আজকের দিনের জাতীয় পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:০৪ পূর্বাহ্ণ, নভেম্বর ৫, ২০২২

চট্টগ্রাম সিটি করপোরেশন
দরপত্র ছাড়া কেনা হয় মশার ওষুধ

মশা মারার ওষুধ কেনায় নিয়ম মানে না চট্টগ্রাম সিটি করপোরেশন। সরকারি তহবিলের টাকায় কেনাকাটা করতে হয় ই-জিপির (ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট) মাধ্যমে; দিতে হয় দরপত্র বিজ্ঞপ্তি। কিন্তু দরপত্র না দিয়ে ‘পছন্দের’ ঠিকাদারের কাছ থেকে কেনা হয় ওষুধ। এই ‘অনিয়ম’ বারবার করে যাচ্ছে সংস্থাটি। পছন্দের এই ঠিকাদার চট্টগ্রাম নগর ছাত্রলীগের সহসম্পাদক অরভিন সাকিব ওরফে ইভান। সিটি করপোরেশন চলতি বছর জানুয়ারি ও সেপ্টেম্বর দুই দফায় অরভিন সাকিবের প্রতিষ্ঠান মেসার্স বেঙ্গল মার্ক ইন্টারন্যাশনালের কাছ থেকে ৬ হাজার ৩৫০ লিটার মশা মারার ওষুধ কেনে। এর আগে ২০১৯ সালের অক্টোবরে কেনা হয়েছিল ৬ হাজার ৪০০ লিটার ওষুধ। এসব ওষুধের জন্য সিটি করপোরেশনের ব্যয় হয় ৭৪ লাখ ৬১ হাজার টাকা। ছাত্রলীগ নেতা অরভিন সাকিব চট্টগ্রামের রাজনীতিতে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী। আ জ ম নাছির উদ্দীন মেয়র থাকার সময় মশকনিধনের ওষুধ সরবরাহের সঙ্গে যুক্ত হয়েছিলেন তিনি। সিটি করপোরেশন ‘পছন্দের’ ঠিকাদারের কাছ থেকে ওষুধ কেনা ‘জায়েজ’ করতে গণখাতের ক্রয়বিধির ৭৬ (ট) ধারা (পিপিআর) ব্যবহার করে। অথচ এই ধারা অনুযায়ী অতিজরুরি -সূত্র: প্রথম আলো

সমাবেশের আগের দিনই বিপুল জনসমাগম

বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যান। এখানে আজ শনিবার দুপুর ২টায় বিএনপির পূর্বঘোষিত গণসমাবেশ হওয়ার কথা। তবে গতকাল শুক্রবার দুপুরে গিয়েই দেখা গেল সমাবেশস্থল লোকে লোকারণ্য, যেন একটু পরেই শুরু হবে সমাবেশ। রংপুরের সমাবেশের সময়ও আগের দিনই শহরের সভাস্থল ভরে গিয়েছিল কর্মী-সমর্থকে।ফলে পরের দিন নির্ধারিত সময়ের দুই ঘণ্টা আগেই সমাবেশ শুরু করা হয়েছিল। আজকের সমাবেশে অংশ নিতে দলটির অর্ধশতাধিক কেন্দ্রীয় নেতা ঢাকা থেকে বরিশাল পৌঁছেছেন। তাঁদের স্বাগত জানাতে দিনভর নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিলও করেছেন। আগের চারটি বিভাগীয় গণসমাবেশের মতো বরিশালের সমাবেশ ঘিরেও মহানগর এবং আশপাশের জেলায় উত্তাপ ছড়িয়েছে। জলে-স্থলে সব রকম পরিবহন ধর্মঘটের কারণে কার্যত বিচ্ছিন্ন শহরে বিএনপির আশপাশের জেলার নেতাকর্মীরা দুই দিন আগেই বরিশাল এসে অবস্থান নিয়েছেন। এর মধ্যে বিপুলসংখ্যক মানুষ বালুসহ বিভিন্ন মালবাহী লঞ্চ ও বাল্কহেডে শুয়ে-বসে গতকাল দিন পার করেছে। নদীতে ভাসা এই নেতাকর্মীর সংখ্যা কয়েক হাজার হবে বলে স্থানীয় নেতাদের সূত্রে জানা গেছে। একাধিক বাল্কহেডের ভেতরে নেতাকর্মীদের শুয়ে-বসে থাকতে দেখেছেন সাংবাদিকরাও। সূত্র্র: কালের কণ্ঠ

