রংপুর সিটিতে ভোট ২৭ ডিসেম্বর, তফসিল সোমবার

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ১:৫৪ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০২২

আগামী ২৭ ডিসেম্বর (মঙ্গলবার) রংপুর সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। ইভিএমে সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) নির্বাচন কমিশনের নবম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভা শেষে নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাঙ্গীর আলম এ তথ্য জানিয়েছেন।

প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে সকালে আগারগাঁও নির্বাচন ভবনে অনুষ্ঠিত সভায় অন্যান্য নির্বাচন কমিশনার উপস্থিত ছিলেন।

সভায় ৫টি পৌরসভাসহ কয়েকটি ইউনিয়ন পরিষদের সাধারণ ও শূন্য আসনের উপনির্বাচনের সিদ্ধান্তও গৃহীত হয়। এসব নির্বাচন আগামী ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। পৌরসভাসমূহ হলো— বাঘা, রাজশাহী; বিরল, দিনাজপুর; বোদা, পঞ্চগড়; আলফাডাঙ্গা, ফরিদপুর এবং বনপাড়া, নাটোর।

রংপুর সিটি করপোরেশন ও পৌরসভাগুলোর নির্বাচনে ইভিএমে ভোটগ্রহণ করা হবে। সকাল ৮টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। এ ছাড়া রংপুর সিটি করপোরেশন ও পৌরসভাগুলোর নির্বাচনে ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনেরও সিদ্ধান্ত নেওয়া হয় এ বৈঠকে।

Nagad