আজকের দিনের জাতীয় পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:০৯ পূর্বাহ্ণ, অক্টোবর ২৬, ২০২২

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক
ভোর পাঁচটা থেকে যানজট ছড়িয়েছে বনানী পর্যন্ত

আজ বুধবার সকাল সোয়া সাতটার দিকে এক ট্রাফিক পুলিশ সদস্যের কল। বললেন, ‘ভাই, সড়ক নিয়া আর পারতেছি না। আপনারা কিছু একটা করেন। সড়কের আজকের অবস্থা আরও বেশি খারাপ। ভোর পাঁচটা থেকেই জ্যাম চইল্যা গেছে বনানী পর্যন্ত। একটু পর অফিস শুরু হইব। হাজার হাজার মানুষ রাস্তায় নামব। তারা কীভাবে চলাচল করব! মানুষের কী যে একটা ভোগান্তি!’ নাম প্রকাশ না করার শর্তে ট্রাফিক পুলিশের ওই সদস্য রাজধানীর উত্তরা এলাকার। আজ ভোর পাঁচটা থেকেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর যানজট চলে গেছে রাজধানীর বনানী পর্যন্ত। কোনো গাড়িই সামনে এগোতে পারছে না। এদিকে বেলা বাড়তেই সড়কে মানুষের আনাগোনা বাড়ছে। তাই গণমাধ্যমকে ভরসা ভেবে প্রতিবেদকের মুঠোফোনে কল করে এমনটা বলছিলেন তিনি।
এরপর কথা হয় সড়কের বিভিন্ন পয়েন্টে দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশ সদস্যের সঙ্গে। তাঁরা বলেন, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বৃষ্টি শুরু হওয়ায় গত সোমবার ও গতকাল মঙ্গলবার সড়কে যানজট ছিল। দিনভর ভোগান্তিতে পড়ে মানুষ। কিন্তু আজকের অবস্থা আরও বেশি খারাপ। আজ ভোর পাঁচটা থেকেই ময়মনসিংহমুখী সড়কের টঙ্গীর মিলগেট থেকে রাজধানীর বনানী এবং ঢাকামুখী সড়কের গাজীপুরের বোর্ডবাজার পর্যন্ত যানজট দেখা দিয়েছে। এতে সকাল থেকেই চরম ভোগান্তি পোহাচ্ছে মানুষ। সূত্র: প্রথম আলো

সাড়ে তিন কোটি শিশুর শরীরে ক্ষতিকর সিসা

দেশের সাড়ে তিন কোটির বেশি শিশু শরীরে ক্ষতিকর সিসা বয়ে বেড়াচ্ছে। বড়দের তুলনায় শিশুদের শরীরে সিসার বিরূপ প্রভাব বেশি। তকাল মঙ্গলবার রাজধানীর এক হোটেলে আয়োজিত সেমিনারে এসব তথ্য তুলে ধরা হয়। চলতি বছর জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত করা এক গবেষণার ভিত্তিতে এসব তথ্য পাওয়া যায়।জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফের উদ্যোগে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর), আন্তর্জাতিক উদরাময় গবেষণাকেন্দ্র বা আইসিডিডিআরবি সম্প্রতি এই গবেষণা পরিচালনা করে।গবেষণা প্রতিবেদনের তথ্য তুলেধরে ইউনিসেফ জানায়, দেশের চারটি জেলার শিশুদের রক্তে সিসার উপস্থিতি পাওয়া গেছে। এর মধ্যে ৬৫ শতাংশের রক্তে সিসার পরিমাণ যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) নির্ধারিত মাত্রার চেয়ে বেশি। ছেলেশিশুর তুলনায় মেয়েশিশুর শরীরে সিসার উপস্থিতি বেশি পাওয়া গেছে। সূত্র: কালের কণ্ঠ