২৫ দেশের রপ্তানিতে নিষেধাজ্ঞা
খাদ্যপণ্য আমদানিতে বহুমুখী চ্যালেঞ্জ

করোনা মহামারি ও পরে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে সৃষ্ট বৈশ্বিক এবং দেশীয় মন্দা খাদ্য নিরাপত্তায় বড় ধরনের আঘাত করেছে। বাংলাদেশের খাদ্য নিরাপত্তার বড় ঝুঁকি না থাকলেও বিদেশ থেকে আমদানি করে দেশের চাহিদা মেটানো দুরূহ। আন্তর্জাতিক অঙ্গনে খাদ্যোৎপাদন কম হচ্ছে। সরবরাহ ব্যবস্থা বাধাগ্রস্ত হচ্ছে। দাম বেড়েছে। নিজেদের প্রয়োজন মেটাতে এখন পর্যন্ত ২৫টি দেশ বিভিন্ন ধরনের খাদ্যপণ্য রপ্তানি বন্ধ করে দিয়েছে। কিছু দেশ নানা ধরনের বিধিনিষেধ আরোপ করেছে। একদিকে আন্তর্জাতিক বাজারে চাহিদা অনুযায়ী খাদ্যের জোগান নেই। অন্যদিকে দেশে ডলারের প্রবল সংকটের কারণে খাদ্য আমদানির জন্য এলসি খোলা সম্ভব হচ্ছে না। এতে খাদ্য আমদানি কমে গেছে। আগামীতে খাদ্য আমদানি আরও কঠিন হবে। মোকাবিলা করতে হবে বহুমুখী চ্যালেঞ্জ।
এদিকে জাতিসংঘ, মার্কিন কৃষি বিভাগ (ইউএসডিএ), বিশ্বব্যাংক, আইএমএফ পূর্বাভাস দিয়েছে, আগামী বছরে বিশ্বব্যাপী খাদ্যোৎপাদন কমবে। ফলে রপ্তানিও কমবে। দাম বাড়বে। অর্থনৈতিক মন্দায় মানুষের ক্রয়ক্ষমতা কমার কারণে খাদ্য কেনার সক্ষমতা হারাবে স্বল্প আয়ের মানুষ। এর প্রভাব বাংলাদেশেও পড়বে বলে প্রতিবেদনে সতর্ক করা হয়েছে। সূত্র; যুগান্তর

Nagad

সাজেদা চৌধুরীর আসনে ভোট চলছে

জাতীয় সংসদের ২১২ ও ফরিদপুর-২ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে। আজ শনিবার সকাল ৮টায় ১২৩টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত। এর আগে বৃহস্পতিবার রাত ১২টার মধ্যে আনুষ্ঠানিকভাবে গণসংযোগসহ নানা প্রচার কার্যক্রম শেষ করেন প্রার্থীরা। আসনটি ফরিদপুরের নগরকান্দা ও সালথা উপজেলা এবং সদরপুরের কৃষ্ণপুর ইউনিয়ন নিয়ে গঠিত। এখানে ভোটার সংখ্যা তিন লাখ ১৮ হাজার ৪৭২ জন। তাঁদের মধ্যে নগরকান্দায় এক লাখ ৫৭ হাজার ৮৭৫, সালথায় এক লাখ ৩২ হাজার ৪৬০ এবং কৃষ্ণপুর ইউনিয়নে ২৮ হাজার ১৩৭ জন। এ আসনে ১২৩ ভোটকেন্দ্রের ৮০৬টি বুথের সবকটিতেই ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেওয়া হচ্ছে। এবারই এ আসনে প্রথমবারের মতো ইভিএমে ভোট নেওয়া হচ্ছে।শনিবার সকাল ৯টায় নগরকান্দা সদরের ২ নম্বর ভোট কেন্দ্র এসএমএ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে কোনো ভোটার নেই। তবে কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা হানিফ মিয়া বলেন, ‘নিয়ম মতো আমরা সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু করেছি। সকাল ৯টা পর্যন্ত এক ঘণ্টায় মাত্র ৫টি ভোট প্রয়োগ হয়েছে।’ সূত্র: সমকাল

