বন্ধ হওয়া হোয়াটসঅ্যাপ পরিষেবা এখন সচল

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৪:২১ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০২২

বিশ্বের জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপের পরিষেবা হুট করেই বন্ধ হয়ে যায়। শুধু বাংলাদেশে নয়, এই সমস্যা দেখা দিয়েছিলো ভারত ও পাকিস্তানেও। এসব দেশের ব্যবহারকারীরা বার্তা আদানপ্রদান করতে পারেননি অনেকেই। দুপুর ১টার পর থেকে বাংলাদেশসহ বিশ্বের কয়েকটি দেশের ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপে ঢুকতে পারছেন না বলেও জানান। তবে অবশেষে হোয়াটসঅ্যাপ পরিষেবা সচল হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে।

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, এখন হোয়াটসঅ্যাপ পরিষেবা চালু হয়েছে। এটি এখন অ্যান্ড্রয়েড এবং আইওএস অ্যাপে কাজ করছে। সেইসঙ্গে সচল আছে হোয়াটসঅ্যাপ ওবেও।

তবে এবারের হোয়াটসঅ্যাপের সেবা বিঘ্নের কারণ সার্ভার ডাউন না সাইবার হামলা, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য জানা যায়নি।

এক বিবৃতিতে হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠান মেটার একজন মুখপাত্র বলেছেন, ‘কিছু ব্যক্তির হোয়াটসঅ্যাপে বার্তা বিনিময়ে সমস্যা হওয়ার বিষয়ে আমরা সচেতন রয়েছি। আমরা যত তাড়াতাড়ি সম্ভব সবার জন্য হোয়াটসঅ্যাপ পুনরুদ্ধার করার জন্য কাজ করছি।’

এর আগে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছিলো, মুম্বাই, কলকাতা, দিল্লিসহ দেশের বিভিন্ন স্থানের হাজারো মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহারে সমস্যার সম্মুখীন হয়েছেন।
পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছিলো দেশটির প্রায় ৪০ হাজার ব্যবহারকারী হোয়াটসঅ্যাপ বিভ্রাটে পড়েছেন।

Nagad