রাজধানীতে পৃথক অভিযানে চার প্রতিষ্ঠানকে জরিমানা
রাজধানীতে পৃথক অভিযানে নিম্নমানের পণ্য উৎপাদনকারী কারখানাকে সীলগালা এবং মানহীন স্কীন ক্রিম বিক্রি করার অপরাধে চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। সোমবার (১৭ অক্টোবর) রাজধানীর ডেমরা ও মিরপুর এলাকায় বিএসটিআইয়ের দুটি অভিযানে এইসব জরিমানা করা হয়।
মঙ্গলবার (১৮ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এইসব তথ্য জানিয়েছে সংস্থাটি।
অভিযানে ডেমরা এলাকায় বিএসটিআই-এর সিএম সনদ না নিয়ে পণ্য তৈরি, বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধে সরোবর প্যাকেজিংকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। পরবর্তিতে কারখানা সিলগালা করা হয়েছে।
একই এলাকায় ওই অভিযানে হাজী বাদশা মিয়া রোডে বিএসটিআই-এর নিষিদ্ধ ঘোষিত ক্রিম বিক্রি ও মজুত করায় আলিফ সুপার শপকে ২৫ হাজার টাকা জরিমানাসহ অবৈধ মালামাল ধ্বংস করা হয়।
অন্য একটি অভিযানে মিরপুর এলাকায় স্কীন ক্রিম বিক্রি ও বাজারজাত করার অপরাধে মিরপুর শপিং সেন্টারে হ্যাপিনেস শপ, সাজিদ কসমেটিকস এবং শাইন অ্যান্ড গ্লো নামের দোকানকে ২৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
সারাদিন/১৮ অক্টোবর/এমবি