অত্যধিক প্রযুক্তিনির্ভরতা
ঝুঁকিতে মানবদেহের স্বাভাবিক গঠন

বর্তমান সময় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যুগ। প্রযুক্তির সহায়তায় অনেক অসাধ্য সাধন করা গেলেও এর কারণে ঝুঁকিতে রয়েছে সমগ্র মানবজাতি। অত্যধিক প্রযুক্তিনির্ভরতার কারণে মানবদেহের স্বাভাবিক গঠন ঝুঁকিতে রয়েছে। বাড়ছে অস্বাভাবিক গঠনের হার। সম্প্রতি পরিচালিত এক গবেষণার পরিপ্রেক্ষিতে এ তথ্য জানা গিয়েছে। টোলফ্রিফরওয়ার্ডিং এ জরিপে অর্থায়ন করেছে। খবর টেকটাইমস ও ইন্টারেস্টিং ইঞ্জিনিয়ারিং। গবেষকরা একজন থ্রিডি ডিজাইনারের সঙ্গে ভবিষ্যতে মানবদেহের গঠন কেমন হবে এবং অত্যধিক প্রযুক্তি ব্যবহারের কারণে কী কী সমস্যা থাকবে সেটি ফুটিয়ে তুলতে কাজ করেছেন। বিজ্ঞানীরা মানবদেহের এ থ্রিডি মডেলকে মাইন্ডি নাম দিয়েছে। এ বিষয়ে প্রথম প্রতিবেদন প্রকাশ করে ইন্টারেন্টিং ইঞ্জিনিয়ারিং। দলটি এ বিষয়ে পরিচালিত বৈজ্ঞানিক ব্যাখ্যা ও পেশাদারদের মতামত পর্যালোচনা করেছেন। দলটি মূলত দীর্ঘমেয়াদে প্রযুক্তি ব্যবহারের কারণে মানবদেহে কী ধরনের ক্ষতিকর প্রভাব পড়তে পারে সে বিষয়টিতে গুরুত্বারোপ করেছেন।ল্যাপটপ, স্মার্টফোনসহ ও অন্যান্য প্রযুক্তিগত ডিভাইসের দীর্ঘমেয়াদি ব্যবহার থেকে থ্রিডি মানবদেহ তৈরির তথ্য সংগ্রহ করা হয়েছে। গবেষকদের তথ্যানুযায়ী, মাইন্ডির পিঠ অনেকটাই বাঁকানো থাকবে। মূলত প্রযুক্তি পণ্যের বা ডিভাইসের অত্যধিক ব্যবহারের কারণে এ প্রভাব পড়বে। কেননা ডিভাইস ও প্রযুক্তির ব্যবহার বেড়ে যাওয়ার কারণে মানুষের স্বাভাবিক হাঁটা-চলা ও বসার ভঙ্গিতে ব্যাপক পরিবর্তন আসবে। তাদের দাবি, দীর্ঘ সময় নিচের দিকে বা স্মার্টফোনের ডিসপ্লে বা কম্পিউটারের মনিটরের দিকে তাকিয়ে থাকার কারণে শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গকে প্রভাবিত করবে। ফলে মেরুদণ্ডের স্বাভাবিক গঠন ব্যাহত হবে। সূত্র: বণিক বার্তা।

কাজে আসছে না অ্যান্টিবায়োটিক
যশোরের রাজিউর রহমান (৫২) সড়ক দুর্ঘটনায় পায়ে আঘাত পেয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন মাস দুয়েক আগে। হাঁটুর নিচের অংশ ভেঙে ও থেঁতলে যাওয়ায় তার অপারেশন করেন চিকিৎসক। কিছুদিন পর ওই জায়গায় ইনফেকশন হলে বাধে বিপত্তি। কোনো অ্যান্টিবায়োটিকই কাজ করেনি তার শরীরে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী রেজিস্ট্রার ডা. তুষার মাহমুদ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘এই রোগীর পায়ে ইনফেকশন হলে আমরা অ্যান্টিবায়োটিক দিই। কিন্তু দেখা যায়, অ্যান্টিবায়োটিক তার শরীরে কাজ করছে না। ২০টি অ্যান্টিবায়োটিকের টেস্ট দিলে দেখা যায়, রোগীর শরীরে অ্যান্টিবায়োটিক অকার্যকর বা রেজিস্ট্যান্স হয়ে গেছে। তারপর আরও ২০টি টেস্ট দিলে দেখা যায় সেগুলোও অকার্যকর তার শরীরে। এরপর সব অ্যান্টিবায়োটিক টেস্ট দিয়ে দেখা যায় কোনো অ্যান্টিবায়োটিকই তার শরীরে কাজ করছে না। এর মধ্যে তার পায়ের মাংসের পচন হাড় পর্যন্ত পৌঁছে গেছে। এভাবে চলতে থাকলে তার পা কেটে বাদ দিতে হবে। পরে তার পায়ের মাংস কেটে ফেলতে হয়েছে। শুধু এই একজন রোগী নন, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স রোগী এখন নিয়মিত সমস্যা হয়ে দাঁড়িয়েছে। অ্যান্টিবায়োটিকের অপব্যবহার রোগীদের এই মারাত্মক ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে।’ সূত্র; বিডি প্রতিদিন।

