কোহলির তাণ্ডবে হেরে গেলো পাকিস্তান

খেলাধুলা ডেস্কখেলাধুলা ডেস্ক
প্রকাশিত: ৬:০৪ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০২২

ছবি- সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের অঘোষিত ফাইনালে বিরাট কোহলি তাণ্ডবে হেরে গেল পাকিস্তান। রোববার (২৩ অক্টোবর) টানটান উত্তেজনাকর ভারত-পাকিস্তান ম্যাচের শেষ পর্যন্ত ৪ উইকেটে জিতেছে রোহিত শর্মা বাহিনী।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ভারতকে ১৬০ রানের লক্ষ্য দিয়েছিল পাকিস্তান। জয়ের জন্য ব্যাট করতে নেমে শুরুতে বেশ কয়েকটি উইকেট হারিয়ে বিপদে পড়ে ভারত। এ অবস্থা থেকেই ভারতকে টেনে তোলেন বিরাট কোহলি ও হার্দিক পান্ডিয়া। শেষ পর্যন্ত শেষ ওভারের নাটকীয়তায় ৪ উইকেটের দুর্দান্ত এক জয় পেলো ভারত।

গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ১০ উইকেটে হেরেছিল ভারত। এবার চিরপ্রতিদ্বন্দ্বীদের হারিয়ে প্রতিশোধ নিল ভারত।

এই ম্যাচে জয়ের নায়ক কোহলি। ৪ উইকেটে ৩১ রানের ধ্বংসস্তূপ থেকে পঞ্চম উইকেটে হার্দিক পান্ডিয়ার সাথে ৭৮ বলে ১১৩ রানের রেকর্ড জুটি উপহার দেন তিনি। ৫৩ বলে অপরাজিত ৮২ রানের ইনিংসে মাঠ ছাড়েন কোহলি।

শেষ ৩ ওভারে ভারতের দরকার ছিল ৪৮ রান। অষ্টাদশ ওভারে শাহিন শাহ আফ্রিদিকে তিনটি চার মারেন কোহলি, রান আসে ১৬।

পরের ওভারে আরেক পেসার হারিস রউফ প্রথম চার বলে দেন কেবল ৩ রান। তবে শেষ দুই বলে দারুণ দুটি ছক্কা হাঁকিয়ে ব্যবধান কমিয়ে আনেন কোহলি।

Nagad

পাকিস্তানের মূল তিন পেসারের বোলিং কোটা শেষ হয়ে যাওয়ায় অধিনায়ক বাবর আজম শেষ ওভারে বল তুলে দেন নাওয়াজের হাতে, নিজের প্রথম তিন ওভারে যিনি দিয়েছিলেন ২৯ রান।

প্রথম বলেই হার্দিককে ক্যাচ আউট করে বিদায় করেন নওয়াজ। ৩৭ বলে ৪০ রানের দারুণ ইনিংস খেলে বাবরের হাতে ক্যাচ দিয়ে আউট হন হার্দিক। এর আগে কোহলির সাথে গড়েন ১১৩ রানের অনবদ্য জুটি। এরপর ক্রিজে আসা দীনেশ কার্তিক সিঙ্গেল নিয়ে কোহলিকে স্ট্রাইক দেন।

তৃতীয় বলে আসে ২ রান। চতুর্থ বলে ডিপ মিড-উইকেট দিয়ে বিশাল ছক্কা হাঁকিয়ে বসেন কোহলি। সাথে উপহার হিসেবে পান নো বল। এরপর ওয়াইড ও বাই মিলিয়ে আসে আরও ৪ রান। শেষ ২ বলে ২ রানের সহজ লক্ষ্য পার হতে গিয়েও পঞ্চম বলে রান আউট হয়ে ফেরেন কার্তিক।

কিন্তু ওয়াইড দিয়ে চাপটা ভারতের ওপর থেকে সরিয়ে নেন বোলার নিজেই। শেষ বলে সিঙ্গেল নিয়ে জয় নিশ্চিত করেন ভারতের রবিচন্দ্রন অশ্বিন। ৫৩ বলে ৬ চার ও ৪ ছক্কায় ৮২ রানে অপরাজিত থাকেন কোহলি।

সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান: ২০ ওভারে ১৫৯/৮ (বাবর ০, রিজওয়ান ৪, ইফতেখার ৫১, শাদাব ৫, মাসুদ ৫২*, আসিফ ২, নেওয়াজ ৯, হায়দার ২, আফ্রিদি ১৬ ; পান্ডিয়া ৪-০-৩০-৩, অশ্বিন ৩-০-২৩-০, প্যাটেল ১-০-২১-০, শামি ৪-০-২৫-১, ভুবনেশ্বর ৪-০-২২-১, আর্শদিপ ৪-০-৩২-৩)।

ভারত: ২০ ওভারে ১৬০/৬ (রাহুল ৪, রোহিত ৪, কোহলি ৮২*, যাদব ১৫, অক্ষর ২, পান্ডিয়া ৪০, কার্তিক ১, অশ্বিন ১ ; আফ্রিদি ৪-০-৩৪-০, নাসিম ৪-০-২৩-১, রউফ ৪-০-৩৬-২, শাদাব ৪-০-২১-০, নেওয়াজ ৪-০-৪২-২)।

ফল: ৪ উইকেটে জয়ী ভারত।

সারাদিন/২৩ অক্টোবর/এমবি