ফিলিপাইনের উত্তরাঞ্চলে ৬.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৯:২৮ পূর্বাহ্ণ, অক্টোবর ২৬, ২০২২

ফিলিপাইনের উত্তরাঞ্চল ৬ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে। শক্তিশালী ভূমিকম্পটি স্থানীয় সময় মঙ্গলবার ১০টা ৫৯ মিনিটে ডোলোরেসের শহরের কাছে, রাজধানী ম্যানিলা থেকে ৩৩০ কিলোমিটার দক্ষিণে ভূমিকম্পের তীব্রতা বেশি অনুভূত। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে এসব তথ্য। প্রবল ভূ-কম্পনের কারণে কেঁপে উঠে শহরের নানা স্থাপনা। এতে আতঙ্কিত হয়ে বাসিন্দারা রাস্তায় বের হয়ে এসেছে এবং একটি হাসপাতালের ব্যাপক ক্ষতি হয়েছে।

ভূমিকম্পের উৎপত্তিস্থল থেকে গভীরতা ছিল ১৫ দশমিক ২ কিলোমিটার পর্যন্ত এবং ৬০ কিলোমিটার উত্তরে সবচেয়ে ভয়াবহ অবস্থা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ডোলোরেস শহরের পুলিশ কর্মকর্তা জেফরি ব্লেন্স বলেন, ভূ-কম্পনের সময় লোকজন আতঙ্কে বাড়ির বাইরে রাস্তায় বের হয়ে আসেন। প্রাথমিকভাবে রাস্তাঘাট ও একটি হাসপাতালের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি এখনও।

এতে আতঙ্কিত হয়ে বাসিন্দারা রাস্তায় বের হয়ে এসেছে এবং একটি হাসপাতালের ব্যাপক ক্ষতি হয়েছে।

স্থানীয় ফায়ার সার্ভিসের অফিসিয়াল ফেসবুক পেজে হাসপাতালের কিছু কক্ষের ধসে পড়া ছাদের ছবি, পাশাপাশি বাইরের সড়কে চেয়ারে বসে থাকা কয়েক ডজন রোগীর ছবি পোস্ট করা হয়েছে।

ডোলোরেস শহরটি আবরা প্রদেশে অবস্থিত। প্রদেশটির বেসামরিক প্রতিরক্ষা অফিস জানায়, হতাহতের কোনো তাৎক্ষণিক খবর পাওয়া যায়নি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ সকাল পর্যন্ত জানা যাবে না।

Nagad

জুলাই মাসে পাহাড়ি আবরা প্রদেশে ৭ মাত্রার ভূমিকম্পে ভূমিধস এবং স্থলভাগে ফাটল সৃষ্টি হলে ১১ জন নিহত হয় এবং কয়েক শতাধিক মানুষ আহত হয়। ২০১৩ সালের অক্টোবরে একটি ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প দেশটির কেন্দ্রীয় দ্বীপ বোহোলে আঘাত হানে। এতে দুই শতাধিক মানুষ নিহত হয়। সূত্র : আলজাজিরা