আস্থাভাজনে সাজছে প্রশাসন

মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগসহ অন্তত দশটি মন্ত্রণালয় ও বিভাগের শীর্ষ পদ শূন্য হচ্ছে আগামী ডিসেম্বরের মধ্যে। এসব পদে নতুন কোনো কর্মকর্তাকে পদায়ন করতে নানা হিসাব-নিকাশ করা হচ্ছে। কারণ এ পদগুলোতে যারা দায়িত্ব পালন করেন, তারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জাতীয় সংসদ নির্বাচনের কাজে সম্পৃক্ত থাকেন। আর এখন যাদের পদায়ন করা হবে, তারা আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত দায়িত্ব পালন করবেন। এমন প্রেক্ষাপটে কোনো ধরনের ঝুঁকি না নিয়ে সরকার এসব গুরুত্বপূর্ণ পদে আস্থাভাজন কর্মকর্তাদের নিয়োগ দিতে চাইছে। এভাবেই ঢেলে সাজানো হচ্ছে প্রশাসন। অতীতেও দেখা গেছে, জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সরকার প্রশাসন ঢেলে সাজাতে একই ধরনের পদক্ষেপ নিয়েছিল। প্রশাসনের প্রাণকেন্দ্র বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, শীর্ষ পদে নিয়োগ পেতে সব সময় কর্মকর্তাদের মধ্যে রীতিমতো প্রতিযোগিতা দেখা যায়। কিন্তু সাম্প্রতিক সময়ে সেই প্রতিযোগিতা প্রশাসনের অনেক কর্মকর্তার মধ্যেই দেখা যাচ্ছে না। তারা চাকরি জীবনের শেষ পর্যায়ে এসে কোনো ধরনের ঝুঁকি নিতে চাচ্ছেন না। কারণ আর এক বছর কয়েক মাস পরই জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচন সামনে রেখে দেশের সার্বিক রাজনীতির গতি প্রবাহ কোন দিকে যাবে- এ ভাবনা তাদের মাথায় কাজ করছে। বর্তমান সরকারের তিন দফায় যারা পদোন্নতি ও কাক্সিক্ষত মন্ত্রণালয়ে পদায়নের জন্য সরকারদলীয় সমর্থিত তকমা নিয়েছেন, এখন তাদের কেউ কেউ গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব নিতে আগ্রহ কম দেখাচ্ছেন। পুলিশ ও প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের ক্ষেত্রে এ চিত্র বেশি দেখা যাচ্ছে। সূত্র: দৈনিক আমাদের সময় ।

Nagad

বিশেষ ধরনের স্তন ক্যান্সারে কৃষ্ণাঙ্গ নারীদের ঝুঁকি বেশি

আফ্রিকান বংশোদ্ভূত নারী ও স্তন ক্যান্সারের একটি আক্রমণাত্মক ধরনের সঙ্গে জিনগত সম্পর্ক খুঁজে পেয়েছেন যুক্তরাষ্ট্রের গবেষকরা। তারা আশা করছেন নতুন অনুসন্ধানটি কৃষ্ণাঙ্গদের আরো বেশি ক্লিনিক্যাল ট্রায়ালে উৎসাহিত করবে। খবর বিবিসি।
নিউইয়র্কে হেলথ লাইফস্টাইল নিয়ে কাজ করেন ৫৩ বছর বয়সী আফ্রিকান আমেরিকা ল্যাভার্ন ফন্টেরয়। সম্প্রতি স্তন ক্যান্সার নিয়ে নিজের অভিজ্ঞতা বিনিময় করেন তিনি।
ল্যাভার্ন বলেন, আমি কখনো ভাবিনি আমাকে এই রোগ নিয়ে উদ্বিঘ্ন হতে হবে।
নিয়ম করে ভালো খেতেন ও ব্যায়াম করতেন ল্যাভার্ন। কিন্তু গত জানুয়ারিতে নিজের জন্মদিনের অল্পদিন আগে তার ক্যান্সার শনাক্ত হয়। এতে তিনি ভয় পেয়ে যান। কারণ ল্যাভার্নের দেখা বেশিরভাগ স্তন ক্যান্সার আক্রান্ত নারী বেশিদিন বাঁচেননি।ল্যাভার্নের রোগের ধরন ট্রিপল-নেগেটিভ ব্রেস্ট ক্যান্সার বা টিএনবিসি। এটা খুব পরিচিত কোনো ধরন না হলেও শরীরে দ্রুত ছড়ায়। এমনকি একবার সেরে উঠলেও ফিরে আসার আশঙ্কা রয়েছে। বেঁচে ফেরার হারের দিক থেকে সবচেয়ে খারাপ টিএনবিসি।এর খারাপ দিক হলো, অন্য স্তন ক্যান্সারে নির্দিষ্ট তিন ধরনের কোষ থাকলেও টিএনবিসিতে নেই। তাই প্রচলিত ওষুধ এর ওপর প্রভাব ফেলে না। সূত্র: বণিক বার্তা।

‘হাতিরঝিল, এলিফ্যান্ট রোড, হাতিরপুল সবই আছে ঢাকায় হাতিই নেই কেবল’