শৃঙ্খলা আনতে আইন সংশোধনের উদ্যোগ

আইনের দুর্বলতা, কৃষি ও বহুমুখী সমবায় সমিতির ঋণ কার্যক্রমে জটিলতা, সমবায় ব্যাংকের ঋণ কার্যক্রম সীমিত হওয়া, আমানত সুবিধা বন্ধ থাকা, নতুন শাখা অফিস চালু করাসহ নানা জটিলতায় দেশের প্রায় ৮০ শতাংশ সমিতি নিষ্ক্রিয় হয়ে পড়েছে। আবার অনেকে সমবায় সমিতিতে টাকা জমা করে প্রতারণার শিকার হচ্ছে। সমিতি খুলে টাকা সংগ্রহ করে সটকে পড়ছেন উদ্যোক্তারা। এ অবস্থায় সমবায় সমিতি আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।
জ শনিবার দেশব্যাপী জাতীয় সমবায় দিবস পালিত হচ্ছে। এবারে দিবসটির প্রতিপাদ্য ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’।সংশোধিত আইনের খসড়ায় সমবায় সমিতিতে অনিয়মের সঙ্গে জড়িত সদস্য ও কমিটি বহিষ্কার ছাড়াও জড়িতদের নির্বাচনে নিষিদ্ধ করার বিধান যুক্ত করা হয়েছে। সমিতিতে প্রশাসক নিয়োগের লক্ষ্যে নতুন বিধান যুক্ত করা হয়েছে। সূত্র: কালের কণ্ঠ

ভোট চলছে ফরিদপুরে, ঢাকায় সিসি ক্যামেরায় চোখ সিইসির
সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে শূন্য এই আসনে প্রার্থী দুজন।

সংসদের ফরিদপুর-২ আসনে উপ-নির্বাচনে বিভিন্ন কেন্দ্রের ভোটগ্রহণের দৃশ্য ঢাকায় বসে সিসি ক্যামেরায় দেখছেন সিইসি কাজী হাবিবুল আউয়াল। সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে শূন্য এই আসনে উপ-নির্বাচনে শনিবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়, চলবে বিকাল ৪টা পর্যন্ত।নগরকান্দা, সালথা উপজেলা ও সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়ন নিয়ে গঠিত এ আসনেভোটার রয়েছে ৩ লাখ ১৮ হাজার ৪৭২ জন।মোট ১২৩টি ভোট কেন্দ্রের ৮০৬টি কক্ষে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ চলছে।সম্প্রতি গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচনে ঢাকায় বসে সিসি ক্যামেরায় ভোটের দৃশ্য দেখেছিলেন সিইসিসহ নির্বাচন কমিশনাররা। ব্যাপক অনিয়ম দেখে সেখানে নির্বাচন বন্ধ করে দিয়েছিলেন তারা।ফরিদপুর-২ আসনে উপ-নির্বাচন পর্যবেক্ষণে ১ হাজার ৫২ সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে বলে ইসির আইডিইএ প্রকল্পের ডিপিডি কমিউনিকেশন স্কোয়াড্রন লিডার মো. শাহরিয়ার আলম সাংবাদিকদের জানিয়েছেন। সূত্র: বিডি নিউজ

 

রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে জঙ্গি হামলার আশঙ্কা

দেশের বিভিন্ন জেলা থেকে তরুণদের নিরুদ্দেশ হয়ে যাওয়া ভাবাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীকে। এদের অনেকে বিভিন্ন মাধ্যমে জড়িয়ে গেছেন জঙ্গিবাদে। কেউ ফিরে এসেছেন, কেউ হয়েছেন গ্রেফতার। অনেকে এখনো নিখোঁজ। জঙ্গিবাদ সংশ্লিষ্টতায় গ্রেফতার নিয়মিত ঘটনা। হলি আর্টিসান রেস্তোরাঁয় হামলাসহ বেশ কয়েকটি ঘটনায় নিহতও হয়েছেন অনেক জঙ্গি। এরপর বেশ কিছুদিন বড় কোনো হামলার ঘটনা না ঘটলেও থেমে নেই জঙ্গিদের প্রশিক্ষণ-তৎপরতা। পাহাড়ে প্রশিক্ষণ নেওয়াসহ হামলার পরিকল্পনাকারী অনেক জঙ্গিকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে ২০২৩ সালে রাজনৈতিক অস্থিরতার মধ্যে হামলা চালাতে পারে বলে তথ্য বেরিয়ে এসেছে গ্রেফতার জঙ্গিদের কাছ থেকে। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, দেশের বিভিন্ন অঞ্চল থেকে নিরুদ্দেশ হওয়া তরুণের সংখ্যা পঞ্চাশোর্ধ্ব। দেড় মাস থেকে দুই বছরের বেশি সময় ধরে নিখোঁজ এসব তরুণ। পার্বত্য চট্টগ্রামে দুর্গম অঞ্চলে বিভিন্ন জঙ্গি সংগঠনের ছত্রচ্ছায়ায় আত্মগোপনে থেকে প্রশিক্ষণ নিয়ে সংগঠনের কার্যক্রম পরিচালনা করছেন তারা। দীর্ঘদিন ধরে তাদের নিখোঁজ থাকার বিষয়টি উদ্বেগ ও আশঙ্কার। বড় হামলার প্রস্তুতি হিসেবে জঙ্গিরা এখন এককভাবে হামলার চেষ্টা করছে। সম্প্রতি র‌্যাব যাদের গ্রেফতার করেছে ২০২৩ সালের নির্বাচন কেন্দ্র করে তাদের টার্গেট ছিল বলে জানা যায়। জাগো নিউজ

 

প্রশিক্ষণার্থী কাগজে আছে, বাস্তবে নেই

তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্প-৪ এর আওতায় ঝালকাঠির রাজাপুরে জাতীয় মহিলা সংস্থার প্রশিক্ষণকেন্দ্রে চলছে উদ্যোক্তাদের প্রশিক্ষণ। ভর্তি-নির্দেশনা অনুযায়ী চলতি ব্যাচে পৃথক পাঁচটি ট্রেডে ৫০ জন করে মোট ২৫০ প্রশিক্ষণার্থী থাকার কথা এখানে। তাদের প্রত্যেকের জন্য বরাদ্দ রয়েছে ১২ হাজার টাকা। অভিযোগ উঠেছে, বরাদ্দের এই টাকা লোপাটের জন্যই প্রশিক্ষণকেন্দ্রের ভর্তি ফরম ও হাজিরা খাতায় মিথ্যা তথ্য দিয়ে ২৫০ জনের নাম লিপিবদ্ধ করা হয়েছে।নিক বাংলার অনুসন্ধানেও মিথ্যা তথ্য দিয়ে কাগজে-কলমে প্রশিক্ষণার্থীদের ২৫০ জনের তালিকা পূরণের প্রমাণ মিলেছে। নাম প্রকাশ না করার শর্তে অনেক প্রশিক্ষণার্থী দৈনিক বাংলার কাছে এমন তথ্যের সত্যতাও স্বীকার করেছেন। অন্যদিকে নামে-বেনামে প্রশিক্ষণার্থী দেখিয়ে প্রশিক্ষণকেন্দ্রের প্রশিক্ষণ কর্মকর্তা সামিরা আক্তার সরকারি বরাদ্দের টাকা হাতিয়ে নেয়ার পাঁয়তারা করছেন বলে অভিযোগ মিলেছে। নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের আওতায় বর্তমান ব্যাচে চার মাস মেয়াদি বিউটিফিকেশন কোর্স, কেটারিং কোর্স, ইন্টেরিয়র ডিজাইনিং অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট কোর্স ও ফ্যাশন ডিজাইনার কোর্স ট্রেডে নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ দেয়ার কথা ছিল। এ ছাড়া ৪০ দিন মেয়াদি বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড ই-কমার্স কোর্সও রয়েছে। সূত্র; দৈনিক বাংলা ।