মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাদণ্ডপ্রাপ্ত আসামির মৃত্যু

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৭:৫৫ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০২২

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামি সালেক মিয়া (৮৩) মারা গেছেন।

শনিবার (১৫ অক্টোবর) দুপুর সোয়া ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মেডিসিন বিভাগের ৬০২ নম্বর ওয়ার্ডে তার মৃত্যু হয়।

সালেক মিয়া ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি হিসেবে জীবন যাপন করছিলেন। তার বাড়ি হবিগঞ্জের লাখাই উপজেলার জিরুদ্দা গ্রামে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো: বাচ্চু মিয়া তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে।

জানা গেছে, একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলার আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত ছিলেন সালেক মিয়া। কিন্তু গত ১২ অক্টোবর হঠাৎ অসুস্থ হওয়ায় তাকে ঢামেকের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়েছিলো।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী মো: রুকোনুজ্জামান গণমাধ্যমকে জানান, গত ১২ অক্টোবর তাকে ঢাকা মেডিকেলের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়েছিলো। তার বাড়ি হবিগঞ্জের লাখাই উপজেলার জিরুদ্দা গ্রামে। বাবার নাম আব্দুল সাত্তার মিয়া। তার কয়েদি নম্বর- ৭৭১৭/এ।

Nagad

সারাদিন/১৫ অক্টোবর/এমবি