বাংলাদেশের ম্যাচে আবারও বিতর্কিত সিদ্ধান্ত

খেলাধুলা ডেস্কখেলাধুলা ডেস্ক
প্রকাশিত: ১:০৩ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০২২

ছবি- সংগৃহীত

আগের ম্যাচে ভারতের বিপক্ষে আম্পায়ারদের বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে এখনও অনেক আলোচনা-সমালোচনা চলছে। এরই মধ্যে আজ (০৬ নভেম্বর) পাকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচেও বিতর্কিত সিদ্ধান্ত এসেছে।

এবার টাইগার অধিনায়ক সাকিব আল হাসান হলেন বিতর্কিত সিদ্ধান্তের শিকার। তিনি বিতর্কিত এলবিডব্লিউ -এর সিদ্ধান্তে শূন্য হাতে সাজঘরে ফিরেছেন।

রোববার (০৬ নভেম্বর) অ্যাডিলেইড ওভালে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। বাংলাদেশের দলীয় ৭৩ রানের মাথায় সৌম্য সরকারের বিদায়ের পর বিতর্কিত সেই সিদ্ধান্তে ফেরেন সাকিব।

বাংলাদেশ ইনিংসের ১১তম ওভারের পঞ্চম বলে শাদাব খানের বলে ডাউন দ্য ট্র্যাকে এসে সিঙেল নিতে চেয়েছেন সাকিব। এগিয়েছেন প্রায় ৩ মিটার। শটও অফার করেছেন বলটিতে। পরবর্তীতে বলটি প্যাডে আঘাত হানলে শাদাব আবেদন করে বসেন।

মেইন আম্পায়ার আদ্রিয়ান হোল্ডস্টোক সেই আবেদনে সাড়া দিয়ে আঙুলও তুলে দেন। তবে আম্পায়ারের এমন সিদ্ধান্ত মেনে নিতে পারেননি সাকিব। সাথে সাথেই রিভিউ নেন তিনি।

যেখানে দেখা যায় বলটি প্যাড ছোয়ার আগে ব্যাটের ছোয়া পেয়েছে। স্নিকোমিটারে যার স্পষ্ট দেখাও মেলে। কিন্তু থার্ড আম্পায়ার আউট দিয়ে দেন। যার প্রতিবাদ মাঠেও করেন সাকিব। এমনকি মাঠের বাইরে টাইগারদের টেকনিক্যাল কনসালটেন্ট এবং লিটনকে দেখা যায় এ বিষয়ে প্রশ্ন করতে ফোর্থ আম্পায়ারকে। তবে শেষ পর্যন্ত আম্পায়ারের সিদ্ধান্ত মেনে নিয়ে ফিরে যান সাকিব।

Nagad

সারাদিন/০৬ নভেম্বর/এমবি