শাহজাহান নাম নেওয়ার আগে তাঁকে খুররম বলেই ডাকা হতো। তখন তিনি বাদশাহ ছিলেন না, ছিলেন মুঘল প্রিন্স। বাবা জাহাঙ্গীরের বিরুদ্ধে বিদ্রোহ করে তিনি ঢাকা অধিকার করেন। সাত দিন ঢাকায় থেকে পকেটে পুরেছিলেন থেকে ৪০ লক্ষ টাকা, চারশ ঘোড়া আর পাঁচশ হাতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সাবেক অধ্যাপক, ঢাকা বিষয়ক ২১টি বইয়ের প্রধান সম্পাদক ড. শরীফ উদ্দিন আহমেদ বলছিলেন, ভাটির এ দেশের পুরোটাই ছিল বণ্যপ্রাণীর জন্য উপযুক্ত আবাসস্থল। প্রচুর বৃষ্টিপাত ও অগণিত জলাশয় অঞ্চলটিকে করে তুলেছিলে বণ্যপ্রাণীর জন্য উর্বরা ও সুফলা। ব্যতিক্রম ছিল না ঢাকাও। বাঘ-হাতি-সাপের আখড়া ছিল আজকের মেট্রোপলিটন সিটি- ঢাকা। প্রত্নতাত্ত্বিক সূফী মোস্তাফিজুর রহমানের উয়ারি-বটেশ্বর খননে প্রাপ্ত তথ্য আমাদেরকে হাজার হাজার বছর পূর্বের গঙ্গাঋদ্ধি নামের সমৃদ্ধশালী এক জনপদের কথা জানাচ্ছে। গঙ্গাঋদ্ধির শৌর্য-বীর্যের কথা আগে থেকে জানা ছিল গ্রীক বীর আলেকজান্ডারের। মাঝপথে যুদ্ধযাত্রা তাঁর স্থগিত করার একটি কারণ ওই গঙ্গাঋদ্ধির শান-শওকত। তিনি আশঙ্কা করেছিলেন, গঙ্গাঋদ্ধি আক্রমণ করলে তার পরিণতি হবে ভয়াবহ। আর ধারণা করতে কষ্ট হয় না, রাজ্যটির মূল বাহুবল ছিল হাতি। আলেকজান্ডার ছিলেন ঘোড়সওয়ারী, তাই হাতি তাঁর কাছে আজিবই ঠেকে থাকবে। মুঘলরাও এসেছিল ঘোড়ায় চড়ে। ঘোড়া নিয়ে যুদ্ধে তাদের হারানো মুশকিল ছিল; কিন্তু, হাতি দেখলে তাদেরও পিলে চমকাত। তাইতো বাংলা দখল করতে এসে তাদের হেস্তনেস্ত হতে হয়েছে অনেকবার। মুঘলদের মধ্যে সম্রাট আকবরই হাতিকে ভালোভাবে বাগে আনতে পেরেছিলেন’। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।

কমিশনের নামে মিলেমিশে লোপাট ১২৬ কোটি টাকা

রোগীদের কাছ থেকে আদায় করা সেবামূল্যের (ইউজার ফি) ১২৬ কোটি টাকা ভাগবাটোয়ারা করে পকেটে পুরেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা। এই অর্থ ফেরত দিতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বারবার তাগিদ দেওয়া হলেও সাড়া মিলছে না। এ বিষয়ে হাইকোর্টের সুস্পষ্ট নির্দেশনা থাকলেও তা মানা হচ্ছে না।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, স্বাস্থ্যগত ঝুঁকি বিবেচনায় বিএসএমএমইউর কয়েকটি বিভাগে রোগীর কাছ থেকে আদায় করা সেবামূল্য মুনাফার একটি অংশ কমিশন হিসেবে নিতে পারেন চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা।বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, সেবামূল্য খাতের আয় থেকে পরীক্ষা—নিরীক্ষার সব খরচ বাদে যে পরিমাণ মুনাফা হবে, তার ৩০ শতাংশ নিতে পারেন তারা। কিন্তু মুনাফার হিসাব না করে মোট আদায় করা অর্থের ৩০ শতাংশ ভাগাভাগি করে নেওয়া হয়েছে।বিশ্ববিদ্যালয়ের আদেশ অমান্য করে প্রতিষ্ঠানটির ২০টি বিভাগের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা প্রাপ্য কমিশন থেকে ১২৬ কোটি ৪৭ লাখ ১৬ হাজার ৪৮১ টাকার বেশি নিয়ে নিয়েছেন। এর মধ্যে আয়কর বাবদ সরকারের পাওনা রয়েছে ২০ কোটি ২৩ হাজার ৮৬১ টাকা। সূত্র: কালবেলা

