি জিনপিংসহ বর্তমানে সাতজন সদস্য রয়েছেন। তারা সবাই পুরুষ। দলের সব কাজই সম্মেলনে শেষ হয় না। মূল সম্মেলন শেষ হওয়ার পরদিন কেন্দ্রীয় কমিটির বৈঠক হওয়ার কথা রয়েছে। প্রতিনিধিদের মধ্যে শীর্ষ প্রাদেশিক কর্মকর্তা এবং সামরিক কর্মকর্তা থেকে শুরু করে বিভিন্ন সেক্টর ও তৃণমূলের পেশাদারসহ কৃষক-শ্রমিকরা রয়েছেন। সূত্র: যুগান্তর

দক্ষিণ এশিয়ায় সিমেন্ট ব্যবসায় নেতৃত্ব দিতে চায় আদানি গ্রুপ
বাংলাদেশে ৫০ কোটি ডলারের বেশি বিনিয়োগের পরিকল্পনা

ভারতের শীর্ষ ধনী গৌতম আদানির মালিকানাধীন আদানি গ্রুপের সিমেন্ট উৎপাদন ব্যবসায় বিনিয়োগের আগ্রহ প্রথম প্রকাশ পায় গত বছর। সুইস সিমেন্ট জায়ান্ট হোলসিমের দুটি কোম্পানি অধিগ্রহণের মাধ্যমে ২০২২ সালেই দেশটির দ্বিতীয় শীর্ষ উৎপাদনকারীতে পরিণত হয়েছে প্রতিষ্ঠানটি। শুধু ভারত নয়, আদানি গ্রুপ এখন নামের পাশে গোটা দক্ষিণ এশিয়ারই শীর্ষ সিমেন্ট উৎপাদনকারী প্রতিষ্ঠানের তকমা লাগাতে চাইছে। এক্ষেত্রে বিনিয়োগ গন্তব্য হিসেবে কনগ্লোমারেটটির প্রথম পছন্দ বাংলাদেশ। দেশের সিমেন্ট খাতে বড় ধরনের অধিগ্রহণকেন্দ্রিক বিনিয়োগের পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন গৌতম আদানি। এক্ষেত্রে তার প্রতিষ্ঠানের সম্ভাব্য বিনিয়োগের পরিমাণ ৫০ কোটি ডলার ছাড়াতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গিয়েছে।সুইজারল্যান্ডভিত্তিক হোলসিম লিমিটেডের কাছ থেকে গত মে মাসে আম্বুজা সিমেন্টস লিমিটেড ও এসিসি লিমিটেড কিনে নেয়ার পর রাতারাতি ভারতের দ্বিতীয় বৃহত্তম সিমেন্ট উৎপাদনকারীতে পরিণত হয় আদানি গ্রুপ। প্রতিষ্ঠানটির বর্তমান সিমেন্ট উৎপাদন সক্ষমতা বার্ষিক সাত কোটি টন। অধিগ্রহণকৃত সিমেন্ট ব্যবসায় অতিরিক্ত ২০ হাজার কোটি রুপি বিনিয়োগ করা হবে বলে জানিয়েছে গ্রুপটি। বর্তমানে ভারতে সিমেন্টের বাজার দখলে আদিত্য বিড়লা গ্রুপের সঙ্গে আদানি গ্রুপের প্রতিযোগিতা বেশ জমে উঠেছে। যদিও আদিত্য বিড়লা গ্রুপকে হঠিয়ে ভারতের বাজারে শীর্ষস্থান দখলেই থেমে থাকতে চাইছেন না গৌতম আদানি। গোটা দক্ষিণ এশিয়ার সিমেন্টের বাজার দখলকেই লক্ষ্য হিসেবে নিয়েছেন তিনি। বাংলাদেশকে ঘিরে আগে থেকেই বড় ধরনের বিনিয়োগ পরিকল্পনা করছিল আদানি গ্রুপ। এ পরিকল্পনার ব্যাপ্তি বাড়িয়ে এখন অধিগ্রহণের মাধ্যমে দেশের সিমেন্ট উৎপাদন খাতেও বড় নাম হয়ে ওঠার পরিকল্পনা করছেন গৌতম আদানি। সূত্র: বণিক বার্তা ।

রক্তের এক সেট বিরল গ্রুপ খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা
ইআর নামক ওই রক্তের গ্রুপের একাধিক ভেরিয়েন্ট রয়েছে।

এ, বি, ও, এবি রক্তের গ্রুপের পর এবার নতুন আরেকটি গ্রুপ খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা।
ইউনিভার্সিটি অভ ব্রিস্টল এবং এনএইচএস ব্লাড অ্যান্ড ট্রান্সপ্লান্ট-এর বিজ্ঞানীরা রক্তের ‘ইআর’ নামক নতুন আরেকটি বিরল গ্রুপ সিস্টেম আবিষ্কার করেছেন। খবর দ্য সিয়াটল টাইমস এবং ওয়্যারডেররক্তে কিছু প্রোটিনের উপস্থিতি আর অনুপস্থিতির দ্বারা গ্রুপ নির্ধারিত হয়। এসব প্রোটিন লোহিত রক্ত কণিকার উপরিভাগে অবস্থান করে।যুক্তরাজ্যের একটি হাসপাতালে এক নবজাতক রক্তের সমস্যা নিয়ে জন্মগ্রহণ করে। চিকিৎসকেরা তাকে অস্ত্রোপচারের মাধ্যমে গর্ভ থেকে বের করে শরীরে রক্ত সরবরাহ করেন।
কিন্তু ওই বাচ্চা মস্তিষ্কের রক্তক্ষরণের কারণে মারা যায়। এ ক্ষরণ কেন হয়েছিল তা ধরতে পারেননি চিকিৎসকেরা। তবে তারা বুঝতে পেরেছিলেন ওই মায়ের রক্তে কিছু ভিন্নধর্মী অ্যান্টিবডি রয়েছে। ওই মায়ের রক্তের নমুনার ওপর গবেষণা করেই নতুন রক্তের গ্রুপ ‘ইআর’ আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।

