নারী এশিয়া কাপের চ্যাম্পিয়ন ভারত
নারী এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়ে সপ্তমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এই ভারতের কাছেই পাঁচবার শিরোপার স্বপ্নভঙ্গ হয়েছে শ্রীলঙ্কার।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে লঙ্কানদের মাত্র ৬৫ রানে আটকে দিয়ে ৮ উইকেট আর ৬৯ বল হাতে রেখে জিতেছে ভারতীয় মেয়েরা।


শনিবার (১৫ অক্টোবর) টস জিতে ব্যাটিংয়ে নেমে ২০ ওভার টিকে থেকেও ৯ উইকেট হারিয়ে মাত্র ৬৫ রান সংগ্রহ করে লঙ্কানরা।
জবাবে ভারতীয় অধিনায়ক স্মৃতি মান্ধানার ঝোড়ো হাফসেঞ্চুরিতে জয় পেতে একদমই কষ্ট হয়নি। মান্ধানা ২৫ বলে ৬ চার আর ৩ ছক্কায় খেলেন ৫১ রানের হার না মানা ইনিংস।
এর আগে ৯ উইকেটে ৬৫ রানেই থেমে যায় শ্রীলঙ্কার ইনিংস। ২৫ রান তুলতেই ৭ উইকেট হারিয়ে বসা দলটির জন্য এই পর্যন্ত যাওয়াও কঠিন ছিল। দশ নম্বর ব্যাটার ইনোকা রানাভিরা ২২ বলে অপরাজিত থাকেন ১৮ রানে।
ফাইনালের সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কার ইনিংস- (টস জিতে ব্যাটিং নেয়) ২০ ওভারে ৬৫/৯।
ব্যাটিং: ইনোকা- ১৮ (২২ বল), ওশাদি ১৩ (২০ বলে)।
বোলিং- রেনুকা সিং- ৩ উইকেট, স্নেহ রানা- ২ উইকেট, রাজেশ্বরী গায়কোয়াড়- – ২ উইকেট।
ভারতের ইনিংস- ৮.৩ ওভারে ৭১/২।
ব্যাটিং: স্মৃতি মন্ধানা- ৫১ (২৫ বলে), হরমনপ্রীত- ১১ (১৪ বলে)।
বোলিং-কবিশা দিলহারি- ১ উইকেট, ইনোকা রানাবীরা- ১ উইকেট।
সারাদিন/১৫ অক্টোবর/এমবি