মিরসরাইয়ে ড্রেজারডুবি: আরও ৩ শ্রমিকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে সাগরে ড্রেজার ডুবে নিখোঁজ শ্রমিকদের মধ্যে আরও তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।উদ্ধার হওয়া মরদেহগুলো হলো- পটুয়াখালী সদর উপজেলার চর জৈনকাঠি গ্রামের আনিচ মোল্লার ছেলে ইমাম মোল্লা, আব্দুল হক মোল্লার ছেলে মাহমুদ মোল্লা ও সেকান্দার বারীর ছেলে জাহিদ বারী।এছাড়া গতকাল উদ্ধার হওয়া মরদেহটি ছিল একই এলাকার ফকির বাড়ির রহমান ফকিরের ছেলে আল-আমিন ফকিরের। বুধবার (২৬ অক্টোবর) সকাল ১০টা ২০ মিনিটে জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিনহাজুর রহমান।
তিনি বলেন, উদ্ধারকারী ডুবুরি দল সাগরে ডুবে যাওয়া ড্রেজার থেকে বুধবার সকালে আরও তিনটি মরদেহ উদ্ধার করেছে। এ নিয়ে চারজনের মরদেহ উদ্ধার হয়েছে। সূত্র: জাগো নিউজ

ঝড় গেছে, এবার ক্ষতির হিসাব

বৈশ্বিক অর্থনৈতিক সঙ্কটে খাবি খাওয়ার মধ্যে এই বছরই বাংলাদেশে বন্যা পৌনে লাখ কোটি টাকার ক্ষতি করে দিয়ে গেছে, এর মধ্যেই আঘাত হানল ঘূর্ণিঝড় সিত্রাং। ঝড় কাটার ২৪ ঘণ্টার মধ্যে ক্ষয়ক্ষতির সার্বিক চিত্র না মিললেও এতে যে হাজার কোটি টাকার বেশি আর্থিক ক্ষতির মুখে যে পড়তে হচ্ছে, তা অনুমেয়। কেননা দুই বছর আগে ঘূর্ণিঝড় আম্পানে ১ হাজার ১০০ কোটি টাকা আর্থিক ক্ষতির হিসাব দিয়েছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান। আম্পানের মূল ধাক্কা ভারতের পশ্চিমবঙ্গের উপর দিয়ে না গেলেও সিত্রাং পুরোটাই গেছে বাংলাদেশের উপর দিয়ে। তবে এর ধ্বংস ক্ষমতা আগের ঝড়টির চেয়ে কম ছিল। আম্পানে ১৬ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেলেও সিত্রাংয়ে নিহতের সংখ্যা এরই মধ্যে ২৫ ছাড়িয়েছে, আরও কয়েকজন নিখোঁজও রয়েছেন। সূত্র: বিডি নিউজ

সিত্রাংয়ে ৩৬ মৃত্যু
ক্ষতিগ্রস্ত ৪১৯ ইউনিয়ন, ১০ হাজার ঘরবাড়ি, ৬ হাজার হেক্টর জমির ফসল । ৮০ লাখ গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন

ঘূর্ণিঝড় সিত্রাং কেড়ে নিয়েছে ৩৬ প্রাণ। দেশের ১৪ জেলায় ঝড়ের সময় ট্রলারডুবি, গাছচাপা, বিদ্যুৎস্পৃষ্ট ও পানিতে ডুবে এসব মৃত্যু হয়েছে। এ ছাড়া ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ৪১৯ ইউনিয়নের ১০ হাজার ঘরবাড়ি ও ৬ হাজার হেক্টর জমির ফসল। বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছেন ৮০ লাখ গ্রাহক। লন্ডভন্ড সমুদ্রসৈকত। বিপর্যয় ট্রেন ও বিমান সূচিতে। গতকাল আবহাওয়া উন্নতির সঙ্গে সঙ্গে আশ্রয় কেন্দ্র থেকে নিজ বসতবাড়িতে ফিরেছেন উপকূলীয় মানুষ। বাড়ি ফিরে বসবাসযোগ্য বসতবাড়ি পাননি অনেক নিম্ন আয়ের মানুষ। ঝড়ে মৃত্যু হয়েছে চট্টগ্রামে ১০, ভোলায় ৫, টাঙ্গাইলে ৪, কুমিল্লায় ৩, মুন্সীগঞ্জে ২, গোপালগঞ্জে ২, ব্রাহ্মণবাড়িয়ায় ২, খুলনায় ১, শরীয়তপুরে ১, পটুয়াখালীতে ১, বরগুনায় ১, নড়াইলে ১, নোয়াখালীতে ১, কক্সবাজারে ১ ও ঢাকায় ১ জনের। এর মধ্যে চট্টগ্রামের মিরসরাই উপকূলের সন্দ্বীপ চ্যানেলে বালু তোলার ড্রেজার ডুবে আট শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সোমবার রাতে উপজেলার সাহেরখালী ইউনিয়নের বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের ৩ নম্বর জেটি এলাকার পশ্চিমে এ ড্রেজারডুবি ঘটে। মারা যাওয়া শ্রমিকরা হলেন- ইমাম মোল্লা, মাহমুদ মোল্লা, শাহীন মোল্লা, আল আমিন, মো. তারেক ও বাশার। অন্য দুজনের নাম জানা যায়নি। শ্রমিকদের সবার বাড়ি পটুয়াখালী সদর উপজেলার জৈনকাঠি। ড্রেজারটির মালিক সৈকত এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ড্রেজারটি থেকে বেঁচে ফেরা শ্রমিক মো. সালাম জানান, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে তীব্র বাতাস ও ঢেউ ওঠায় সৈকত-২ নামে তাঁদের ড্রেজারটি মিরসরাই উপকূলের সন্দ্বীপ চ্যানেলে ডুবে যায়। সিত্রাংয়ের আঘাতের পর বঙ্গোপসাগরের সীতাকুন্ড উপকূল থেকে তিন মাসের একটি মেয়েশিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। সীতাকুন্ড থানার ওসি তোফায়েল আহমেদ বলেন, গতকাল (মঙ্গলবার) সকালে ভেসে আসা তিন মাসের একটি শিশুর লাশ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়ার জন্য শেষে গাউসিয়া কমিটির সহায়তায় লাশটি দাফন কাফন হবে। চট্টগ্রামের চান্দগাঁও থানার মোহরায় সৃষ্ট জোয়ারে পানি থেকে আসবাবপত্র সরানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোবারক হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন। সূত্র: বিডি প্রতিদিন ।

আ.লীগ-বিএনপিসহ ৩৯ দলের তথ্য নিচ্ছে ইসি

ক্ষমতাসীন আওয়ামী লীগ, মাঠের প্রধান বিরোধী দল বিএনপিসহ ৩৯টি নিবন্ধিত রাজনৈতিক দলের তথ্য সংগ্রহ করছে নির্বাচন কমিশন (ইসি)। এসব রাজনৈতিক দল গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ (আরপিও) ও রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা-২০০৮ এর শর্ত মেনে চলছে কিনা-সেই তথ্য চেয়েছে কমিশন। সম্প্রতি নিবন্ধিত সব রাজনৈতিক দলের সভাপতি বা সাধারণ সম্পাদককে চিঠি দিয়ে এসব তথ্য জানাতে বলা হয়। তথ্য দেওয়ার জন্য দলগুলোকে ৩০ কার্যদিবস সময় দেওয়া হয়েছে। এদিকে আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনে নিবন্ধন পেতে ২০টির বেশি দল আবেদন করেছে। ৩০ অক্টোবর আবেদন জমা দেওয়ার সময় শেষ। এরপর এসব দলের বিষয়েও তদন্ত করবে নির্বাচন কমিশন। ইসি সূত্রে এসব তথ্য জানা গেছে। এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ যুগান্তরকে বলেন, নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর কাছে কিছু তথ্য চাওয়া হয়েছে। তথ্যগুলো পাওয়ার পর তা কমিশনে উপস্থাপন করা হবে। কমিশন যে সিদ্ধান্ত দেবে, সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। নিবন্ধিত রাজনৈতিক দলের তথ্য মাঠপর্যায়ে যাচাই করা হবে কিনা-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে কমিশনের সিদ্ধান্ত পাইনি। কমিশন যে সিদ্ধান্ত দেবে, সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে। ইসিতে নিবন্ধন পেতে বিভিন্ন রাজনৈতিক দলের আবেদন প্রসঙ্গে তিনি বলেন, ওইসব দলগুলোর মাঠপর্যায়ে অফিস আছে কিনা, নিবন্ধন শর্ত পূরণ করে কিনা-এসব বিষয়ে খতিয়ে দেখা হবে। সূত্র: যুগান্তর।