চীনা কম্যুনিস্ট পার্টি কংগ্রেস: কীভাবে ঐতিহাসিক তৃতীয় দফা ক্ষমতার দরজায় শি জিনপিং

চীনা কম্যুনিস্ট পার্টির অত্যন্ত গুরুত্বপূর্ণ কংগ্রেস শুরু হচ্ছে ১৬ই অক্টোবর রাজধানী বেইজিংয়ের গ্রেট হলে। ধারণা করা হচ্ছে কম্যুনিস্ট পার্টি ঐ সভায় শি জিনপিংকে তৃতীয় দফায় আরো পাঁচ বছর ক্ষমতায় থাকার প্রস্তাব অনুমোদন করবে যা চীনের রাজনীতিতে ইতিহাস তৈরি করবে।।এমনিতেই শি জিনপিংকে দেখা হয় মাও জে দংয়ের পর সবচেয়ে ক্ষমতাধর চীনা নেতা হিসাবে। তৃতীয়বারের মত প্রেসিডেন্ট হতে পারলে চীনের ক্ষমতায় তার নিয়ন্ত্রণ আরো শক্ত হবে।অনেকেই মনে করেন এমনও হতে পারে যে ৬৯ বছরের মি. শি আজীবনের জন্য ক্ষমতা ধরে রাখবেন।বর্তমানে শি জিনপিং শীর্ষ তিনটি সবচেয়ে ক্ষমতাধর পদ ধরে রেখেছেন- সূত্র: বিবিসি বাংলা।

তেলের জন্য সৌদি আরবকে ‘পরিণতি’ ভোগ করতে হবে: বাইডেন

যুক্তরাষ্ট্রের ঘোর আপত্তির পরও সৌদি আরব নেতৃত্বাধীন ওপেক প্লাস জোট তেল উৎপাদন কামানোর যে সিদ্ধান্ত নিয়েছে তাতে ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ‘‘যুক্তরাষ্ট্র-সৌদি আরব সম্পর্কে এর প্রভাব পড়বে।’’গত সপ্তাহে বিশ্বের তেল উৎপাদনকারী দেশগুলোর সংগঠন ওপেক প্লাসের সদস্যরা তেলের উৎপাদন কমিয়ে আনার সিদ্ধান্ত গ্রহণ করে। এ সিদ্ধান্তের প্রেক্ষাপটে মার্কিন সেনেটের বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির প্রধান প্রভাবশালী ডেমোক্র্যাটিক সেনেটর বব মেনেন্দেজ বলেছিলেন, অবিলম্বে অস্ত্র বিক্রিসহ সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের সব ধরনের সহযোগিতা অবশ্যই বন্ধ করতে হবে। সূত্র: বিবিসি বাংলা।

তেলের জন্য সৌদি আরবকে ‘পরিণতি’ ভোগ করতে হবে: বাইডেন

যুক্তরাষ্ট্রের ঘোর আপত্তির পরও সৌদি আরব নেতৃত্বাধীন ওপেক প্লাস জোট তেল উৎপাদন কামানোর যে সিদ্ধান্ত নিয়েছে তাতে ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ‘‘যুক্তরাষ্ট্র-সৌদি আরব সম্পর্কে এর প্রভাব পড়বে।’’গত সপ্তাহে বিশ্বের তেল উৎপাদনকারী দেশগুলোর সংগঠন ওপেক প্লাসের সদস্যরা তেলের উৎপাদন কমিয়ে আনার সিদ্ধান্ত গ্রহণ করে। এ সিদ্ধান্তের প্রেক্ষাপটে মার্কিন সেনেটের বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির প্রধান প্রভাবশালী ডেমোক্র্যাটিক সেনেটর বব মেনেন্দেজ বলেছিলেন, অবিলম্বে অস্ত্র বিক্রিসহ সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের সব ধরনের সহযোগিতা অবশ্যই বন্ধ করতে হবে। সূত্র: বিডি নিউজ

রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করলে জবাব দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র

ইউক্রেন যুদ্ধে রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করলে যুক্তরাষ্ট্র তার জবাব দিতে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্রের সম্প্রচারমাধ্যম সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এমন হুঁশিয়ারি দেন। সাক্ষাৎকারে সিএনএন বাইডেনকে জিজ্ঞাসা করে যে, ইউক্রেনে যুক্তরাষ্ট্র এবং ন্যাটোর জন্য সীমা রেখা কী এবং পুতিন যদি ইউক্রেনের একটি পারমাণবিক প্ল্যান্ট বোমা ফেলে তাহলে ওয়াশিংটন কী করবে? এর জবাবে বাইডেন বলেন, আমরা কী করব বা করব না তা নিয়ে কথা বলা আমার জন্য দায়িত্বজ্ঞানহীন হবে। ন্দোনেশিয়ায় হতে যাওয়া জি-২০ সম্মেলনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করবেন কিনা এমন প্রশ্নের জবাবে বাইডেন বলেন, এতে শর্ত থাকবে। যদি মার্কিন বাস্কেটবল তারকা ব্রিটনি গ্রিনারের আলোচনা করতে চান পুতিন তাহলে বসা যাবে। সূত্র: বাংলানিউজ